বাণিজ্য শর্ত কি? এটি দিয়ে একটি অর্থনীতির কি প্রবণতা বোঝা যায়?

বাণিজ্য শর্ত
বিভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্যে যখন অংশগ্রহণ করে তখন এটি একদিকে যেমন রপ্তানি করে
তেমনি একই সঙ্গে আবার আমদানিও করে। আমদানি ও রপ্তানি মিলিয়ে তার ভারসাম্য অবস্থা কি
দাঁড়াচ্ছে তা বোঝার জন্য বাণিজ্য শর্ত ধারণাটি ব্যবহার করা হয়। অর্থাৎ বাণিজ্য শর্ত দিয়ে বোঝা যায়
দেশটি আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি না উদ্বৃত্ত অবস্থায় আছে।
এক কথায় বাণিজ্য শর্ত আসলে হল আমদানি সূচক ও রপ্তানি সূচকের অনুপাত।
অর্থাৎ, বাণিজ্য শর্ত = রপ্তানি দামের সূচক/আমদানি দামের সূচক।
যদি একটি দেশ যে রপ্তানি করে তার দামের সূচক একটি নির্দিষ্ট সময়কালে তার আমদানি দামের
সূচকের তুলনায় বৃদ্ধি পায় তাহলে বোঝা যাবে যে, বাণিজ্য শর্ত তার অনুকূলে। আবার যদি রপ্তানি
দামের সূচক একটি নির্দিষ্ট সময়কালে তার আমদানি দামের সূচকের তুলনায় হ্রাস পায় তাহলে বোঝা
যাবে যে, বাণিজ্য শর্ত তার প্রতিকূলে। এক হিসাবে বাণিজ্য শর্ত হচ্ছে আপেক্ষিক রপ্তানি দাম সূচক।
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য
বাংলাদেশের বাণিজ্য শর্ত বুঝতে গেলে বাণিজ্যের সামগ্রিক চেহারাটিও আমাদের দেখা দরকার।
নিচের কয়েকটি ছকে এর চিত্র দেয়া আছে। প্রথম ছকে দেখা যাচ্ছে যে, বাণিজ্য ঘাটতি ক্রমাগত
বাড়ছেই। ১৯৭৩-৭৪ সালে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৪৩৪.৫৯ কোটি টাকা, ১৯৯৪-৯৫
নাগাদ এই ঘাটতি প্রায় ২০ গুণ বেড়ে হয়েছে ৯৪৯১ কোটি টাকা, এই বৃদ্ধি ১৯৯৭-৯৮ হয়ে ২০০০
সাল পর্যন্ত অব্যাহত আছে।
ছক ১ : বাংলাদেশে বিদেশী বাণিজ্য
(কোটি টাকায়)
বছর রপ্তানি আয় আমদানি আয় ভারসাম্য
১৯৭৩-৭৪ ২৯৭.৪১ ৭৩২.০০ -৪৩৪.৫৯
১৯৭৫-৭৬ ৩০৬.০০ ১০৮৪.০ -৭৭৮.০
১৯৮০-৮১ ১১৪৮.৪ ৩৭২৮.৮ -২৫৮০.৪
১৯৮৫-৮৬ ২৭৩৯.৬ ৬২৯২.৯ -৩৫৫৫.৬
১৯৯০-৯১ ৬০২৭.২ ১১১৮৭.৭ -৫১৬০.৫
১৯৯২-৯৩ ৮৮২১.৫ ১৩৮১৯.৮ -৪৯৯৮.৪
১৯৯৪-৯৫ ১৩৯৬১.৪৬ ২৩৪৫২.৬৮ -৯৪৯১.২২
১৯৯৭-৯৮ ২৫০৮৪.২ ৩৬৪৯১.৪ -১১৪০৭.২
চিত্র ১১.১ : বাংলাদেশে বাণিজ্য ঘাটতির বিস্তার
ছক ২ : রপ্তানি বাণিজ্যের ধরন
রপ্তানি (মোট রপ্তানি আয়ের %)
১৯৮২-৮৩ ১৯৮৫-৮৬ ১৯৯০-৯১ ১৯৯৭-৯৮
তৈরী পোষাক ২.০ ১৬ ৪৩ ৫৫.৮২
চামড়া ৮.০ ৭ ৮ ৩.৬৮
হিমায়িত মাছ ও চিংড়ি ১০.০ ১৪ ৮ ৭.২৪
পাট ও পাটজাত দ্রব্য ৬২.০ ৫৫ ২৭ ৯.৮১
চা ৭.০ ৪ ২ ০.৮৫
চিত্র ১১.২ : বাংলাদেশের রপ্তানী বাণিজ্যের গঠন (১৯৮২, ১৯৯৫)
২ ও ৩ নম্বর ছক থেকে বাংলাদেশের বাণিজ্যের একটি ধরন পাওয়া যায়। আমরা দেখছি ৮০ দশকের
