ফিলিপ্স রেখা কি?
২. ফিলিপ্স রেখা কেন বাম থেকে ডানদিকে নি¤œগামী? মুদ্রাস্ফীতির ত্বরিত বৃদ্ধি তত্ত¡ ও ফিলিপ্স রেখার স্থানান্তর আলোচনা করুন।

ফিলিপ্স রেখার আকৃতি ও বৈশিষ্ট্য শিরোনামে জার্নালে ১৯৫৮
সালে একটি নিবন্ধ লন্ডন স্কুল অব ইকোনমিক কর্তৃক সর্বপ্রথম প্রকাশিত হয়। ঞড়নরহ বলেন এটি
শতাব্দীর শ্রেষ্ঠতম সামষ্টিক অর্থনীতির নিবন্ধ। যেখানে মজুরি বৃদ্ধির হার, বেকারত্বের হার ও
মুদ্রাস্ফীতির হারের মধ্যে একটি ঘনিষ্ঠ যোগসূত্র দেখান হয়।
ফিলিপ্স ব্রিটিশ অর্থনীতির উপর গবেষণা করেন এবং ১৮৬১-১৯৫৭ সাল পর্যন্তসময়ের অবিন্যস্ততথ্য
গ্রহণ করেন। যার মাধ্যমে তিনি একটি রেখার অস্তিত্ব লক্ষ্য করেন যাকে ফিলিপ্স রেখা বলে। ফিলিপ্স
রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বেকারত্বের হারের সঙ্গে মজুরি বৃদ্ধির হার ও
মুদ্রাস্ফীতি হারের সম্পর্ক প্রকাশ পায়।
মূল ফিলিপ্স রেখাকে সহজবোধ্য করে উপস্থাপন করা যায়। ১০.১ নং চিত্রে একটি কাল্পনিক বেকারত্ব কম কমবে। এখানে মজুরি ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত হয়। অর্থাৎ উচ্চ বেকারত্বে মজুরি
পরিবর্তনের হার কম বলে মুদ্রাস্ফীতির হারও কম থাকে, নি¤œবেকারত্বে মজুরি বেশি বাড়াতে হয়, ফলে
মূল্য স্তরও বেড়ে যায়। তাই ফিলিপ্স রেখায় মজুরি মুদ্রাস্ফীতির হার ও বেকারত্বের হারের মধ্যে
পছন্দনীয়তার সুযোগ আছে। এখানে নীতি প্রণেতাদের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।
ট্রেড অফ কথাটির সহজ পরিভাষা করলে পছন্দনীয়তা বোঝায়। ফিলিপ্স রেখা মূলত একটি প্রতিটি বিন্দুতে সমাজ পছন্দ করবে মুদ্রাস্ফীতির হার বেশি গ্রহণ করবে না বেকারত্বের হার বেশি গ্রহণ করবে। মজুরির হারের সঙ্গে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক রয়েছে, আবার মজুরির বৃদ্ধির
হারের সঙ্গে মুদ্রাস্ফীতির হারের ধনাত্বক সম্পর্ক রয়েছে। তাই মজুরির বৃদ্ধির হারের পরিবর্তনের সঙ্গে
মুদ্রাস্ফীতির হারের ধনাত্মক সম্পর্ক এবং বেকারত্বের বিপরীত সম্পর্ক রয়েছে। মজুরি নীতি দ্বারা
মুদ্রাস্ফীতি ও বেকারত্বের হার প্রভাবিত হয়। এজন্য সমাজকে পছন্দ করতে হবে, তারা কি মুদ্রাস্ফীতি
বেশি চায় নাকি বেকরত্ব বেশি চায়। এ পছন্দনীয়তাই হলো ঞৎধফব ড়ভভ। চিত্রে ভ‚মি অক্ষে বেকারত্বের হার ও লম্ব অক্ষে মজুরি বৃদ্ধির হার বিবেচ্য। মুদ্রাস্ফীতি, মজুরি এবং বেকারত্বের
মধ্যে ঞৎধফব ড়ভভ ব্যাখ্যায় ফিলিপ্স
রেখা ব্যবহৃত হয়। কোনো
অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ২ ভাগ
হলে এবং মজুরি বৃদ্ধির হার যদি ২
ভাগ হয় তাহলে ঐ অর্থনীতিতে
মুদ্রাস্ফীতির হার হবে শূন্য। এ
অবস্থায় ১০.২ চিত্রের উ বিন্দুতে
ঞৎধফব ড়ভভ নির্ধারিত হয়েছে।
মুদ্রাস্ফীতির হার শূন্য হলে
বেকারত্বের হার হবে ৮%। এ
অবস্থায় মজুরি বৃদ্ধির হার হলো
২%। এরপর মজুরি বৃদ্ধির হার
৪% হলে মুদ্রাস্ফীতির হার হবে
২%। এ অবস্থায় বেকারত্ব কমে
৪.৫% এ নেমে আসবে। এবং
চিত্রে ঈ বিন্দুতে ঞৎধফব ড়ভভ নির্ধারিত হয়েছে। এরপর মজুরি বৃদ্ধির হার ৬%, মুদ্রাস্ফীতির হার ৪%
হলে বেকরত্বের হার হবে ৩% যেখানে বিন্দু ই। মজুরি যদি ৮% হারে বৃদ্ধি পায় তখন
মুদ্রাস্ফীতির হার ৬%। এ অবস্থায় বেকারত্বের হার হবে ২.৫%, যেখানে ঞৎধফব ড়ভভ বিন্দু হলো অ।
ফিলিপ্স রেখার বরাবর সঞ্চালন ও স্থানান্তর
ক. ফিলিপ্স রেখার বরাবর সঞ্চালন
