Misuse of verbs
Verbs – এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় । English বিদেশী ভাষা হওয়ায় আমরা অনেক সময় এর স্বাভাবিকতা উপলব্ধি করতে পারি না । কোন ধরনের word – এর সাথে কোন verb ব্যবহার করতে হবে , তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ । তাই শব্দের অশুদ্ধ ব্যবহারগত সমস্যা avoid করার লক্ষ্যে ভাল করে word – এর ব্যবহার খেয়াল করতে হবে । যেমন – আমরা যদি বলি ‘ I have done a mistake ‘ তাহলে ভুল হবে । কারণ mistake – এর সাথে do – এর পরিবর্তে ‘ make ‘ ব্যবহার করতে হবে । তাই সঠিক ভাবে বলতে হবে ‘ I have made a mistake . এখন আমরা এ ধরনের কিছু ব্যবহার লক্ষ করব ।
1. forbid এর সঠিক ব্যবহার forbid someone from V-ing- I forbid him from going.
2. কাউকে বোকা বা মিথ্যাবাদী বলা call ,
3. রোগীর নাড়ি দেখা feel ,
4. পরীক্ষা দেওয়া - appear at ,
5. খাতা দেখা - look over ,
6. বক্তৃতা দেওয়া -deliver ,
7. পাপ করা - commit ,
8. dictionary – তে শব্দ খোজা look up ,
9. ঝুলানো অর্থে hang-hung-hung
10. ফাসি দেয়া অর্থে hang-hanged-hanged.
11. certificate দেখা -look at ,
12. মিথ্যা বলা tell , সত্য বলা - speak ,
13. ভুল করা - make a mistake / error .
14. কোন কিছু অস্বীকার করা – refuse
15. সত্য অস্বীকার করা - deny .
16. পাপ করা- Commit . তাই পাপ করা বুঝাতে do এর পরিবর্তে commit বসবে
17. জড় পদার্থ ডুবা sink এবং জীব ডুবা drown.
18. intend এর সঠিক ব্যবহার হলো intend to + V1- I intend to go to Rajshahi.
19. Indirect object ছাড়া quotation এর পূর্বে tell verb ব্যবহার করা হয় না । Say verb এর পর indirect object থাকলে উক্ত object এর পূর্বে to বসে ।
20. প্রবাদ বাক্য অপরিবর্তিত থাকে। যেমন-A bad workman quarrels with his tools. -অদক্ষ কর্মী তার যন্ত্রপাতির দোষ দেয় বা যন্ত্রপাতির সাথে ঝগড়া করে। /নাচতে না জানলে উঠোন বাঁকা। Ill news runs apace-দুঃসংবাদ বাতাসের আগে ধায় ইত্যাদি।