Past Tenses

2. Past Tenses

Tense

Tense denotes the time of a verb.  Example: Sumi eats an egg. - Present tense / Sumi ate an apple. - Past tense / Sumi will eat a carrot. - Future tense

Past Indefinite Tense- S + V2 +Ext

Rule 1. নিম্নোক্ত শব্দ গুলো কোন sentence এ থাকলে তা Past  indefinite tense হয়।

Ago

Yesterday

Long time

Long since

Wish

  •  
  •  

Once

It is time

It is high time

Example: He came home yesterday. / The steamer sailed a week ago. / I had to go to hospital last Friday.

 

Rule 2. অতীতের অনিয়মিত অভ্যাস বুঝাতে used  to অথবা would হয়।  Subject  +  would / used  to +   verb এর present form + ….. যেমনঃ Apurba  would  / used  to play cricket  every  afternoon.

Rule 3. অতীত কালের অভ্যাস বুঝাতে Often  , always , usually  , regularly ইত্যাদি যোগ করে simple  past tense ব্যবহৃত করা যায়। Example : He watered  the plants  regularly.  (Water এখানে verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ পানি দেওয়া)

 

Past continuous tense- S + was / were + V ing + Ext

Rule 4. অতীত কালের দুটি কাজের মধ্যে চলমান কাজটি  Past continuous  tense হয় এবং অন্য কাজটি  past indefinite  tense হয়। এ ধরনের বাক্যের  structure হলো-

When + subject (1) simple past + subject (2)  + past continuous.  Example:  

When Henry arrived home after a hard day at work, his wife was sleeping.

Or : Subject (1) + past continuous  +  when + subject (2) + simple past. Example:    

We were doing a test when the lights went out.

-অতীতকালের দুটি কাজ একই সময়ে চলছিল বুঝালে উভয়টি Past হয়। এ ধরনের বাক্যের structure হলো-

 Subject (1)+ past continuous  + while + subject (2)+  past continuous. Example:  

Robin was playing football while Abu Talha was watching TV.

Or:  While + subject (1)+ past continuous + subject (2) + past continuous

While  Byezid    was  travelling , Imtiaz  was  flying by  plane.

Past perfect tense- S + had +V3 +Ext

Rule-5.

অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past  perfect  tense হয় এবং পরেরটি  past  indefinite  tense হয়। Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য past perfect  হয়। উল্লেখ্য উভয় ক্ষেত্রেই অন্য বাক্যটি Past indefinite  হয়।যেমনঃ My  friend  had left before  I came. / She told  me his  name  after  he had  left.

-No sooner ……than, scarcely….. when, hardly …… when / before দ্বারা যুক্ত দুটি sentence এর প্রথমটি past perfect  tense হয় এবং পরের টি past indefinite tense হয়। Structure: { No sooner / scarcely / hardly } +  had  + subject + verb past  perfect + { than / when / before } + past  indefinite tense. যেমনঃ No  sooner  had  we left  the house  than it began to rain.

Past perfect continuous   tense- S + had been + V ing + Ext

Past perfect continuous   tense এর structure: {  since (নির্দিষ্ট সময়)  for (অনির্দিষ্ট সময়)  }  + time. Example: He had been suffering   from fever for four days. / He had been playing since 4.00 pm.

Rule- 6. অতীতে দীর্ঘ  সময় বা নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় নিয়ে কোন কাজ চলছিল বোঝাতে Past perfect continuous tense ব্যবহৃত হয়। যেমনঃ We had  been  learning  English  since  our childhood. 

 

FOR MORE CLICK HERE

বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]