ফিলিপ্স রেখার বরাবর সঞ্চালন বলতে ফিলিপ্স রেখার একবিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরকে বোঝায়। অর্থাৎ মজুরির হারের
পরিবর্তন হলে ফিলিপ্স রেখা এক
বিন্দু থেকে অন্য বিন্দুতে
স্থানান্তরিত হয়। এতে ফিলিপ্স
রেখা বরাবর সঞ্চালন ঘটে।
অনুরূপভাবে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে
বিপরীত যাত্রা সৃষ্টি হবে।
১। মুদ্রা অচলীকরণ : সরকার
বিশেষ ধরনের মুদ্রা অচলীকরণ
করে মুদ্রার যোগান হ্রাস করতে পার।
২। একাউন্ট সিজ করণ : সরকার
বিশেষ শ্রেণীর ব্যাংকের একাউন্ট
মজুরির হারের
পরিবর্তন হলে ফিলিপ্স
রেখা এক বিন্দু থেকে
অন্য বিন্দুতে স্থানান্তরিত
হয়। এতে ফিলিপ্স
রেখা বরাবর সঞ্চালন ঘটে। মজুরির হারের
সঙ্গে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক
রয়েছে, আবার মজুরির
বৃদ্ধির হারের সঙ্গে
মুদ্রাস্ফীতির হারের ধনাত্বক সম্পর্ক রয়েছে।
সিজ করে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে।
১০.৩ চিত্রে লক্ষণীয় যে মজুরি বৃদ্ধির হার অ থেকে ই তে কমার ফলে বেকারত্বের হার অল্পই বেড়েছে।
এরপরই থেকে মজুরি বৃদ্ধির হার ঈ হলে বেকারত্বের হার বেড়ে যায় ট১ থেকেট২। যা অনেক বেশি,
এতে ফিলিপ্স রেখার ই থেকে ঈ বিন্দুতে সঞ্চালন ঘটে। এটিই ফিলিপ্স রেখার বরাবর সঞ্চালন।
১০.৪ ‘ক’ চিত্রে ণঋ হলো পূর্ণ নিয়োগের জাতীয় আয়। অউ=১অঝদ্বারা চ১ দামস্তর এবং ণ১ প্রকৃত
এ.ঘ.চ নির্ধারিত হয় যেখানে পূর্ণ নিয়োগের আয়ের চেয়ে জাতীয় আয় কম। এরপর সরকারি ব্যয় হ্রাস,
কর বৃদ্ধি বা অর্থের যোগান হ্রাস পেলে সামগ্রিক চাহিদা রেখা বামে স্থানান্তরিত হয়ে অউ২ হবে; চ২ দাম
স্তরে ণ২ জাতীয় আয় নির্ধারিত হবে। এ অবস্থায় জাতীয় আয় যেমন কমেছে, বেকারত্বের হার তেমনি
বেড়েছে। এরপর যদি সামগ্রিক চাহিদা কমে অউ৩ হয় তাহলে দামস্তর হবে চ৩ এবং জাতীয় আয় কমে
হবে ণ৩ পরিমাণ। জাতীয় আয় কমার কারণে বেকারত্ব বেড়ে ট৩ হবে। সামগ্রিক চাহিদা অউ থেকে
যদি অউ১ হতো তাহলে মুদ্রাস্ফীতি হতো চঋ পর্যায়ে। এ অবস্থায় অর্থনীতি বা পূর্ণ
নিয়োগে পৌঁছত এবং কোনো বেকারত্ব থাকত না। ‘খ’ চিত্রে চ১ মুদ্রাস্ফীতি হারে বেকারত্বের হার হলো
ট১ যা অ' বিন্দুতে দেখানো হয়েছে। মুদ্রাস্ফীতির হার কমে চ২ হলে বেকারত্বের হার হবে ট২ পরিমাণ,
যা ঈ' বিন্দুতে দেখানো হয়েছে। মুদ্রাস্ফীতির হার কমে চ৩ হলে বেকারত্বের হার হবে ট৩ পরিমাণ, যা
ঈ' বিন্দুতে দেখানো হয়েছে। অ', ই'ওঈ' বিন্দুগুলো যোগ করে আমরা ফিলিপ্স রেখা পেয়ে থাকি।
এখানে লক্ষণীয় অঝ স্থির অবস্থায় অউ বাড়লে বেকারত্ব কমে, মুদ্রাস্ফীতি বাড়ে এবং ফিলিপ্স রেখা বরাবর সঞ্চালন ঘটে।
খ. ফিলিপ্স রেখা স্থানান্তর হলো বেকারত্বের হার ও স্বাভাবিক
বেকারত্বের হারের ব্যবধান,  হলো ফিলিপ্স রেখার ঢাল।
৩। সামগ্রিক যোগানের হ্রাস-বৃদ্ধি ও ফিলিপ্স রেখার স্থানান্তর
সামগ্রিক যোগান বাড়লে একই বেকারত্বে দামস্তর কমে, ফলে ফিলিপ্স রেখা নিচে স্থানান্তরিত হয়।
১০.৫ নং চিত্রে সামগ্রিক যোগান রেখা অঝ থেকে অঝ১ হলে দামস্তর প্রতিটি নিয়োগেই কমবে। ফলে
চঈ রেখা নিচে স্থানান্তরিত হয়ে চঈ১ হয়।
ফিলিপ্স রেখার আকৃতি ও বৈশিষ্ট্যসমূহ
আমরা জানি ফিলিপ্স রেখা হলো মজুরি ও মূল্যের পরিবর্তনের হারের সঙ্গে সঙ্গে বেকারত্বের হারের
ঞৎধফব ড়ভভ রেখা। যেখানে দুটি বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে।
১. ফিলিপ্স রেখা বাম থেকে
