Parts of speech -Noun

1. Parts of speech -Noun

Description is not applied here.

1. The Noun-Classification

  NOUN

কোন কিছুর নাম কে Noun বলে। যেমন: (a)Rahim is a good boy.     (b)Dhaka is the capital of Bangladesh.

Classification of Noun

Noun মোট পাঁচ প্রকার :

1. Proper Noun ( নির্দিষ্ট নাম) : যেমনঃ  Rahim, Dhaka, Rupa, Friday, April, Asia, rose, Earth etc.

2. Common Noun (শ্রেণীর নাম) : যেমনঃ  Man, Girl, Dog, River, Flower, Planet, Poet, Mother etc.

3. Collective Noun ( সমষ্টিবাচক নাম) : যেমনঃ Team, Party, Army, Police, Jury, Committee, Family, Class etc

4. Material Noun ( বস্তুবাচক বিশেষ্য) : যেমনঃ  Gold, Iron, silver, Milk, Tea, Water, Salt etc.

5. Abstract Noun ( ইন্দ্রিয়গ্রাহ্যহীন বিশেষ্য) : যেমনঃ  Honesty, Poverty, Happiness, Judgment, Childhood etc.

Classification চিনার উপায়ঃ

(1) Proper Noun এই noun নির্দিষ্ট নাম বুঝায়। যেমন:       (a) Rahim is a good boy.        (b) Dhaka is the capital of Bangladesh.

(2) Common Noun : এই noun চিনার জন্য সর্বদাই খেয়াল রাখা দরকার এই noun দ্বারা কাউকে নির্দিষ্টভাবে বুঝায় না বরং সাধারণভাবে বুঝাবে । Proper Noun এবং Common Noun নিয়ে যাতে আমরা Confused বা দ্বিধা দ্বন্দ্বে না পড়ি তার জন্য নীচের Chart টি ব্যবহার করতে পারি।

Common Noun

Proper Noun

 

Common Noun

Proper Noun

(1) Man

Ali, Rana,

(6) City

Dhaka,New York

(2) Woman

Rima, Shima

(7) Vehicle

Ulka,Hanif

(3) River

Padma,Meghna

(8) Festival

Eid-ul-Fitre,

(4) Day

Friday,Sunday.

(9) Book

Quran,Bible

(5) Month

January,March

(10)Country

China,Canada.

(3) Collective Noun: চিনার জন্য খেয়াল রাখা দরকার যে Collective Noun হল কয়েকটি Noun এর সমষ্টি এটা দ্বারা একাএকা কাউকে বুঝাবে না বরং সকলের সম্মিলিত নাম বুঝাবে। যেমন:       

(a) I read in class seven.        (b) I saw a herd of sheep in the field.

Class হল অনেক গুলি ছাত্রের সমষ্টি, herd  শব্দ দ্বারা একটিমাত্র ভেড়াকে বুঝায় না বরং ভেড়ার পালকে বুঝায়। 

Common Noun  এবং Collective Noun এর মধ্যে পার্থক্য বুঝতে নীচের ছকটার দিকে একটু নজর দেয়া যাক:

Common Noun

Collective Noun

 

Common Noun

Collective Noun

(a)Players

team

(e)Members

committee

(b)Books

library

(f)Fish

shoal (ঝাক)

(c)Students

class

(g)Hair

tuft (গোছা)

(d)Sheep

herd (পাল)

(h)Robbers

gang (দল)

(d) Material Noun: (দ্রব্য বাচক বিশেষ্য) যে সমস্ত জিনিষ গুনা যায় না শুধুমাত্র ওজন করা যায় তাকে Material Noun বলে। যেমন: (a) Gold is a precious metal.              (b)Water is liquid.

      (c) He is eating rice.          (d) Sugar is sweet.      (e) Milk is white.

Common Noun এবং Material Noun এর মধ্যে পার্থক্য বুঝতে নীচের ছকটার দিকে একটু নজর দেয়া যাক:

Material Noun

Common Noun

 

Material Noun

Common Noun

wood

chair, table, bench

gold

ring, necklace

jute

bag, rope, gunny bag

cotton

shirt, pant

 

(e) Abstract Noun: যা দ্বারা দোষের নাম, গুনের নাম বুঝায়, অবস্থার নাম বুঝায়, যা ধরা যায় না, ছোয়া যায় না,শুধুমাত্র অনুভব করা যায় তাহাই  Abstract Noun. যেমন:  (a) Kindness is a great virtue.      (b)Honesty is the best policy.

      (c) Patience has its reward.    (d) Unity is strength.   (e) Friendship makes a man happy.

Note: সাধারণভাবে যখন কোন শব্দের শেষে cy, ce, age, ry, ice, ship, tion, ness, ism, ty, ment ইত্যাদি থাকবে তখন সে গুলি Abstract Noun  হবে যেমন: Advice, carefulness, wisdom, growth, accuracy, heroism.