মধ্যেই রপ্তানি বাণিজ্যের ধরন অনেকখানি পাল্টে গেছে। ১৯৮২-১৯৮৩ সালেও যেখানে পাট ও পাটজাত দ্রব্যই ছিল প্রধান রপ্তানি পণ্য (৬২%) সেটি ১৯৯৭-৯৮ সালে এসে দাঁড়িয়েছে ৯.৮১%।
উল্টোদিকে তৈরী পোষাক ১৯৮২-৮৩ সালে যেখানে ছিল ২%, ১৯৯৭-৯৮ সালে তা হয়েছে
৫৫.৮২%। এটি গত দু'বছরে আরও বেড়েছে। অর্থাৎ প্রথমত: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আগে
যেখানে পাট নির্ভর ছিল এখন সেখানে বস্ত্রশিল্প নির্ভর। দ্বিতীয়ত: আগেও বাংলাদেশের বৈদেশিক
বাণিজ্য যেখানে একক পণ্য নির্ভর ছিল এখনও তাই আছে।
অন্যদিকে আমদানি ক্ষেত্রে দেখছি ১৯৮০-৮১ থেকে ভোগ্য পণ্যের প্রাধান্যের কোন পরিবর্তন হয়নি।
ছক ৩ : আমদানি বাণিজ্যের ধরন (%)
আমদানি পণ্যের ধরন ১৯৮০-৮১ ১৯৮৫-৮৬ ১৯৯০-৯১ ১৯৯১-৯২ ১৯৯৬-৯৭
ভোগ্যপণ্য ১৭.৯ ৩২.৮ ৩৪.৭ ৩৯.১৭ ৩২.৩
ভোগ্যপণ্যের দ্রবাদি ৪০.৩ ৩৬.১ ৩০.১ ৩০.২৯ ২২.৩
মূলধনী পণ্য ২৬.৯ ১২.৩ ১৪.৪ ১২.৫৭ ১২.৫
মূলধনী পণ্যের দ্রবাদি ১৪.৯ ১৮.৯ ২০.৮ ১৭.৯৭ ১৯.৬
চিত্র ১১.৩ : বাংলাদেশের আমদানি বাণিজ্যের গঠন
বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদার হল ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের
বাণিজ্যে একটি বিশেষত্ব আছে। সেটি হল, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের বড় অংশই
সংঘটিত হয় বেআইনীভাবে, যাকে প্রচলিত ভাষায় বলা হয় চোরাচালানী। নিচের ছকে বাংলাদেশ ও
ভারতের বৈধ ও অবৈধ দুই বাণিজ্যেরই একটি চিত্র পাওয়া যাচ্ছে।
ছক ৪ : ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য (১৯৯৩-৯৪)
বিষয় টাকার পরিমাণ (কোটি টাকায়)
আইনী আমদানি ১৬৬০.২৬
আইনী রপ্তানি ৮৪.৪২
আইনী বাণিজ্য ঘাটতি ১৫৭৫.৮৪
বেআইনী আমদানি (বেআইনী রাস্তা) ২০৮৬.৩৮
বেআইনী আমদানি (আইনী রাস্তা) ৪১৪.০৬
মোট বেআইনী আমদানি ২৫০০.৪৪
বেআইনী রপ্তানি ৫০৬.৫২
বেআইনী বাণিজ্য ঘাটতি ১৯৯৩.৯২
ভারতের সঙ্গে মোট বাণিজ্য ঘাটতি ৩৫৬৯.৭৬
১৯৮২-১৯৮৩ সালেও
যেখানে পাট ও পাটজাত
দ্রব্যই ছিল প্রধান রপ্তানি
পণ্য (৬২%) সেটি
১৯৯৭-৯৮ সালে এসে
দাঁড়িয়েছে ৯.৮১%।
উল্টোদিকে তৈরী পোষাক
১৯৮২-৮৩ সালে যেখানে
ছিল ২%, ১৯৯৭-৯৮
সালে তা হয়েছে
৫৫.৮২%। এটি গত
দু'বছরে আরও বেড়েছে।
অর্থাৎ প্রথমত:
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য
আগে যেখানে পাট নির্ভর
ছিল এখন সেখানে বস্ত্রশিল্প
নির্ভর। দ্বিতীয়ত: আগেও
বাংলাদেশের বৈদেশিক
বাণিজ্য যেখানে একক পণ্য
নির্ভর ছিল এখনও তাই আছে।
সারসংক্ষেপ
উপরের ছক থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতিই প্রধান
প্রবণতা। বৈধ ও অবৈধ দুই ক্ষেত্রেই এই চিত্র অভিন্ন। আইনী বাণিজ্য ঘাটতি যেখানে প্রায় দেড় হাজার