ডানদিকে নি¤œগামী : ফিলিপ্স রেখার
সমীকরণ ড
*
=ম(ঁ) এর ক্ষেত্রে ফড
*
/ফ ঁ<০ তথা ফিলিপ্স রেখা
ডানদিকে নি¤œগামী। এর কারণ
অতিরিক্ত শ্রমের যোগান বাড়লে
মজুরি কমবে। অর্থাৎ বেকারত্ব
বাড়লে মজুরি বৃদ্ধির হার কমবে।
তাই মজুরি বৃদ্ধির হার এবং
বেকারত্বের হারের মধ্যে বিপরীত
সম্পর্ক বিদ্যমান। এজন্য ফিলিপ্স
রেখা ডানদিকে নি¤œগামী হবে। ১০.৬
নং চিত্রে ডানদিকে নি¤œগামী ফিলিপ্স
রেখা দেখানো হয়েছে। চিত্রের
ফিলিপ্স রেখার ঢাল তথা ফিলিপ্স রেখার উপর অঙ্কিত স্পর্শকের ঢাল ঋণাত্মক।
২. ফিলিপ্স রেখা মূল বিন্দুর দিকে উত্তল : ফিলিপ্স রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। এর কারণ
হলো স্থির হারে বেকারত্ব কমলে মজুরি বর্ধমান হারে বাড়ে। ফলে ফিলিপ্স রেখা অবশ্যই উত্তল হবে।
যখন মজুরি বৃদ্ধির হার (ড
*
) অসীমের দিকে যাওয়া শুরু করে তখন বেকারত্বের হার শূন্য হতে থাকে।
অন্যভাবে বলা যায় ঋণাত্মক(-)
বেকারত্বের হার কখনই দেখা যায়
না। অন্যদিকে প্রাতিষ্ঠানিক
প্রতিবন্ধকতা (ট্রেড ইউনিয়ন,
সরকারি নীতি) কারণে মজুরি বৃদ্ধির
হার নির্দিষ্ট স্তরের নিচে নামতে পারে
না। মজুরির হারের পরিবর্তনে সময়ের
প্রয়োজন। তাই বেকারত্ব দ্রæত বাড়তে
থাকে। ফলে মজুরি বৃদ্ধির হার অসীম
হতে পারে না। তাই ১০০% বেকারত্ব
অবস্থায় সর্বনি¤œমজুরির হার দেখানো
হয়। এজন্য ফিলিপ্স রেখা ডানদিকে
নি¤œগামী থেকে ভ‚মি অক্ষের সমান্তরাল
হওয়ার প্রবণতা দেখা দেয়। সহজভাবে বলা যায় বেকারত্ব স্থির হারে কমলে মজুরি বর্ধমান হারে বাড়ে
তাই এ অবস্থায় ফিলিপ্স রেখা অধিকতর বা খাড়া হয়। ১০.৭ চিত্রের ব বিন্দুতে ফিলিপ্স রেখার ঢালের
চেয়ে ভ বিন্দুতে ফিলিপ্স রেখার ঢাল কম এবং দুই বিন্দুর ঢালের পরিবর্তনের হার ধনাত্মক, ফলে
ফিলিপ্স রেখা মূল বিন্দুর দিকে উত্তল।
৩. ফিলিপ্স রেখার ধারণগত বৈশিষ্ট্য : ফিলিপ্স রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি
বিন্দুতে বেকারত্বের হারের সঙ্গে মজুরি বৃদ্ধির হারের ঞৎধফব ড়ভভ ব্যাখ্যা করে। অন্যদিকে এটি
মুদ্রাস্ফীতির হারের সঙ্গে বেকারত্বের হারের ঞৎধফব ড়ভভ ব্যাখ্যা করে। আবার ফিলিপ্স রেখার বিভিন্ন
বিন্দু বেকারত্বের হারের সঙ্গে মুদ্রাস্ফীতি ও মজুরির হারের মধ্যে ঞৎধফব ড়ভভ ব্যাখ্যা করে। যেখানে
মজুরির হারের সঙ্গে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। মজুরি বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি
সৃষ্টি হয়। ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব হ্রাস পায়। তাই মজুরির হারের সঙ্গে বেকারত্ব বাড়লে মজুরি বৃদ্ধির হার কমবে। বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সঠিক উত্তরটি চিহ্নিত করুন
১. যখন বেকারত্বের হার খুব বেশি তখন সামান্য মজুরি বাড়ালে বেকারত্ব অনেক বাড়বে।
সত্য/মিথ্যা
২. অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৪ ভাগ হলে এবং মজুরি বৃদ্ধির হার যদি ৪ ভাগ হয় তাহলে ঐ
অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার হবে ৮ ভাগ। সত্য/মিথ্যা
৩. অঝ স্থির অবস্থায় অউ বাড়লে বেকারত্ব কমে, মুদ্রাস্ফীতি বাড়ে এবং ফিলিপ্স রেখা বরাবর
সঞ্চালন ঘটে। সত্য/মিথ্যা
৪. মজুরি বৃদ্ধির হার এবং বেকারত্বের হারের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। সত্য/মিথ্যা
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ফিলিপ্স রেখা কি?
