ব্যয় পদ্ধতি

ব্যয় পদ্ধতি অনুযায়ী, জাতীয় আয় হচ্ছে কোন একটি সমাজ কর্তৃক সকল প্রকার দ্রব্যসামগ্রী ও সেবা μয়ের জন্য ব্যয়।
আমাদের সরল চμাকার প্রবাহ চিত্র অনুযায়ী, পরিবারবর্গ তাদের আয়ের পুরো অংশ ব্যক্তিগত ভোগ্যসামগ্রী μয়ে ব্যবহার
করে। সুতরাং এ ধরণের একটি সরল অর্থনীতিতে, জাতীয় আয় = মোট ভোগ ব্যয়। কিন্তু এটি একটি অতি সরলীকৃত
ব্যাখ্যা। প্রথমতঃ শুধুমাত্র পরিবারবর্গই উৎপাদিত দ্রব্যসামগ্রী μয়ের একমাত্র এজেন্ট (অমবহঃ) নয়। একটি
দেশের সরকার প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, ইত্যাদি খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। দ্বিতীয়তঃ একটি দেশ শুধুমাত্র চূড়ান্ত
দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করে না, উৎপাদন প্রμিয়া সবল রাখা এবং প্রসারিত করার জন্য প্রচুর পরিমাণে মূলধন তথা
মাধ্যমিক দ্রব্যও উৎপাদন করে থাকে। বেসরকারি এবং সরকারি উৎপাদন প্রতিষ্ঠানসমূহ এ সকল দ্রব্যের μেতা।
অর্থনীতিতে মূলধন দ্রব্য μয়ের প্রμিয়াকে বিনিয়োগ ব্যয় বলা হয়। তৃতীয়তঃ একটি দেশের প্রয়োজনীয় ভোগ্যদ্রব্য ও
মূলধন দ্রব্যের একটি অংশ বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়। একইভাবে, দেশে উৎপাদিত ভোগ্যদ্রব্য ও মূলধন সামগ্রীর
একটি অংশ বিদেশে রপ্তানি হয় যা বিদেশী জনগণ কর্তৃক আমাদের দেশীয় দ্রব্যের জন্য ব্যয় হিসেবে গণ্য। রপ্তানি আয়
(আমাদের দেশীয় দ্রব্যের উপর বহির্বিশ্বের ব্যয়) থেকে আমদানি ব্যয় (বিদেশী দ্রব্যের উপর আমাদের ব্যয়) বাদ দিলে
আমরা নীট রপ্তানি (ঘবঃ ঊীঢ়ড়ৎঃ) পাই যা ধনাত্মক (চড়ংরঃরাব) অথবা ঋণাত্মক (ঘবমধঃরাব) হতে পারে।
উপরের বিশ্লেষণের আলোকে আমরা চার ধরণের ব্যয় শনাক্ত করতে পারি:
১) ব্যক্তিগত ভোগ ব্যয় - ঈ
২) বেসরকারী অভ্যন্তরীণ বিনিয়োগ ১
৩) সরকারী ব্যয় - এ
৪) নীট রপ্তানি – (ঢ-গ)
যেখানে ঢ = রপ্তানি (
এবং গ = আমদানি ()
এঘচ = ঈ+১+এ+ (ঢ-গ)
= ঈ+১+এ যখন (ঢ-গ) = ০ অর্থাৎ রপ্তানি আয় আমদানি ব্যয়ের সমান
একটি অর্থনীতির সামগ্রিক কর্মকান্ডের তুলনায় নীট রপ্তানির পরিমাণ খুবই কম। তাই তাত্তি¡ক আলোচনায় অনেক ক্ষেত্রে
নীট রপ্তানি বাদ পড়ে যায়।
উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি ছাড়াও অন্য একটি উপায়ে জাতীয় আয় পরিমাপ করা যায়। এটাকে আয়ের
ব্যবহার পদ্ধতি (টংবং ড়ভ ওহপড়সব গবঃযড়ফ) বলে। এ পদ্ধতিতে জাতীয় আয় হলো ভোগ ব্যয়, সঞ্চয় (ঝধারহম) এবং কর
আয় (ঞধী জবাবহঁব)-এর যোগফল অর্থাৎ এঘচ = ঈ+ঝ+ঞ। জাতীয় আয় নির্ধারণ তত্তে¡ ঈ+১+এ = ঈ+ঝ+ঞ একটি
গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।
বাংলাদেশের ১৯৯৩-৯৪ অর্থ বছরের ভোগব্যয়, বেসরকারি অভ্যন্তরীণ বিনিয়োগ, সরকারি ব্যয়, নীট রপ্তানির পরিমাণ
মোট সঞ্চয়, কর-আয় কত? লিখুন। অত:পর আয়ের ব্যবহার পদ্ধতিতে জাতীয় আয় হিসেব করুন।
পাঠোত্তর মূল্যায়ন- ১৬.৩
বহুনির্বাচনি প্রশ্ন
১। দ্বৈতগণনার সমস্যা দেখা দেয়-
(ক) উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে (খ) আয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে
(গ) ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে (ঘ) উপরের কোনটিই নয়
২। মূল্য সংযোজন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের মাধ্যমে
(ক) শুধু মাধ্যমিক দ্রব্যের মূল্য বিবেচনা করা হয় (খ) শুধু চূড়ান্ত দ্রব্যের মূল্য বিবেচনা করা হয়
(গ) দ্বৈত গণনার সমস্যা দূর করা হয় (ঘ) উপরের সব কয়টিই সঠিক
নিচের উদ্দীপকটি পড়–ন এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিন।
কর্মচারীদের বেতন ও ভাতা = ২০০০, সুদ=২০০, খাজনা = ১০০, পরোক্ষ ব্যবসা কর =২০০, কর্পোরেট মুনাফা =
১০০, হস্তান্তর প্রদান = ৩০০, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের আয় = ১০০ ও মুলধনের অবচয়জনিত ব্যয় =১০।
৩। দেশটির নীট জাতীয় আয় কত?
(ক) ২৪০০ (খ) ২৫০০ (গ) ২৭১০ (ঘ) কোনটিই সঠিক নয়।
৪। দেশটির মোট জাতীয় আয় কত?
(ক) ২২০০ (খ) ২৪০০ (গ) ২৭১০ (ঘ) কোনটিই সঠিক নয়।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]