চাহিদা ও যোগানের স্থানান্তর বলতে কি বোঝায়? এর মধ্য দিয়ে ভারসাম্য বিন্দুর পরিবর্তন ব্যাখ্যা করুন।

অর্থশাস্ত্রে এই বিন্দুটি খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ যেখানে চাহিদা আর যোগান একটি নির্দিষ্ট দামে
একটি ভারসাম্যে এসে পৌঁছে। নিচের ছকে আমরা এর একটি চিত্র দেখতে পাচ্ছি। নিচের রেখাতেও
এর আরেকটি প্রকাশ দেখতে পাচ্ছি। এগুলো থেকে আমাদের কাছে পরিষ্কার হয় যে, ভারসাম্য বিন্দু
ছাড়া আর অন্য সকল বিন্দুতেই চাহিদার তুলনায় যোগান উদ্বৃত্ত হয় নয়তো চাহিদার তুলনায় যোগানের
ঘাটতি হয়। একমাত্র ভারসাম্য বিন্দুতেই ( ঢ় য় ) চাহিদা ও যোগান সমান হয়। দ্রব্যের দাম যদি
ভারসাম্য দামের উপরে থাকে তাহলে উদ্বৃত্ত যোগানের সৃষ্টি হয়। সেক্ষেত্রে দ্রব্যের দাম নি¤œমুখী হবার
প্রবণতা থাকে। আবার দ্রব্যের দাম যদি ভারসাম্য দামের নিচে অবস্থান করে তাহলে উদ্বৃত্ত চাহিদার
সৃষ্টি হয় যা দ্রব্যের দামকে উর্ধ্বমুখী করে। চিত্র ২.৩ এ এটা দেখানো হয়েছে। ফলে আমরা দেখতে
পাই যে, চাহিদা ও যোগানের বিধিসম্মত অবস্থানটি সকল সময়েই একটি স্থিতিশীল ভারসাম্য নির্দেশ
করে।
ছক ৪ : একটি পণ্যের কাল্পনিক দাম ও চাহিদা যোগানের ভারসাম্যের চিত্র
দাম ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১ ০
যোগান ১০ ৯ ৮ ৭ ৫ ৩ ২ ১ ০
চাহিদা ০ ১ ২ ৩ ৫ ৬ ৭ ৮ ৯
চিত্র ২.৩ : ভারসাম্য বিন্দু

এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল এই ভারসাম্যের অব্যাহত পরিবর্তনের সম্ভাবনা। দামের সঙ্গে
চাহিদার যে উঠানামা আমরা দেখি তাকে আমরা বলি চাহিদার পরিমাণের পরিবর্তন (পযধহমব রহ
ফবসধহফ)। কিন্তু যখন ‘অন্যান্য অবস্থার' প্রভাবে একই দামেই চাহিদার পরিবর্তন হয় তখন তা থেকে
আমরা দেখি চাহিদা রেখার স্থানান্তর (ংযরভঃ রহ ফবসধহফ)। যোগানের ক্ষেত্রেও এই ঘটনা ঘটে
(পযধহমব রহ ংঁঢ়ঢ়ষু এবং ংযরভঃ রহ ংঁঢ়ঢ়ষু)। এগুলো যখন ঘটতে থাকে তখন ভারসাম্যের মধ্যেও
পরিবর্তন অব্যাহত গতিতে ঘটতে থাকে। এগুলো নিচের চিত্রগুলোতে দেখানো হল।
চিত্র ২.৪ : চাহিদার স্থানান্তর (ঝযরভঃ রহ ফবসধহফ)
উপরের চিত্রে দেখানো হয়েছে যে, ভোক্তার আয় বাড়ার ফলে চাহিদা রেখা ফফ১ থেকে ফফ২তে
স্থানান্তরিত হয়ে এখন পূর্বের ভারসাম্য দাম ঢ়১-এ বর্ধিত চাহিদা বিরাজ করে। যোগান একই থাকায়
দ্রব্যের দাম উর্ধ্বমুখী হয়। চিত্র ২.৪-এ তীরচিহ্নের মাধ্যমে দামের উর্ধ্বমুখীতা এবং ভারসাম্য বিন্দু-র
পরিবর্তন দেখানো হয়েছে এতে ভারসাম্য বিন্দুব১
থেকে ব২
তে স্থানান্তরিত হচ্ছে। নতুন ভারসাম্য
দাম ঢ়২ এবং পরিমাণ য়২।
চিত্র ২.৫ : যোগানের স্থানান্তর