২. ফিলিপ্স রেখা কেন বাম থেকে ডানদিকে নি¤œগামী?
রচনামূলক প্রশ্ন
১. ফিলিপ্স রেখা কি? ফিলিপ্স রেখা বরাবর সঞ্চালন ও স্থানান্তর ব্যাখ্যা করুন।
২. ফিলিপ্স রেখার সংজ্ঞাসহ এর আকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করুন।
নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর
১. মিথ্যা ২. মিথ্যা ৩. সত্য ৪. সত্য
ফিলিপ্স রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বেকারত্বের হারের সঙ্গে মজুরি বৃদ্ধির হার ও
মুদ্রাস্ফীতি হারের সম্পর্ক প্রকাশ পায়। মজুরির হারের পরিবর্তন হলে ফিলিপ্স রেখা এক বিন্দু থেকে অন্য
বিন্দুতে স্থানান্তরিত হয়। সামগ্রিক যোগান স্থির অবস্থায় সামগ্রিক চাহিদা বাড়লে বেকারত্ব কমে, মুদ্রাস্ফীতি বাড়ে
এবং ফিলিপ্স রেখা বরাবর সঞ্চালন ঘটে।
সারসংক্ষেপ
মূল্য ও মজুরির বন্ধন
এই পাঠ শেষে আপনি জানতে পারবেন-
 স্বাভাবিক বেকারত্বের হার
 মুদ্রাস্ফীতির ত্বরিত বৃদ্ধি তত্ত¡ ও ফিলিপ্স রেখার স্থানান্তর
ফ্রিডম্যান-ফেলপ্স ফিলিপ্স রেখার সমালোচনা করেন। তাদের মতে, ফিলিপ্স রেখা একটি স্বল্পকালীন
বিষয় তবে এটি স্থিতিশীল নয়। এটি প্রত্যাশিত। যা মুদ্রাস্ফীতির হার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়।
মিল্টন ফ্রিডমান ১৯৫৮ সালে এবং ফেলপ্স ১৯৭৩ সালে দুটি পৃথক পৃথক নিবন্ধে ফিলিপ্স রেখা
সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। ফিলিপ্স রেখার মূল অনুমিতি প্রত্যাশিত মুদ্রাস্ফীতির
হার স্থির থাকবে। এ দু’জন অর্থনীতিবিদই এই অনুমিতির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কারণ
তাদের মতে জনগণের প্রত্যাশা পরিবর্তন হবে। ফলে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি ও প্রকৃত মুদ্রাস্ফীতির হারের
ব্যবধান সৃষ্টি হয়।
=* - (ট-ট
-
)
=প্রকৃত মুদ্রাস্ফীতির হার, = প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার বা ফিলিপ্স রেখার ছেদক।
ট= বেকারত্বের হার। ট=স্বাভাবিক বেকারত্বের হার। =ফিলিপ্স রেখার ঢাল। =* হলে
ট(বেকারত্বের হার) এর বাড়া-কমা -এর মান প্রভাবিত করবে। তথা ফিলিপ্স রেখা বরাবর নড়াচড়া
হবে, আবার *> হলে ফিলিপ্স রেখা উপরে স্থানান্তরিত হবে। *< হলে ফিলিপ্স রেখা নিচে
স্থানান্তরিত হবে।
ফ্রিডম্যান-ফেলপ্স মনে করেন, বিগত কয়েক বছর যাবৎ যদি মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকে তাহলে
জনগণের প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার বেশি হবে। এ অবস্থায় স্বাভাবিক বেকারত্বের হারে প্রত্যাশিত
মুদ্রাস্ফীতির হার বাড়বে তথা *> হবে। ফলে ফিলিপ্স রেখা উপরে স্থানান্তরিত হবে। তাদের মতে১. ফিলিপ্স রেখায় মজুরি-মূল্য ও বেকারত্বের মধ্যে যে ট্রেড-অফ দেখান হয় তা হবে স্বল্পকালীন
(স্বল্পকাল অনেক সময় নিয়ে হতে পারে)। আমরা জানি কোনো সময় মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে দাম বাড়ার
কারণে মুনাফা বাড়ে মুনাফা বাড়লে নিয়োগ বাড়ে, নিয়োগ বাড়লে বেকারত্ব কমে। তাই মুদ্রাস্ফীতির
ফলে জাতীয় আয় বাড়ে এবং নিয়োগ বাড়ে।
১০.৮ নং (ক) চিত্রে লম্ব অক্ষে মুদ্রাস্ফীতির হার এবং ভ‚মি অক্ষে সামগ্রিক যোগান বিবেচ্য। মুদ্রাস্ফীতির
হার বাড়তে থাকলে সামগ্রিক যোগান বাড়তে থাকে। (খ) চিত্রে মুদ্রাস্ফীতির হারের সাথে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক ফিলিপ্স রেখায় প্রকাশ পায়।
