Modals Part-02

3.9. Modals Part-02

Modal Auxiliary verb

Rather/ Would rather / would rather that

-পছন্দের তুলনা বুঝাতে rather + v1 . e.g: You  rather   send  him here 

-দুটি কাজের মধ্যে পছন্দের তুলনা বুঝাতে would rather + v1……. Than + v1

Example:   I would   rather  starve  than beg

 Would   rather + verb হলে-

i) I would    rather + v1 …………..  (Present / future indication)

 I would   rather   do the work    today

Ii   would rather + Have   + v3 …….. past   indication

 I would   rather   have done   the work yesterday

 Would   rather + clause হলে-

I. would rather   +that   sub + v2 ………. Present / future indication

 I would rather that you   did the work   today.

Ii. Would rather + that + sub +   had + v3 ……. Past indication

 I would rather that you had done the work yesterday.

 

Must / must be / must have

কোন কাজ অবশ্যই করতে হবে বা করা হয়, এমন অর্থ প্রকাশ করতে Must + v1 বসে।

Example:   One must endorse a check   before one cashes it.

/ We must submit to our parents 

  - [logical conclusion] অনুমান বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিম্নরুপে must ব্যবহৃত হয়।

 Example: 

  1. বার বার ঘটে এমন : must  + v1  

Shayna always gets the highest marks in the class. She must study hard

 ii. বর্তমানের অনুমান : Must + be + verb (ing)

Shayna   nowadays   gets  the highest  marks  in the  class. She must be studying   hard.

iii. অতীতের ব্যাপারে অনুমান : Must + have + v3

Today shayna   has   got the highest marks in the class. She must have   studied   hard.

 

Have to / has to / hadto:

1. কোন কাজ অবশ্যই করতে হবে। অর্থাৎ Complete obligation বুঝাতে have to বসে। অর্থগত দিক থেকে have to এর meaning must এর মত হলেও কিছুটা তফাৎ রয়েছে। 

 Example:   -Shagor has to / must call his insurance agent today.

 -A pharmacist has to / must keep a record of the prescriptions that are filled.

2. Have to যে কোন tense এ বসতে পারে। কিন্তু must শুধুমাত্র present structure এ বসবে।

- Shogor had to call his insurance agent today. [Not must]

- A pharmacist had to   keep a record   of the prescriptions that are filled. [Not must] 

 

Need:

A. need এর subject হিসেবে বস্তুবাচক কিছু থাকলে Need+ Gerund (Verb + ing) যেমন:

ক. টিভি টা মেরামত করা দরকার - TV needs repairing.                 

খ. বাড়ীটা মেরামত করা দরকার-  The house needs repairing     

 অথবা Subject + need to be + past participle of verb. যেমন: a. TV needs to be repaired.     b. The house needs to be painted.

 

B.  Subject+ be + in need of +Noun

Need কে উপরোক্ত structure অনুযায়ী noun হিসাবেও ব্যবহার করা যেতে পারে যেমন:

  ক. আমাদের টাকা দরকার  - We are in need of money (= We need money).

খ. রানার টাকার দরকার হয়েছিল  -Rana was in need of money.(= Rana  needed money)

C . need not have + Past participle / did not need to + present form of verb: কোন কাজ করার পর মনে হয় যে কাজটা করার কোন প্রয়োজন ছিল না এই অর্থে ইহা বসে যেমন: ক. আমাদের পেনসিলটা আনার দরকার ছিল না  - We need not have brought the pencil.                            

খ.  তার সেখানে যাওয়ার দরকার ছিলনা-  He did not need to go there.

 

FOR MORE CLICK HERE

বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]