The Conjunction
যে সব Word দুটি word, clause, group of words বা sentence কে join করে।
Classification: Conjunctions are of three types:
1. Co-ordinating conjunction
2. Subordinating conjunction
3. Correlative Conjunction
Subordinating conjunction: যে সব Conjunction subordinate clause কে main-clause-এর সাথে সংযুক্ত করে এবং একে অপরের উপর নির্ভরশীল থাকে।
Example:
Use of Some Subordinating Conjunction:
-That (যে বা যাহা):- এটির অর্থ যে বা যাহা। এটি দুটি বাক্যের মধ্যখানে বসবে এবং যে বা যাহা অর্থ প্রদান করবে।
He says that he is honest. / Father told me that he won’t come. /I know that the earth is round.
-For (কারণে বা কারণ):- For এর বাংলা অর্থ কারণে বা কারণ যখন এটি দুইটি বাক্যের মধ্যখানে বসবে তখন এর অর্থ হবে কারন আর যখন এটি কোন Phrase এর আগে বসবে তখন এটির অর্থ হবে কারণে তবে দুটি বাক্যের মধ্যে যে বাক্যটি দ্বারা কারণ বুঝাচ্ছে সেটির আগে বসবে। He could not come for he was ill. /He does not know it for he is not present.
-Because (কারণ):- ইহা দুইটি বাক্যের শুরুতে বসতে পারে আবার দুইটি বাক্যের মাঝখানেও বসতে পারে। তবে সর্বদাই স্মরণ রাখবে দুই বাক্যের মধ্যে যে বাক্য দ্বারা কারণ বুঝাবে তার আগে বসবে। যেমনঃ- He was absent because his father was ill. /Because it is raining, I won’t go.
-Since/As / (যেহেতু...........সেহেতু বা কারণ):- ইহা দুইটি বাক্যের শুরুতে বসতে পারে আবার দুইটি বাক্যের মাঝখানেও বসতে পারে। তবে সর্বদাই স্মরণ রাখবে দুই বাক্যের মধ্যে যে বাক্য দ্বারা কারণ বুঝাবে তার আগে বসবে। যেমনঃ- Since he was tired, he won’t go. /I came to see him as he has nobody to see.
-Though/ Although (যদিও........তবুও):- ইহা দুইটি বাক্যের শুরুতে বসতে পারে আবার দুইটি বাক্যের মাঝখানেও বসতে পারে। তবে দুই বাক্যের মধ্যে যে বাক্য দ্বারা সত্বেও বুঝাবে তার আগে বসবে । বাক্যে যে কোনটি আগে বা পরে লেখা যায়। যেমনঃ- Though he had a lot, he wanted more. /He was punished though he was innocent.
-Before (আগে):- ইহা দুইটি বাক্যের মাঝখানে বসবে। তবে Before এর আগের বাক্যটা Past Perfect Tense (Subject+had+Past participle of Verb+ Object/Extension) হলে পরের বাক্যটা Past Indefinite Tense (Subject+Past form of the verb+Object/Extension) হবে আর Before এর আগের বাক্যটি Future Perfect Tense হলে এবং Before এর পরের বাক্যটি Future Indefinite Tense বা Present Indefinite Tense হবে যেমনঃ- He had lost the pen before he came here. /I will have done it before you came.
-After (পরে):- ইহা দুইটি বাক্যের মাঝখানে বসবে। তবে After এর আগের বাক্যটি Indefinite Tense (Subject+Past form of the verb+Object/Extension) হলে পরের বাক্যটি Past Perfect Tense (Subject+had+Past participle of Verb+ Object/Extension) হবে আর After এর আগের বাক্যটি
Future Indefinite Tense ev Present Indefinite Tense হলে After এর পরের বাক্যটি Future Perfect Tense হবে। যেমনঃ-He came after I had come. /Father meets him after I will have reached.
-Lest (যাতে...........না) :-ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে এবং Lest এর Subject বসবে এবং তারপর should বসবে। যেমনঃ-He punished me lest I should tell a lie. /Walk fast lest you should miss the class.
-If (যদি) :- কোন এক বিশেষ অবস্থায় বা শর্ত প্রকাশ করে। ইহা দুইটি বাক্যের মধ্যখানে আবার শুরুতেও বসতে পারে । যেমনঃ- Water boils if you heat it to 100 Centigrade.
-Unless (যদি...........না) :-ইহা If এর Negative রূপ। ইহা If এর মত দুইটি বাক্যের মধ্যখানে বসতে পারে আবার শুরুতেও বসতে পারে তবে যখন এগুলি বাক্যে বসবে তখন If এর মত কাঠামোগত নিয়ম ঠিক থাকবে। Unless you work hard, you will fail. /He will shine in life unless he works hard.
-Till (পর্যন্ত) :- ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে এবং পর্যন্ত অর্থ প্রদান করে। যেমনঃ- He will wait for me till you come. /We shall nurse him till you come round.
-Until (পর্যন্ত...........না) :--ইহা Till এর Negative রূপ। ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে এবং পর্যন্ত......না অর্থ প্রদান করে। যেমনঃ-He will wait for me until you come. /We shall nurse him until you come round.
-Since (হল):- ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে এবং একটি কাজের পর আরেকটি কাজ অনেক দিন হল এমন কিছু নির্দেশ করে। যেমনঃ- It is two years since he died. /Two months have passed since he left school.
-As if/ as though(যেন) :- ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে একটি তুলনামূলক কাজের বর্ণণা দেয়া বূঝায় । যেমনঃ
He talks as if he were a mad. /He requested me as if he had done it.
-So.........that (এতই...........যে) :--ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে তবে এর পর বসে এবং তারপর বসে এবং এর পর দ্বিতীয় বাক্যটি বসবে।যেমনঃ- Many farmers of our country are so poor that they can not keep body and soul together. /He was so honest that he didn’t take bribe.
-So that/that/ in order that (যাতে/ যাহাতে) :--ইহা দুইটি বাক্যের মধ্যখানে বসে। এখানে প্রথম বাক্য দ্বারা কারণ এবং দ্বিতীয় বাক্য ফল বুঝায়। We eat so that we may live well. /He reads attentively so that he can make a good result.