২. দীর্ঘকালে সামগ্রিক যোগান রেখা হবে লম্ব অক্ষের সমান্তরাল। তাদের মতে, সম্পর্কিত ফিলিপ্স রেখা
হবে উল্লম্ব প্রকৃতির। এর অর্থ দীর্ঘকালে বেকারত্ব মুদ্রাস্ফীতি থেকে স্বাধীন হবে। ‘ক’ চিত্রে মুদ্রাস্ফীতির
সঙ্গে সামগ্রিক যোগানের সম্পর্ক দেখানো হয়েছে। দীর্ঘকালে একটি স্বাভাবিক বেকারত্বে ভারসাম্য তথা
পূর্ণ নিয়োগ স্বীকার করা হয়। এই পূর্ণ নিয়োগ অবস্থায় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলেও সামগ্রিক
যোগান স্থির থাকে। ফলে সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়।
১০.৯ ‘ক’ চিত্রে লম্ব অক্ষে মুদ্রাস্ফীতি এবং ভ‚মি অক্ষে প্রকৃত জাতীয় আয় পরিমাপ করা হয়েছে। ‘খ’
চিত্রে স্বাভাবিক বেকারত্বের হারে অর্থনীতি মুদ্রাস্ফীতির সঙ্গে অস্থিতিস্থাপক সম্পর্কে আবদ্ধ হয়েছে।
৩. মুদ্রাস্ফীতির প্রত্যাশা স্বল্পকালীন যোগান রেখাকে স্থানান্তর করবে। যা আবার ফিলিপ্স রেখাকে
স্থানান্তর করবে। এ তত্ত¡টি এটি প্রকাশ করে যে, অর্থনীতির সূত্রগুলোকে ব্যতয় ঘটায় না। স্বাভাবিক বেকারত্বের হার
যে কোনো অর্থনীতিতে দীর্ঘকালে চাকরি পরিবর্তন, চাকরিচ্যুতি, পুনঃ চাকরিপ্রাপ্তি, লে-অফ ইত্যাদি
চলতে থাকে। শ্রমিক ও ব্যবসায় প্রতিষ্ঠান মালিকগণ এসব ক্ষেত্রে সিদ্ধান্তগ্রহণ করে। সামগ্রিকভাবে এই
সিদ্ধান্তসমূহ জাতীয় বেকারত্বকে সময়ে সময়ে প্রভাবিত করে। স্বাভাবিক বেকারত্ব বলতে অবিরত যেসব
পদ শূন্য হয় এবং পূরণ হয় তাকে বোঝায়। ফ্রিডম্যান-ফেলপ্স-এর মতে, সেই বেকারত্বকে স্বাভাবিক
বেকারত্ব বোঝায় যে বেকারত্বে প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হার পরস্পর সমান হয়। অন্যভাবে বলা
হয়, স্বাভাবিক বেকারত্ব মুদ্রাস্ফীতির হার দ্বারা প্রভাবিত হয় না। এ তত্তে¡র মূল কথা হল যুক্তিশীল ব্যক্তি
কোনো সময়ই অর্থের মায়ায় (গড়হবু রষষঁংরড়হ) প্রভাবিত হয় না। অর্থাৎ কোনো অর্থনীতিতে পর্যাপ্ত
তথ্য জানা থাকলে মূল্য, মজুরি ও আয় ১০% বাড়লে জনগণের নিয়োগ ও বেকারত্বের সিদ্ধান্ত
পরিবর্তিত হবে না। যদি অর্থনীতিতে ৫% স্বাভাবিক বেকারত্ব থাকে যেখানে প্রত্যাশিত ও প্রকৃত
মুদ্রাস্ফীতি যদি ৮% হয় তাহলে জনগণ মনে করবে তাদের প্রকৃত চলকের কোনো পরিবর্তন হয়নি।
তাই বেকারত্বের হারের পরিবর্তন হওয়ার কোনো কারণ থাকবে না। মূল্য ও মজুরি বৃদ্ধিকে তারা
আর্থিক বিষয় হিসেবেই দেখবে। তবে প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হারের ব্যবধান হলে গড়হবু
রষষঁংরড়হদেখা দেবে। যখন প্রত্যাশিত মুদ্রাস্ফীতির চেয়ে প্রকৃত মুদ্রাস্ফীতি বেশি হবে তখন স্বাভাবিক
বেকারত্বের চেয়ে বেকারত্ব কমবে। আবার প্রত্যাশিত মুদ্রাস্ফীতির চেয়ে প্রকৃত মুদ্রাস্ফীতি কম হলে
বেকারত্ব বাড়বে।
১০.১০ চিত্রের মাধ্যমে বিষয়টি দেখানো যায়। চিত্রে লম্ব অক্ষে মুদ্রাস্ফীতির হার (চ
*
) এবং ভ‚মি অক্ষে
বেকারত্বের হার (ট
*
) বিবেচ্য। ঊ(চ)=০হল প্রাথমিক ফিলিপ্স রেখা, ০% মুদ্রাস্ফীতির হারে স্বাভাবিক
বেকারত্ব টহ, যেখানে প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হার সমান (যা শূন্যের সমান)। এবার নীতি
প্রণেতাগণ যদি মনে করেন স্বাভাবিক বেকারত্বের হার অনেক বেশি আছে, তাহলে নীতি প্রণেতাদের
ব্যয় বাড়বে। যা ফার্মের চাহিদা বাড়াবে, দাম বাড়াবে, নিয়োগ বাড়বে, টহ থেকে বেকারত্ব ট১-এ
