অর্থনীতির বিভিন্ন খাতের গঠন এবং কার্যপ্রণালী,দ্রব্য ও উপাদান বাজারের সংজ্ঞা

জাতীয় আয়ের চμাকার প্রবাহ
একটি অর্থনীতির চারটি প্রধান পক্ষ রয়েছে। এগুলো হলো- পরিবারবর্গ, ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ, সরকার এবং বহির্বিশ্ব।
একটি সরল (ঝরসঢ়ষব) চμাকার প্রবাহ পরিবারবর্গ এবং ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের মধ্যে উৎপাদনের উপকরণসমূহ (ভূমি,
শ্রম, মূলধন এবং সংগঠন) এবং দ্রব্যসামগ্রী ও সেবা বিনিময়ের প্রμিয়া ব্যাখ্যা করে। এক্ষেত্রে সরকার ও বহির্বিশ্ব খাত
দুটোকে আলোচনায় অন্তর্ভূক্ত করা হয় না। সরকার এবং বহির্বিশ্ব পক্ষ দুটোর অন্তর্ভূক্তি চμাকার প্রবাহে আগমন/প্রবিষ্টকরণ
) এবং/অথবা নির্গমন (ষবধশধমবং) নির্দেশ করে যা ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই
বর্তমান আলোচনায় আমরা সরল চμাকার প্রবাহটি বিশ্লেষণ করার সময় প্রাসংগিকভাবে আগমন এবং নির্গমন প্রμিয়ার
উল্লেখ করব। এখন চলুন জাতীয় আয়ের চμাকার প্রবাহ বিশ্লেষণের পূর্বে কিছু প্রয়োজনীয় ধারণার সাথে পরিচিত হয়ে
নিই।
দ্রব্য বাজার (চৎড়ফঁপঃ গধৎশবঃ) : দ্রব্য বাজার বলতে এমন বাজারকে বুঝায় যা চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবার বিনিময়
সম্পন্ন করে।
উপাদান বাজার : উৎপাদনের উপকরণসমূহের সেবার (ংবৎারপবং) বিনিময় বুঝাতে উপাদান বাজার
ধারণাটি ব্যবহার করা হয়।
পরিবারবর্গ খাত : একটি অর্থনীতির সকল পরিবার নিয়ে পরিবারবর্গ খাত গঠিত। পরিবারবর্গ
উৎপাদনের উপাদানসমূহের যোগানের উৎস এবং ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবার অন্যতম
μেতা।
ব্যবসায়িক খাত ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত সকল উৎপাদন প্রতিষ্ঠান নিয়ে এ খাত গঠিত। এ খাতের প্রধান উদ্দেশ্য হলো দ্রব্যসামগ্রী ও সেবার উৎপাদন এবং বিμয়। ব্যবসায়িক খাত উৎপাদনের উপকরণসমূহের
প্রধান নিয়োগকারী প্রতিষ্ঠান।
জাতীয় আয়ের সরল চμাকার প্রবাহের বিশ্লেষণ
আমরা আগেই উল্লেখ করেছি যে, সরল চμাকার প্রবাহ বিশ্লেষণে শুধুমাত্র উৎপাদন প্রতিষ্ঠানসমূহ এবং পরিবারবর্গ-এ দুটো
খাতের পারস্পরিক কার্যμম ব্যাখ্যা করা হয় অর্থাৎ এক্ষেত্রে সরকার ও বহির্বিশ্ব- খাত দুটো সম্পূর্ণ অনুপস্থিত। আলোচনার
সুবিধার্থে ধরা যাক
 উৎপাদন প্রতিষ্ঠানসমূহ (ঋরৎসং) শুধুমাত্র ভোগ্যদ্রব্য ও সেবা উৎপাদন করে
 পরিবারবর্গের চাহিদা উৎপাদন প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উৎপাদিত ভোগ্যদ্রব্য ও সেবার সমান। অর্থাৎ পরিবারবর্গ তাদের
আয়ের সম্পূর্ণ অংশ ভোগ্যসামগ্রী μয়ে ব্যয় করে। অন্যভাবে বলা যায়, পরিবারবর্গের সঞ্চয়ের পরিমাণ শুণ্য।
উপরিউক্ত অনুমিতিসমূহের আলোকে জাতীয় আয়ের চμাকার প্রবাহের ধারণাটি নিচের চিত্রের সাহায্যে
ব্যাখা করা হলো। চিত্রের বামদিকে উৎপাদন প্রতিষ্ঠানসমূহ এবং ডানদিকে পরিবারবর্গ দেখানো হয়েছে। চারটি ভিন্ন ভিন্ন
প্রবাহের মাধ্যমে এদুটো খাত পরস্পর সম্পর্কযুক্ত। এখন আমরা আলাদা আলাদাভাবে এ চারটি প্রবাহ বিশ্লেষণ করব।
প্রবাহ-১: পরিবারবর্গ উৎপাদনের উপকরণসমূহ যেমন- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের মালিক। উৎপাদন প্রতিষ্ঠান বা
ফার্মসমূহ ভোগ্যপণ্য ও সেবা উৎপাদন করার জন্য পরিবারবর্গ থেকে উপকরণ বাজারের মাধ্যমে উপকরণসমূহের সেবা
μয় করছে।
প্রবাহ-২: উপকরণসমূহ ব্যবহারের জন্য ফার্মসমূহ উপকরণ বাজারের মাধ্যমে পরিবারবর্গকে পারিশ্রমিক প্রদান করছে
