The Determiner-Important Points

The Determiner-Important Points

The Determiner

গুরুত্বপূর্ণ Points:

1. Both, all, such, half, many, quite প্রভৃতি কোন Noun কে Modify করলে সাধারনতঃ এদের পরে Noun টির সাথে article বসে। (both / all + the এবং অন্যগুলো + a/ an)

2. many a / an এর পরে singular noun এবং singular verb বসে।

3. তবে many / a great many / a good many এর পরে Plural noun এবং  Plural verb বসে।

4. Few, a few, the few, very few এর পরে Plural countable noun বসে এবং Little, a little, the little, very little এর পরে uncountable noun বসে। উল্লেখ্য যে, few এবং  little সবসময় Negative অর্থ দেয় অর্থাৎ ’নেই বা না বল্লেই চলে’ এমন ভাব প্রকাশ করে।

5. Enough শব্দটি দ্বারা যদি Noun কে বিশেষিত করা হয়, তাহলে Noun এর পুর্বে এবং যদি Adjective / Adverb কে বিশেষিত করে, তাহলে Adjective / Adverb এর পরে বসে। উল্লেখ্য যে, কিছু কিছু Grammarian যদিও মত দেন যে, enough শব্দটি Noun এর ক্ষেত্রে পূর্বে এবং পরে উভয় স্থানে বসে- তা অধিক গ্রহণযোগ্য নয়।

6.                                                                             a/an এর ব্যবহার

শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে  a

 a hen / a boy / a pen

শব্দের শুরুতে vowel (a, e, i, o, u) থাকলে তার পূর্বে  an

an apple / an Indian / an umbrella

ব্যতিক্রম

h (হ)  উচ্চারিত না হলে তার পূর্বে  an

an hour / an honest man (তবে a horse / a hotel)

One ছাড়া O দ্বারা শুরু- এমন সকল শব্দের পূর্বে an

an ox / an opera / an orange (তবে  a one-eyed man)

u -এর উচ্চারণ যদি ’ইউ’ হয় তাহলে তার পূর্বে- a

a European / a uniform (তবে  an umbrella )

সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant sound হলে a

a B.A/ B.A.G/ B.Sc.

সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel sound হলে an

an M.A/ MP/ MBA / FRCS/ FCPS

a/an--এর বিশেষ ব্যবহার

যার সংঙ্গে কাউকে তুলনা করা হয় তার পূর্বে a/an

He was a Shakespeare. / You are a Nazrul I see.

Unknown person -এর পূর্বে  a/ an

An Ibrahim came here. A Hassan came to see me.

Many / such---(Singular common noun) a/ an বসে

Many a boy came here./ He likes such a good boy.

সংখ্যাবাচক শব্দ (couple, dozen, hundred- এর পূর্বে a/an

A million of people attended the meeting

কিছু Phrase-এর পূর্বে  a/an

in a hurry /in a nutshell /in a body /in a fix/ in a temper / take a decision / only a few / only a little/ tell a lie

cough, headache, cold, rage, interest-এর পূর্বে a/an

I have a cough / I had a cold last week.

পেশা বোঝাতে  a/an

He is a businessman / Mr. Kamal was a lawyer

‘most’ যখন ‘very’ অর্থ প্রকাশ করে তখন the-এর পরিবর্তে a

He saw a most wonderful sight

7.

                                                                            The--এর ব্যবহার

সমগ্র জাতি বোঝাতে 

The cow is a useful animal / The bird flies in the sky

নদী, সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ ও পর্বতমালার নামের পূর্বে

The Padma is a big river./The Atlantic is the biggest ocean.

একক বস্তু -পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, ইত্যাদির পূর্বে

The earth moves round the sun./The moon shines at night.

তারিখের পূর্বে

He will come on the 25th December

Adjective-এর Superlative degree--এর পূর্বে

Akbar was the greatest of all Emperors.

যত--তত বোঝাতে Comparative degree-এরপূর্বে

The more you read, the more you learn

Ordinal numeral (first, second) ইত্যাদির পূর্বে 

Edward the seventh left the country / He got the first place

কোনো জাতি ও সম্প্র্রদায়ের নামের পূর্বে

The Bangladeshis are brave./The Indians are very friendly.

ধর্মগ্রন্থ, প্রশিদ্ধ গ্রন্থ, সংবাদ পত্র ও জাহাজের নামের পূর্বে  

I read the Prothom Alo daily.

প্রশিদ্ধ প্রতিষ্ঠান বা প্রাসাদ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে

The Taj Mahal looks very beautiful at night

Noun + clause / phrase হলে ঐ  Noun  র পূর্বে

The gold of this ring is supposed to be pure / The man who came here is my relative.

Road-এর নামের পূর্বে  (Street/Avenue-এর পূর্বে নয়)

The bus is going to the RK Mission Road.

কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ করলে তার পূর্বে

We saw a one-eyed man. The man was very helpless

Morning, noon,afternoon etc এর আগে in ব্যবহৃত হলে

He came here in the evening

Proper noun-এর পূর্বে Adjective থাকলে তার পূর্বে

The great hero Alexander conquered the whole world

Proper noun এর পূর্বে পদবি বাচক শব্দ থাকলে তার পূর্বে

The poet Nazrul is our pride.

বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে

He plays the piano (তবে He has a × guitar of his own.)

অর্থপূর্ণ দেশের নামের পূর্বে

The USA / The UK / The KSA etc

কিছু Phrase-এ

slip of the tongue / speak the truth / be in the wrong / all the year round / at the sight of etc

                                                                  

FOR MORE CLICK HERE

বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]