নেমে আসবে, যা অর্থনীতিকে ধ থেকে নতে স্থানান্তরিত করবে। বেকারত্বের হারকে পরিবর্তন করবে
তথা বেকারত্বের হার কমবে। এ অবস্থায় ৫% মুদ্রাস্ফীতির সৃষ্টি হলে শ্রমিক শ্রেণী অতীতে সৃষ্ট ৫%
মুদ্রাস্ফীতি পূরণের জন্য চাপ দেবে এবং মজুরি স্তর ৫% বাড়বে। যদি নিয়োগকারীরা এ ধরনের দাবি
প্রত্যাখ্যান করে তাহলে ঋৎরপঃরড়হধষ টহবসঢ়ষড়ুসবহঃকমে যাবে। শ্রমিকরা তখন কাজের সুযোগ
খুঁজবে। এ অবস্থায় চযরষষরঢ়ং ঊ(চ)=৫%-এ স্থানান্তরিত হবে। মজুরি ৫% বাড়লে বা শ্রমিকগণ কাজের স্বাভাবিক বেকারত্ব বলতে অবিরত যেসব পদ শূন্য হয় এবং পূরণ হয় তাকে বোঝায়।
সুযোগ খুজলেই এর ফিলিপ্স রেখার উপর স্থানান্তরিত হবে। এর ফলে যদি আবার নীতি প্রণেতারা মনে
করে বেকারত্ব কমা প্রয়োজন তাহলে পুর্বের মত প্রক্রিয়ায় শুরু হবে ঊ(চ)+৫%চযরষষরঢ়ংরেখার প থেকে
ফ বিন্দুতে স্থানান্তরিত হবে এবং সবচেয়ে ফ থেকে ব বিন্দুতে স্থানান্তরিত হয়ে ঊ(চ)=১০% রেখায়
রূপান্তরিত হবে।
মুদ্রাস্ফীতির ত্বরিত বৃদ্ধি তত্ত¡ ও ফিলিপ্স রেখার স্থানান্তর
স্বাভাবিক বেকারত্বের চেয়ে নি¤œস্তরের বেকারত্ব বজায় রাখার ক্ষেত্রে কিভাবে মুদ্রাস্ফীতি ক্রমান্বয়ে বৃদ্ধি
ঘটে তা এতে ব্যাখ্যা করা হয়। ধরা যাক বেকারত্বের স্বাভাবিক হার হল ৫%। এটি ৪% বজায় রাখতে
হলে মুদ্রাস্ফীতি ত্বরিত বৃদ্ধি করবে। এটাই মুদ্রাস্ফীতির ত্বরিত বৃদ্ধি তত্তে¡র মূল কথা। ধরা যাক
প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হার ৫% আর বেকারত্বের স্বাভাবিক হার ৫%। নীতি প্রণেতাগণ
বেকারত্বের স্বাভাবিক হার ৪% নামিয়ে আনতে চায়। সরকারি ব্যয় বৃদ্ধি পেলে দামস্তর ৫% বৃদ্ধি পায়।
ফলে বেকারত্বের হার ৪%-এ নেমে আসে। ১০.১১ চিত্রের অর্থনীতি চঈ২ রেখায় প থেকে নস্থানান্তরিত > হয়।
৫% মুদ্রাস্ফীতির হারে জনগণের
প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার
বাড়বে। এটি যদি ২% থেকে
বেড়ে ৪% হয় তাহলে চযরষষরঢ়ং
রেখা চঈ২ থেকে স্থানান্তরিত হয়ে
চঈ৪ হবে। চঈ৪-এ ৪% বেকারত্ব
বজায় রাখতে হলে ৭%
মুদ্রাস্ফীতির হার প্রয়োজন পড়বে।
র্ন বিন্দুতে ৭% মুদ্রাস্ফীতির হারে
ফিলিপ্স রেখা উপরে স্থানান্তরিত
হবে এবং তা যদি চঈ১০ হয়
তাহলে ৪% বেকারত্ব বজায় রাখার
জন্য ১৩% মুদ্রাস্ফীতির প্রয়োজন
পড়বে। ন'' বিন্দুতে ১৩%
মুদ্রাস্ফীতি হলে আবার প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকবে। এখানে সিদ্ধান্তেআসা যায় যে
আর্থিক ও রাজস্ব কর্তৃপক্ষ যদি বেকারত্বের স্বাভাবিক হারের চেয়ে কম বেকারত্ব বজায় রাখতে চায়
তাহলে অবশ্যই প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার বেশি রাখতে হবে। এ প্রক্রিয়া অব্যাহত রাখলে তা ত্বরিত
মুদ্রাস্ফীতি বলে বিবেচিত হবে। একই প্রক্রিয়া ব্যাখ্যা করা হয় স্বাভাবিক ফিলিপ্স রেখার অবিরত স্থানান্তরের মাধ্যমে।
দীর্ঘকালীন ফিলিপ্স রেখা
আমরা জানি স্বল্পকালীন ফিলিপ্স রেখা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে।
একই সাথে মজুরি বৃদ্ধির হার বেকারত্বের হারের মধ্যেও বিপরীত সম্পর্ক প্রকাশ করে। মুদ্রাস্ফীতির হার
কম হলে বা মজুরি বৃদ্ধির হার কম হলে বেকারত্ব বেশি হবে এবং মুদ্রাস্ফীতির হার বা মজুরি বৃদ্ধির হার
বেশি হলে বেকারত্ব হবে কম, যা মূলত মূল ফিলিপ্স রেখার প্রতিপাদ্য বিষয়। ফ্রিডম্যান-ফেলপ্স এ