এছাড়্ওা নিম্মলিখিত পাঁচ প্রকারের শব্দ Abstract Noun হিসাবে গণ্য হবে।

(a)  Quality (গুণবাচক শব্দ)

Gentleness, Greatness, Strength,

(b)  State  (অবস্থা বাচক শব্দ)

Healthy, sickness, Childhood, freedom,

(c)  Action  (কাজ বাচক শব্দ)

Arrival, Departure, education, obedience

(d) Name of Science and Arts (Science এবং Arts এর Subject সমূহের নাম)

Chemistry, Physics, Logic, Economics

(e)  Name of Disease (রোগের নাম)

Malaria, Asthma, Gastric, Dysentery,


2. The Noun-Identifying on Formation

NOUN

Identification of Noun on Formation

সফলভাবে Noun কে চেনা বা সনাক্ত করার জন্য  Formation শব্দের গঠন জানা প্রয়োজন

:গঠন:

কিছু Suffix অনুসর্গ (যা শব্দের শেষে আসে) দেখে Noun চেনা যায়। যেমন: কোন শব্দের শেষে যদি  er,or,ant,ist,tion,sion,ment. ইত্যাদি থাকে তাহলে সে গুলি Noun হিসাবে গণ্য হবে। নীচে সে গুলি উদাহরণ সহ দেয়া হল:

Suffix

Example

 

Suffix

Example

er

driver, player, helper, writer etc.

hood

boyhood,childhood.

or

editor,visitor,actor.

ian

musician,musician.

ant

servant,assistant.

ship

partnership,citizenship.

ist

typist,scientist,novelist.

ture

agriculture,furniture.

ery

delivery, bravery, discovery, recovery

ent

opponent,president.

ment

agreement, arrangement, advancement

ary

anniversary, rosary. glossary

tion

attention,application,solution

age

leakage, drainage, coverage etc.

sion

division,decision, expansion etc

tude

attitude,gratitude.

ure

failure,pressure,closure,departure

th

depth,length, strength, truth

ance

attendance, appearance, performance etc

ight

sight, height.

ence

intelligence,occurance, permanence

ce

advice,choice,service.

ity

ability,equality,locality.

ice

cowardice,justice.

ness

carefulness,madness,kindness

dom

freedom,wisdom.

ism

heroism,nationalism.

eur

grandeur,

ty

honesty,beauty,poverty,

ss

boss,loss,toss.

ency

emergency,pemanancy.

cy

vacancy,infancy,frequency

acy

aristocracy,democracy.

our

vigour,behaviour.

ssion

admission, permission,

on

opinion,comparision.

al

approval,arrival,festival,refusal

ase

disease,desease,increase.


3. The Noun-Identifying on Position

   NOUN

Identification of Noun on  Position

সবসময় Noun সহ সকল parts of speech নির্নয় করতে হয় বাক্যে শব্দটির অবস্থানের উপর । সফলভাবে Noun কে চেনা বা সনাক্ত করার জন্য -  শব্দের অবস্থান- Position / Function and Placement জানা প্রয়োজন।

Position of Noun

 অবস্থান

1. Subect এর স্থানে যথাঃ Swimming is a good exercise.

2. Object এর স্থানে যথাঃ He likes swimming.

3. Preposition এর পরের শব্দ কিংবা Preposition দ্বারা শুরু হওয়া শব্দ গুচ্ছের শেষ শব্দ। যথাঃ He is fond of swimming.

4. Article দ্বারা শুরু হওয়া শব্দ গুচ্ছের শেষ শব্দ। যথাঃ The regular presence of the students are not satisfactory.

5. Possessive-র /এর বাচক শব্দ ) (my,your,his) দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষ শব্দ। যথাঃ He expects my bright future.

6. Demonstrative বা ইঙ্গিত বাচক শব্দ ( this, that, these, those ) দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষশব্দ যথাঃ The government will ensure this medical treatment.

7. Numbers বা সংখাবাচক শব্দ দ্বারা শুরু হওয়া  শব্দগুচ্ছের শেষশব্দ যথাঃ You will get the first prize.

8. Quantifiers বা পরিমানবাচক শব্দ ( some, few, any, enough ) দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষশব্দ যথাঃ Any logical proposal will be accepted.

9. No এর পরে যথাঃ He has no honesty.

10. Verb to have যখন 'অধিকারে থাকা' অর্থ প্রদান করে তখন তাদের পরে যথাঃ He has ability to observe.

11. There + be verb এর পরের শব্দ যথাঃ There is simplicity in his attitude.

N.B:  সাধারনতঃ একটি শব্দগুচ্ছের শেষশব্দ হলো  পরবর্তী verb বা Preposition এর পূর্ব পর্যন্ত।

FOR MORE CLICK HERE