কোটি টাকা, সেখানে বেআইনী বাণিজ্য ঘাটতি প্রায় দুই হাজার কোটি টাকা।
আমদানি রপ্তানি দাম সূচকের ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য শর্ত কি দাঁড়াচ্ছে? নিচের ছকে আমরা এর পরিচয় পাচ্ছি।
ছক ৫ : বাংলাদেশের বাণিজ্য শর্ত (১৯৭৯/৮০=১০০)
সাল আমদানি দাম সূচক রপ্তানি দাম সূচক বাণিজ্য শর্ত
১৯৭৯/৮০ ১০০ ১০০ ১০০
১৯৮০/৮১ ৮৬.৮ ১১৩.৫ ৭৬.৫
১৯৮৫/৮৬ ৭৮.৯ ৯৮.৫ ৮০.১
১৯৮৯/৯০ ৯৫.৬ ১০৩ ৯২.৮
১৯৯৩/৯৪ ১১৩.৩ ১১০.৮ ১০২.৩
১৯৯৬/৯৭ ১৩৩.৪ ১৩৬ ৯৮.১
উপরের ছকে ১৯৭৯-৮০ সময়কালকে ভিত্তি ধরে হিসাব করা হয়েছে। বলাই বাহুল্য যে, ভিত্তি বছর
ভিন্ন হলে এই চিত্র পুরোপুরি এরকম থাকবে না। তবে এ থেকে একটি প্রবণতা বোঝা যায়।
বাণিজ্য শর্ত বলতে আমদানি ও রপ্তানি সূচকের অনুপাত বোঝায়। একটি রপ্তানিকারক দেশের
রপ্তানি দামের সূচক একটি নির্দিষ্ট সময়কালে যদি তার আমদানি দামের সূচকের তুলনায় বৃদ্ধি পায়
তাহলে বোঝা যাবে যে, বাণিজ্য শর্ত তার অনুক‚লে। বিপরীতটি হলে বাণিজ্য শর্ত হবে প্রতিক‚লে।
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এখনও বর্ধমান। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য বরাবরই একক পণ্য নির্ভর। আগে প্রধান রপ্তানি পণ্য ছিল পাট, এখন পোষাক।
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. একটি দেশের বাণিজ্য শর্ত তার অনুক‚লে থাকবে যখন:
ক. রপ্তানি দামের সূচক আমদানি দামের সূচকের সমান হবে।
খ. রপ্তানি দামের সূচক আমদানি দামের সূচকের তুলনায় বাড়বে।
গ. রপ্তানি দামের সূচক আমদানি দামের সূচকের তুলনায় কমবে।
ঘ. কোনটিই না।
২. বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য:
ক. ভোগ্যপণ্য নির্ভর
খ. পাটনির্ভর
গ. বস্ত্রশিল্প নির্ভর
ঘ. কাগজশিল্প নির্ভর
৩. ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের বিশেষত্ব হচ্ছেক. আইনী আমদানি প্রধান
খ. আইনী রপ্তানি প্রধান
গ. বেআইনী রপ্তানি প্রধান
ঘ. আইনী-বেআইনী বাণিজ্য ঘাটতি বিপুল
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ১৯৮২-৯৮ সময়কালে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের ধরন কেমন ছিল?
২. ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য উপস্থাপন করুন।
রচনামূলক প্রশ্ন
১. বাণিজ্য শর্ত কি? এটি দিয়ে একটি অর্থনীতির কি প্রবণতা বোঝা যায়?
২. গত দুই দশকে বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবণতা বিশ্লেষণ করুন।
নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর
পাঠ - ১ : ১. ক ২. খ ৩. গ
পাঠ - ২ : ১. খ ২. গ ৩. ঘ

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]