ধারণার সাথে গতিশীল বিষয় সম্পৃক্ত করেন। ফ্রিডম্যান ফেলপ্স-এর মতে প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার
এবং প্রকৃত মুদ্রাস্ফীতির হার যখন একই থাকে তখন স্থিতিশীল অবস্থা থাকে। এ অবস্থায় বেকারত্বের
স্বাভাবিক হার বিদ্যমান থাকে। এরপর যদি প্রকৃত মুদ্রাস্ফীতির হার প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হারের চেয়ে
বেশি হয় এবং তা যদি কয়েক বছর যাবৎ অবিরত থাকে তাহলে প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হারও বাড়বে।
তখন স্বল্পকালীন ফিলিপ্স রেখাউপর স্থানান্তরিত হবে। এক অবস্থায় মজুরির হারও একই হারে বাড়বে যা
প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হারকে আবার সমান করবে। ফলে দীর্ঘকালে আরো একটি স্থিতিশীল
অবস্থা আসবে। এভাবে সময়ে সময়ে প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হার সমান সাপেক্ষে যোগ করে
দীর্ঘকালীন ফিলিপ্স রেখা পাওয়া যায়। অতএব দীর্ঘকালীন ফিলিপ্স রেখা হল এমন একটি রেখা যে
রেখার প্রতিটি বিন্দুতে মজুরির হারের (মুদ্রাস্ফীতির হার) সাথে বেকারত্বের হারের সম্পর্ক প্রকাশ করে।
দীর্ঘকালীন ফিলিপ্স রেখা লম্ব অক্ষের সমান্তরাল :
১। ফ্রিডম্যানের যুক্তি : ফ্রিডম্যান ও ফেল্পস-এর মতে জনগণের মধ্যে কোনো অর্থমায়া
(গড়হবুরষষঁংরড়হ) থাকবে না। অর্থাৎ মজুরি, মূল্য ও আয় যদি একই হারে বাড়ে তাহলে শ্রমিক ও
উৎপাদকের সিদ্ধান্তের পরিবর্তন হবে না। তাদের সামগ্রিক চাহিদা বাড়লে মুদ্রাস্ফীতির হার বাড়বে, যা
স্বল্পকালে উৎপাদন, নিয়োগ ও প্রকৃত মজুরিকে প্রভাবিত করবে। যা সত্যি অপ্রত্যাশিত। কিন্তু দীর্ঘকালে
শ্রমিকরা বুঝতে পারবে এবং শ্রমিকরা বর্ধিত মূল্যস্তরের সমান মজুরি বৃদ্ধির চাপ দেবে এবং সফল হবে।
ফলে প্রকৃত মজুরি দীর্ঘকালে স্থির থাকবে। আর যদি মালিকগণ মজুরি বৃদ্ধি নাও করে তাহলে শ্রমিকরা
ভালো কাজের জন্য ছোটাছুটি আরম্ভ করবে, ফলে চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট বর্ধিত নিয়োগ আর বজায়
রাখা যাবে না। অর্থনীতি বেকারত্বের স্বাভাবিক হারে পদার্পণ করবে। অর্থাৎ দীর্ঘকালে বেকারত্বের দীর্ঘকালীন ফিলিপ্স
রেখা হল এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে মজুরির হারের
(মুদ্রাস্ফীতির হার) সাথে বেকারত্বের হারের সম্পর্ক প্রকাশ করে।
স্বাভাবিক হার বজায় থাকবে। আমরা জানি, শ্রমের চাহিদা প্রকৃত মজুরি ও অপেক্ষক এবং শ্রমের
যোগান কেইন্সীয় মতে আর্থিক মজুরির অপেক্ষক। অর্থাৎ
উখ=ভ(ড/চ০)
বা, উখ(চ০)=ভ(ড) ভ’(ড/চ০)<০
ঝখ=ভ(ড)
ফ্রিডম্যানের মতে, শ্রমের যোগান দীর্ঘকালে প্রকৃত মজুরির অপেক্ষক, স্বল্পকালে নয়। শ্রমের যোগান
আর্থিক মজুরি ও প্রত্যাশিত মজুরি স্তরের উপর নির্ভর করে।
ঝখ=ম(ড/চব
০), ম’(ড/চব
০)>০
১০.১৩ নং চিত্রে এখানে চ
ব প্রত্যাশিত মূল্যস্তর। শ্রমবাজারের ভারসাম্য থেকে আমরা সহজেই উল্লম্ব
প্রকৃতির ফিলিপ্স রেখা পেতে পারি। চিত্রে বেকারত্বের স্বাভাবিক হার ঘঋ পরিমাণ। যেখানে
উখ(চ০)=ঝখ(চ০

)দ্বারা ড০ মজুরি নির্ধারিত হয়। এরপর সরকার বেকারত্ব কমানোর জন্য ব্যয় বৃদ্ধি
করলে বা সহজ আর্থিক নীতি গ্রহণ করলে দামস্তর বেড়ে যাবে। ফলে শ্রমের চাহিদা হবে উখ(চ১)।
অর্থনীতি আন্তঃসাময়িকভাবে ভবিন্দুতে ভারসাম্য অর্জন করবে। কিন্তু দীর্ঘকালে প্রত্যাশিত মূল্যস্তর বেড়ে