(যেমন- শ্রমের জন্য মজুরী, মূলধনের জন্য সুদ, ভূমির জন্য খাজনা এবং সংগঠনের জন্য মুনাফা) যা পরিবারবর্গের আয় বা
উপার্জন। লক্ষ্য করুন, ফার্মের মুনাফাকে পরিবারের আয় হিসেবে দেখানো হয়েছে। এর কারণ, সংগঠন বা ব্যবসা
প্রতিষ্ঠানের মালিক পরিবারবর্গেরই অংশ।
প্রবাহ-৩: এ প্রবাহ নির্দেশ করছে যে, ফার্মসমূহ থেকে উৎপাদিত ভোগ্যদ্রব্য ও সেবা পরিবারবর্গের দিকে প্রবাহিত হচ্ছে।
অর্থাৎ পরিবারবর্গ দ্রব্য বাজারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভোগ্যদ্রব্য ও সেবা μয় করছে।
প্রবাহ-৪: পরিবারবর্গ দ্রব্য বাজারের মাধ্যমে উৎপাদন প্রতিষ্ঠানসমূহকে ভোগ্যদ্রব্য ও সেবার মূল্য পরিশোধ করছে।
একটু ভালভাবে চিত্র ২.১-এর দিকে লক্ষ্য করলে দেখবেন, ফার্মসমূহের উৎপাদন প্রμিয়ার মাধ্যমে একদিকে পরিবারবর্গের
(উৎপাদনের উপকরণসমূহের মালিকগণ) আয় (খাজনা, মজুরী, সুদ ও মুনাফা) সৃষ্টি হচ্ছে যা প্রবাহ-২ এর মাধ্যমে
পরিবারবর্গের পকেটে যাচ্ছে, অন্যদিকে ভোগ্যদ্রব্য ও সেবা উৎপাদিত হয়। পরিবারবর্গ তাদের প্রাপ্ত আয় আবার ভোগ্যদ্রব্য
ও সেবা μয়ে ব্যয় করে। ফলে প্রবাহ-৩ এর মাধ্যমে ফার্মসমূহ থেকে ভোগ্যদ্রব্য ও সেবা পরিবারবর্গের নিকট চলে আসছে
এবং প্রবাহ-৪ এর মাধ্যমে ভোগ্যদ্রব্য ও সেবার মূল্যবাবদ পরিবারবর্গ তাদের আয় ফার্মসমূহে প্রেরণ করছে। তাহলে
ফার্মসমূহের উৎপাদন প্রμিয়ার মাধ্যমে যে আয় পরিবারবর্গ পাচ্ছে তা আবার ভোগ্যদ্রব্য ও সেবার বিনিময়ে ফার্মসমূহের
নিকট চলে যাচ্ছে। এভাবে অর্থনীতির আয় চμাকারে প্রবাহিত হয়।
আর্থিক প্রবাহ বনাম প্রকৃত প্রবাহ (গড়হবু ঋষড়ি াং. জবধষ ঋষড়)ি
দ্রব্য এবং উপকরণ উভয় বাজারে আমরা দু’ধরনের বিনিময় লক্ষ্য করি। একটি হলো বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবা এবং
অন্যটি হচ্ছে অর্থ (সড়হবু)। উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যাক। মনে করুন, নিউ মার্কেট থেকে আপনি একটি
টি-শার্ট μয় করলেন এবং এর মূল্য হিসেবে বিμেতাকে ৩০০ টাকা প্রদান করলেন। অথবা মনে করুন, একজন ব্যাংকার
হিসেবে প্রদত্ত সেবার জন্য আপনি প্রতিমাসে ৫০০০ টাকা বেতন পান। এ দুটো উদাহরণে, টি-শার্ট এবং ব্যাংকিং সেবা
হলো যথাμমে বস্তুগত দ্রব্য ও সেবা এবং শার্টের মূল্য ও মাসিক বেতন হলো আর্থিক ধারণা। লক্ষ্য করুন, উভয় প্রকার
বিনিময়ে একটি করে বিপরীতমুখী প্রμিয়া রয়েছে। এখন চμাকার প্রবাহ চিত্রে, প্রবাহ-১ ও ৩ এবং প্রবাহ-২ ও ৪ এর
তুলনা করুন। প্রবাহ-১ ও ৩ প্রকৃত প্রবাহ এবং বিপরীতমুখী (কেন?) এবং প্রবাহ-২ ও ৪ আর্থিক প্রবাহ এবং বিপরীতমুখী
(কেন?)।
প্রকৃত প্রবাহ: দ্রব্যসামগ্রী ও সেবা (যেমন- ভোগ্য দ্রব্য ও শ্রম প্রভৃতির) প্রবাহ
আর্থিক প্রবাহ : উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য এবং উপকরণসমূহের পারিশ্রমিকের প্রবাহ
শিক্ষার্থীর কাজ
নিচের কোনগুলো আয় ও কোনগুলো ব্যয় নির্দেশ করে লিখুন: মুনাফা, ভোগব্যয়, মজুরী, সুদ, খাজনা।
পাঠোত্তর মূল্যায়ন- ১৬.২
বহুনির্বাচনি প্রশ্ন
১. জাতীয় আয়ের সরল চμাকার প্রবাহে
(ক) সরকারকে অন্তর্ভূক্ত করা হয় (খ) বহির্বিশ্ব অন্তর্ভূক্ত করা হয়
(গ) সরকার ও বহির্বিশ্ব খাতকে অন্তর্ভূক্ত করা হয় না (ঘ) উপরের কোনটিই সঠিক নয়
২. উৎপাদনের উপকরণসমূহের মালিক হচ্ছে
(ক) সরকার (খ) ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ
(গ) পরিবারবর্গ (ঘ) উপরের কোনটিই নয়

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]