যোগান রেখা যখন ংং১
থেকে ংং২
তে স্থানান্তরিত হচ্ছে তখন ভারসাম্য বিন্দুব১
থেকে ব২
তে যাচ্ছে
এবং দাম ও পরিমাণ দুটোই নতুন বিন্দুতে স্থিত হচ্ছে। নতুন ভারসাম্য বিন্দুব২
তে দ্রব্যের দাম ঢ়১
থেকে ঢ়২
তে কমে যাচ্ছে কিন্তু বাজারে পণ্যের বেচাকেনার পরিমাণ য়১
থেকে য়২
তে বেড়ে যাচ্ছে।
উদ্বৃত্ত যোগানের সৃষ্টি হলে দ্রব্যের দাম ও পরিমাণের সমন¦য় যেভাবে ঘটে তা চিত্র ২.৫-এ তীরচিহ্নের
মাধ্যমে দেখানো হয়েছে।
স্থানান্তরিত রেখাদ্বয়ের ছেদ বিন্দুতে চূড়ান্ত ভারসাম্য নির্ধারিত হবে যেখানে উদ্বৃত্ত চাহিদা অথবা যোগান
শূন্য হবে।
চিত্র ২.৬ : চাহিদা ও যোগানের বিভিন্ন পর্বে স্থানান্তর
চাহিদা ও যোগান রেখা দুটোই যখন স্থানান্তরিত হচ্ছে তখন পরপর অনেকগুলো ভারসাম্য তৈরি হবার
মধ্যে দিয়ে চূড়ান্ত ভারসাম্য দাঁড়াচ্ছে ব* তে এবং ভারসাম্য দাম দাঁড়াচ্ছে ঢ়* তে। ভারসাম্য পরিমাণ
য়*। মোট কথা, স্থানান্তরিত রেখাদ্বয়ের ছেদ বিন্দুতে চূড়ান্ত ভারসাম্য নির্ধারিত হবে যেখানে উদ্বৃত্ত
চাহিদা অথবা যোগান শূন্য হবে।
সাধারণভাবে চাহিদা ও যোগানের ক্ষেত্রে এই যে নানা ধরনের সম্পর্ক আমরা দেখি সেগুলো বিভিন্ন
দিক থেকে ব্যাখ্যা করা যায়। এসব ব্যাখ্যায় বিশেষত: যখন চাহিদাকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ
করা হয় তখন যেসব বিষয়ের উপর জোর দেয়া হয় সেগুলো হল প্রধানত: একজন ভোক্তার আচরণকে
বিশ্লেষণ করা। কোন পণ্যের জন্য তার চাহিদা তৈরি, তার পছন্দ এবং তা ক্রয় সম্পর্কে তার সিদ্ধান্ত
এগুলোর অনুপুঙ্খ বিশ্লেষণের আরও নানা দিক আছে। তার আগে আমরা দেখি চাহিদা এবং যোগানএর পেছনে ক্রিয়াশীল বিভিন্ন ব্যক্তিক ও সামাজিক উপাদান কি কি হতে পারে? পরবর্তী পাঠে আমরা
এই বিষয়টি আলোচনা করছি।
চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম
বাড়লে চাহিদা কমে। অন্যদিকে, যোগান বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম
বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। ভারসাম্য বিন্দুতে চাহিদা ও যোগান সমান হয়।
আর ভারসাম্য বিন্দুছাড়া অন্য সব বিন্দুতে চাহিদার তুলনায় যোগান উদ্বৃত্ত হয় নয়তো চাহিদার
তুলনায় যোগানের ঘাটতি হয়। চাহিদা ও যোগান বিধিতে ‘অন্যান্য অবস্থা'র প্রভাবে চাহিদা ও
যোগান রেখার স্থানান্তর হয়ে থাকে।
সারসংক্ষেপ
বিশেষত: যখন
চাহিদাকে বিভিন্ন দিক
থেকে বিশ্লেষণ করা হয়
তখন যেসব বিষয়ের
উপর জোর দেয়া হয়
সেগুলো হল প্রধানত:
একজন ভোক্তার
আচরণকে বিশ্লেষণ
করা।
ং১

সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. দ্রব্যের দাম যদি ভারসাম্য দামের উপরে থাকে তাহলে
ক. চাহিদার চাইতে যোগান বেশি হয়। খ. চাহিদা ও যোগান সমান হয়।
গ. চাহিদার চাইতে যোগান কম হয়। ঘ. কোনটিই নয়।
২. চাহিদা রেখার স্থানান্তর বলতে বোঝায়ক. দাম পরিবর্তনের সঙ্গে চাহিদার পরিবর্তন।
খ. দাম অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনে চাহিদার পরিবর্তন।
গ. চাহিদা ও যোগানের ভারসাম্য।
ঘ. যোগানের পরিবর্তন।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. চাহিদার স্থানান্তর বলতে কি বোঝেন?
২. যোগান রেখার স্থানান্তর হলে দ্রব্যের দাম ও পরিমাণে কি ঘটে?
রচনামূলক প্রশ্ন
১. এমন একটি যোগান রেখা আঁকুন যেখানে ০ দামে ২ একক যোগান থাকে। চিত্রে চাহিদা ও
যোগানের ভারসাম্য দেখান। ভারসাম্য দাম যদি হয় ৫ টাকা তবে ৩ টাকা ও ৬ টাকায় কি কি
পরিস্থিতি হয় তা ব্যাখ্যা করুন।
২. চাহিদা ও যোগানের স্থানান্তর বলতে কি বোঝায়? এর মধ্য দিয়ে ভারসাম্য বিন্দুর পরিবর্তন ব্যাখ্যা
করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]