8. Modals Part-01
Modal Auxiliary verb
Can / could / could have / may / might / might have:
1. Ability, permission এবং possibility প্রকাশ করতে can বসে।
Example: He can do the sum (ability) , Can I go now? (Permission)
It can be the best of all. (Possibility)
2. Ability in the past প্রকাশ করতে could বসে।
Example: He could do the sum
যদিও Could conditional sentence এ বসে।
3. May, might দ্বারা permission এবং probability বোঝায়।
Example: May I go now? (In case of permission may is more formal than can) It might rain tomorrow , It may rain tomorrow
4. সবিনয় Request বা offer প্রকাশ করতে would বসে।
Example: Would you like some biscuits?
5. Can’t help / couldn’t help এদের পর gerund বসে।
অর্থাৎ {Cannot help / could not help} + (verb + ing)
তবে Can’t but / couldn’t but এর পর v1 বসে। অর্থাৎ
{Cannot but / could not but} v1
Example: I can’t help going there তবে,
I can’t but go there
6. অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি এমন অর্থ বুঝাতে could have + v3 বসে। Example: I could have married anybody but I did not
I could have won the race if I hadn’t fallen
Should / should be / should have/ had better :
1. কোন Recommendation, advice বা obligation এবং prediction প্রকাশ করতে should বসে। Example : You should respect your teachers if you want to be successful. / Masum should study tonight as he has as exam tomorrow
2. Speaker expect করেন যে কোন একটি কাজ হউক বা হতে পারে এমন ভাব প্রকাশ করতে should বসে। Example: It should rain tomorrow (I expect it to rain tomorrow) My cheek should arrive next week ( I expect it to arrive next week)
3. Should (উচিৎ), had better(বরং ভাল), ought to(কর্তব্য) এবং be supposed to(করার আকাংখা) এরা প্রায় একই রকম meaning প্রকাশ করলেও অন্তর্নিহিত ভাবগত পার্থক্য রয়েছে। এরা নিম্নোক্ত Structure follow করে।
Subject {had better / should / ought to / be supposed to / am -is - are to / was - were to} + verb in simple form
Example: Shafiq should study tonight. / Shafiq had better study tonight. / Shafiq ought to study tonight. / Shafiq is supposed to study tonight.
4. কোন কাজ এখন করতে থাকা উচিত বুঝাতে Should be + verb ( ing ) বসে।
Example: Why are you watching TV now? / You have an exam tomorrow. / You should be reading now.
5. কোন কাজ করা উচিত ছিল, কিন্তু করা হয় নি বুঝাতে Should have+ V3 বসে।
Example: You should have done the work.
Used to:
1. অতীতের অভ্যাস বুঝাতে Used to + v1 বসে।
Example: When Dalia was young, he used to swim once a day.
মনে রাখবে: Used to is always in this form, it can never be use to. আবার Used to এর পূর্বে কোন be verb বা get বসলে verb + ing হবে। এটি present / past / future যে কোন tense এর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ -be +usedto /get +used to/ become+usedto + verb+ing
Example:Tomal is used to swimmingeveryday. / Masud was used to swimming everyday. / Sayeed will be used to swimming everyday.
ব্যতিক্রম: অভ্যাস না বুঝিয়ে 'ব্যবহৃত হয়-এমন অর্থ' বুঝালে Be verb + used to এর পর &nbnbsp;v1 বসে। তবে subject অবশ্যই বস্তুবাচক হবে। Example: CNG is used to power vehicle (ব্যবহৃত হয় অর্থে)
Modal Auxiliary verb
Rather/ Would rather / would rather that
-পছন্দের তুলনা বুঝাতে rather + v1 . e.g: You rather send him here
-দুটি কাজের মধ্যে পছন্দের তুলনা বুঝাতে would rather + v1……. Than + v1
Example: I would rather starve than beg
Would rather + verb হলে-
i) I would rather + v1 ………….. (Present / future indication)
I would rather do the work today
Ii would rather + Have + v3 …….. past indication
I would rather have done the work yesterday
Would rather + clause হলে-
I. would rather +that sub + v2 ………. Present / future indication
I would rather that you did the work today.
Ii. Would rather + that + sub + had + v3 ……. Past indication
I would rather that you had done the work yesterday.
Must / must be / must have
কোন কাজ অবশ্যই করতে হবে বা করা হয়, এমন অর্থ প্রকাশ করতে Must + v1 বসে।
Example: One must endorse a check before one cashes it.
/ We must submit to our parents
- [logical conclusion] অনুমান বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিম্নরুপে must ব্যবহৃত হয়।
Example:
Shayna always gets the highest marks in the class. She must study hard
ii. বর্তমানের অনুমান : Must + be + verb (ing)
Shayna nowadays gets the highest marks in the class. She must be studying hard.
iii. অতীতের ব্যাপারে অনুমান : Must + have + v3
Today shayna has got the highest marks in the class. She must have studied hard.
Have to / has to / had to:
1. কোন কাজ অবশ্যই করতে হবে। অর্থাৎ Complete obligation বুঝাতে have to বসে। অর্থগত দিক থেকে have to এর meaning must এর মত হলেও কিছুটা তফাৎ রয়েছে।
Example: -Shagor has to / must call his insurance agent today.