যাবে এবং তা মুদ্রাস্ফীতির হারের সমান হবে; ফলে শ্রমের যোগান রেখা বামে সরে গিয়ে
উখ(চ০)=ঝখ(চ১

)হবে। যেখানে বর্ধিত নিয়োগ থাকবে না। পূর্বতন স্বাভাবিক হারে নেমে আসবে।
এভাবে অর্থনীতি বভমযরপথ ধরে চলতে থাকবে। এখানেবভবিন্দুতে গমন হল ফিলিপ্স
রেখা বরাবর সঞ্চালন। অর্থাৎ মজুরি বাড়লে নিয়োগ বাড়ে বা বেকারত্ব কমে, যা স্বল্পকালীন বিষয়।
ববিন্দুতে প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতি পরস্পর সমান। এরপরম বিন্দু থেকে র বিন্দুতেও দীর্ঘকালে
প্রত্যাশিত ও প্রকৃত মুদ্রাস্ফীতির হার সমান হবেই। যেখানে প্রতিটি স্তরেই স্বাভাবিক বেকারত্ব থাকবে।
ফলে দীর্ঘকালে ফিলিপ্স রেখা অবশ্যই লম্ব অক্ষের সমান্তরাল হবে।
১০.১৪ নং চিত্রে বিষয়টি দেখানো হল।
চিত্রে ০% মুদ্রাস্ফীতির হারে এবিন্দুতে অর্থনীতি স্বাভাবিক হারে বেকারত্ব নিয়ে ভারসাম্য অর্জন
করেছে। এরপর সরকার রাজস্বনীতি ও আর্থিক নীতি গ্রহণ করলে দামস্তর বাড়বে তথা প্রকৃত
মুদ্রাস্ফীতি>প্রত্যাশিত মুদ্রাস্ফীতি হবে। বেকারত্ব সাময়িকভাবে গএ পরিমাণ কমবে। ফলে অর্থনীতি
এথেকে ঐ-এ স্থানান্তরিত হবে। ইতিমধ্যে শ্রমিকরা বুঝতে পারবে দামস্তর বেড়েছে। তাই মজুরি বৃদ্ধির
জন্য চাপ দেবে। মজুরি বাড়লে প্রত্যাশিত দামস্তর বেড়ে যাবে; ফলে ফিলিপ্স রেখা চঈ১ থেকে চঈ২তে
স্থানান্তরিত হবে প্রত্যাশিত (চ
ব=২%)ও প্রকৃত (চ=২%)অবস্থায় ঘ বিন্দুতে অর্থনীতি দীর্ঘকালে অবস্থান
করবে। যেখানে স্বাভাবিক হারে বেকারত্ব থাকবে। নিয়োগকারীগণ মজুরি না বাড়ালেও শ্রমিকরা ভালো
কাজের জন্য ছোটাছুটি করবে। ফলে স্বাভাবিক হারে বেকারত্ব সৃষ্টি হবে। অর্থনীতি ঘ বিন্দুতে
স্থানান্তরিত হবে। এরপর আবার সরকার সম্প্রসারণমুখী নীতি অবলম্বন করলে অর্থনীতি সর্বশেষ ফল
হিসেবে ৪% মুদ্রাস্ফীতিতেচঈ৩ফিলিপ্স রেখা সৃষ্টি হবে। যা জ বিন্দুতে দীর্ঘকালে ভারসাম্য অর্জিত
হবে। অনুরূপভাবে চঈ৪-এর ঞ বিন্দু দীর্ঘকালে কাম্য হবে। এই এ, ঘ, জওঞবিন্দুগুলো যোগ করলে
দীর্ঘকালীন ফিলিপ্স রেখা পাওয়া যায় যা লম্ব অক্ষের সমান্তরাল। যেখানে মুদ্রাস্ফীতি, মজুরির হার ও
বেকারত্বের হারের মধ্যে দীর্ঘকালে কোনো না।
(সঠিক উত্তরটি চিহ্নিত করুন)
১. ফ্রিডম্যান ফেলপ্স-এর মতে ফিলিপ্স রেখা মুদ্রাস্ফীতির হার দ্বারা প্রভাবিত হয়। সত্য/মিথ্যা
২. ফ্রিডম্যান- ফেলপ্স তত্ত¡ দেখায় যে, যদি প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার বাড়ে তাহলে মুদ্রাস্ফীতি ও
বেকারত্ব বাড়বে। সত্য/মিথ্যা
৩. প্রত্যাশিত মুদ্রাস্ফীতির চেয়ে প্রকৃত মুদ্রাস্ফীতি কম হলে বেকারত্ব কমবে। সত্য/মিথ্যা
৪. দীর্ঘকালীন ফিলিপ্স রেখার প্রতিটি বিন্দু মজুরির হারের সঙ্গে বেকারত্বের হারের সম্পর্ক প্রকাশ
করে। সত্য/মিথ্যা
৫. দীর্ঘকালে বেকারত্বের স্বাভাবিক হার বজায় থাকবে। সত্য/মিথ্যা
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ফ্রিডম্যান- ফেলপ্স তত্তে¡র মূল বিষয় কি?
রচনামূলক প্রশ্ন
১. স্বাভাবিক বেকারত্বের হার ব্যাখ্যা করুন।
২. মুদ্রাস্ফীতির ত্বরিত বৃদ্ধি তত্ত¡ ও ফিলিপ্স রেখার স্থানান্তর আলোচনা করুন।
৩. ‘দীর্ঘকালীন ফিলিপ্স রেখা লম্ব অক্ষের সমান্তরাল’- ব্যাখ্যা করুন।
নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর
১. সত্য ২. সত্য ৩. মিথ্যা ৪. সত্য ৫. সত্য

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]