Description is not applied here.
Phrase
Phrase এমন একটি শব্দ সমষ্টি যার কোন finite verb এবং subject থাকে না, কেবলমাত্র বাক্যের একটি উপাদান হিসেবে কাজ করে। Example: To take exercise is good for health. / The boy standing there is my younger brother.
Phrase কে 8 ভাগে ভাগ করা যায়। (অবশ্য অনেকে এটাকে আরো কিছু ভাগে ভাগ করেছেন।) যথা:
1. Noun phrase
যে Phrase টি subject, object এবং complement হিসেবে ব্যবহৃত হয় তাকে noun phrase বলে। যথা: Reading novels is a good habit.
2. Adjective phrase
যে Phrase টি noun / pronoun কে modify করে তাকে adjective phrase বলে। যথা:
A woman with a veil over her body approached the doctor.
3. Adverb phrase
যে Phrase টি verb কে modify করে তাকে adverb phrase বলে। যথা: The school is situated in front of my house.
4. Prepositional phrase
যে Phrase- Preposition এর কাজ করে ( যে phrase- sentence এর noun বা pronoun এর সাথে অন্যান্য word বা phrase এর সম্পর্ক স্থাপন করায়) তাকে Preposition phrase বলে। যথা: The boy shouted at the top of his voice.
বি:দ্র: Preposition phrase এর উভয় পাশে বেশির ভাগ ক্ষেত্রে Preposition থাকে।
5. Conjunctional phrase
যে Phrase বাক্যে conjunction এর কাজ করে বা কোন phrase / clause কে যুক্ত করে তাকে Conjunctional phrase বলে। যথা: Not only he but also his brother wrote a book.
6. Interjectional phrase
যে Phrase দ্বারা বাক্যে আবেগ, অনুভূতি ও বিষ্ময় প্রকাশ পায় তাকে Interjectional phrase বলে। যথা: Oh dear me! What shall I do?
7. Phrasal verb
Verb এর সাথে preposition বা adverb মিলিত হয়ে verb এর কাজ করলে তাকে Phrasal verb বলে। যথা: He looks after her parents
8. Verb phrase
একাধিক verb একসাথে থাকলে তাকে Verb phrase বলে। যথাঃ The boy can climb a tree.
Clause
Clause বাক্যের এমন একটি অংশ যার একটি subject ও একটি finite verb রয়েছে।Example
I shall go if he comes
1. Principal clause
যে Clause নিজের অর্থ নিজেরই প্রকাশ করতে সক্ষম তাকে Principal clause বলে।
Example: I saw the boy who was crying
2. Sub-ordinate Clause:
যে Clause নিজের অর্থ প্রকাশে Principal Clause-এর উপর নির্ভর করে তাকে Sub-ordinate Clause বলে। Example : I saw the boy who was crying.
3. Co –ordinate clause
দুই বা ততোধিক Principal clause যখন and, or , but , not only ----- but also, as well as, either ------- or, neither….. nor, yet, otherwise, both …… and দ্বারা যুক্ত হয়ে compound sentence গঠন করে তখন তাদেরকে co – ordinate clause বলে।
Example: He is poor but honest / Do or die
Types of sub- ordinate clause
Sub- ordinate clause ৩ প্রকার। যথা-
যে Subordinate clause sentence এ noun এর কাজ করে তাকে Noun clause বলে।
Example: When Robin will return is known to me.
-Noun clause sentence এ subject এবং object এর কাজ করে। Example: That DCS are powerful is known to all. (Subject) / I know when he will come back (object)
Example: The girl who came here is my sister / He whom you call uncle has died
যে Clause verb কে modify করে তাকে adverbial clause বলে। Example: I know where he lives.
সাধারনত কোন Clause-এর শুরুতে because, since, till, until, when, while, although, if, so that, lest থাকলে তাকে adverbial Clause বলে। Example: Do you want to go where I went? / He studied hard so that he might pass in the first division.
Difference between Noun Clause & Adjective Clause :
Noun Caluse |
Adjective Clause |
I know who came here yesterday. |
I know the man who came here yesterday. |
He told me why he came here last night. |
He told me the reason why he came here last night. |
He narrated how he killed his friend. |
He narrated the process how he killed his friend. |
Father asked me when I came back home. |
Father asked me the time when I came back home. |
They knew what I wanted from you. |
They knew the matter what I wanted from you. |
প্রদত্ত বাক্যগুলির প্রথম ঘরের বাকা অংশ গুলি Noun Clause কেননা এরা সবাই এদের আগের যে Verb আছে তার Object হিসাবে কাজ করছে কিন্তু দ্বিতীয ঘরের বাকা অংশ গুলি Adjective Clause যদিও এরা দেখতে আগের বাক্যের মতই কেননা এরা সবাই এদের আগের যে Noun আছে তার অবস্থা প্রকাশ করছে ।
বাক্যের অবস্থা অনুযায়ী Adverb Clause বিভিন্ন ধরণের হতে পারে। WH এর দ্বারা গঠিত কিছু Adverb Clause এর উদাহরণ নীচে উল্লেখ করা হলঃ-
Where:
(a) He told me where he lives. (Noun Clause)
(b) He told me the place where he lives. (Adjective Clause)
(c) He went where he lives. (Adverb Clause)
When:
(a) I know when he will come. (Noun Clause)
(b) I know the time when he will come. (Adjective Clause)
(c) I shall come when he will come.( Adverb Clause)
Why:
(a) He explained why he came. (Noun Clause)
(b) He explained the reason why he came. (Adjective Clause)
Which:
(a) Do you know which is lost? (Noun Clause)
(b) This is the pen which I lost. (Adjective Clause)
Who:
(a) I do not know who came here. (Noun Clause)
(b) I do not know the man who came here. .(Adjective Clause)