-A pharmacist has to / must keep a record of the prescriptions that are filled.
2. Have to যে কোন tense এ বসতে পারে। কিন্তু must শুধুমাত্র present structure এ বসবে।
- Shogor had to call his insurance agent today. [Not must]
- A pharmacist had to keep a record of the prescriptions that are filled. [Not must]
Need:
A. need এর subject হিসেবে বস্তুবাচক কিছু থাকলে Need+ Gerund (Verb + ing) যেমন:
ক. টিভি টা মেরামত করা দরকার - TV needs repairing.
খ. বাড়ীটা মেরামত করা দরকার- The house needs repairing
অথবা Subject + need to be + past participle of verb. যেমন: a. TV needs to be repaired. b. The house needs to be painted.
B. Subject+ be + in need of +Noun
Need কে উপরোক্ত structure অনুযায়ী noun হিসাবেও ব্যবহার করা যেতে পারে যেমন:
ক. আমাদের টাকা দরকার - We are in need of money (= We need money).
খ. রানার টাকার দরকার হয়েছিল -Rana was in need of money.(= Rana needed money)
C . need not have + Past participle / did not need to + present form of verb: কোন কাজ করার পর মনে হয় যে কাজটা করার কোন প্রয়োজন ছিল না এই অর্থে ইহা বসে যেমন: ক. আমাদের পেনসিলটা আনার দরকার ছিল না - We need not have brought the pencil.
খ. তার সেখানে যাওয়ার দরকার ছিলনা- He did not need to go there.
Linking Verb
যে Verb, Subject এবং Complement এর মধ্যে সংযোগ সাধন করে দেয় তাকে Linking Verb বলে। যেমন : a. He is a student. b. He was a doctor.
এখানে ‘is’ ও 'was' linking verb কারণ তারা He এর সাথে student ও doctor এর সংযোগ করে দিয়েছে।
- linking verb চেনার সহজ উপায় হলো Subject এবং Complement অবশ্যই একই ব্যক্তি বা বস্তু। Subject থেকে Complement কে কোনভাবে আলাদা করা যায় না।
-be, appear, remain, become, feel, get, go, grow, keep, look, prove, sound, run, smell, seem, taste, turn, এই Verb গুলোকে অনেক সময় Linking Verb হিসেবে ব্যবহার করা হয় |
Finite Verb
Subject এর Number ও Person অনুযায়ী যে Verb পরিবর্তন হয় তাকে Finite Verb বলে। যেমন t
a. He goes to college. b. Rana knows it.
উক্ত Sentenece দ্বয়ের verb যথাক্রমে goes ও knows উক্ত verb দ্বয় তাদের Subject ® He ও Rana এর কারণে es বা s গ্রহণ করেছে |
Finite Verb এর প্রকারভেদ t Finite Verb কে দুই ভাগে ভাগ করা যায়। যথা t
(i) Principal Verb (ii) Auxiliary Verb
(i) Principal Verb: যে Verb অন্য কোন Verb এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে Principal Verb বলে। যেমন t
a. We play cricket. b. Man makes fire.
c. People know it. d. We need money.
এখানে play, makes, know এবং need এগুলি মূল verb কারণ এইগুলি নিজেরাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে।
(ii) Auxiliary Verb: যে Verb মূল Verb কে বিভিন্ন প্রকার Sentence গঠনের জন্য সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমন t
a. I am reading a novel b. Students are making a noise.
c. We should respect our parents.
এখানে am, are ও should এই গুলি Auxiliary Verb কারণ এইগুলি তাদের Principal Verb কে সাহায্য করছে।
Kinds of Principal Verb: Principal Verb কে আবার ২ ভাগে ভাগ করা যায় |
(i) Transitive Verb (ii) Intransitive Verb
(i) Transitive Verb: যে Verb তার অর্থ পরিপূর্ণ করার জন্য Object গ্রহণ করে তাকে Transitive Verb বলে।
যেমনt
a. He flies a kite. b. We lost the pen.
&nbsnbsp; এখানে flies ও lost উভয় Transitive Verb কারণ তারা Object গ্রহণ করেছে |
(ii) Intransitive Verb: যে verb তার অর্থ পরিপূর্ণ করার জন্য Object এর প্রয়োজন বোধ করে না তাকে Intransitive verb বলে। যেমন t
a.The girl sings. b. Birds fly.
এখানে sings ও fly verb দ্বয় intransitive কারণ object গ্রহণ করা ছাড়াই, তারা অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে |
Identifying Verbs: (Depending on Formation)
শব্দের শেষে ate |
assassinate, captivate, exterminate, annihilate, cultivate etc. |
শব্দের শেষে en |
broaden, gladden, lengthen, shorten, fatten, thicken, deepen, soften, widen etc |
শব্দের শেষে er |
chatter, master, clutter, fritter, glitter, glimmer etc |
শব্দের শেষে ish |
publish, nourish, punish, banish etc |
শব্দের শেষে ise / ize |
civilise (ze), organise (ze), realise, penalise, lrgalise, mechanise (ze) etc |
শব্দের শেষে se |
cleanse, rinse etc |
শব্দের শেষে fy |
amplify, beautify, glorify, classify, identify, modify, satisfy etc |