Right Form of Verbs

14. Right Form of Verbs

Description is not applied here.

1. Right form of verbs-Tense related

Rule-1:

Universal truth (চিরন্তন সত্য), General truth (সাধারন সত্য), Habitual fact (অভ্যাসগত কর্ম) এবং Historical truth (ঐতিহাসিক সত্য) ইত্যাদি ভাব প্রকাশক বাক্যগুলিPresent indefinite tense হয়্। যেমনঃUT: Ice floats on water. (বরফ পানির উপর ভাসে।) GT: Honesty is the best policy. (সততাই সর্বোৎকৃষ্ট পন্থা ) HF: I get up early in the morning. (আমি প্রত্যুষে ঘুম থেকে উঠি) HT: Shakespeare is one of our great writers.(সেক্সপিয়র আমাদের মহান লেখকদের অন্যতম)  

Rule- 2:

কোন সময়ের উল্লেখ থাকেনা এমন বাক্যে যদি always (সবসময়), regularly (নিয়মিতভাবে), sometimes (মাঝে মাঝে), often (প্রায়ই), Generally (সাধারনত), Daily (প্রত্যহ), everyday (প্রত্যেকদিন), occasionally (মাঝে মাঝে), Usually       (সাধারনত), on Fridays (শুক্রবারগুলোতে etc.), twice (দুইবার etc. ), Every বাচক শব্দ ( every week, every month etc. ) থাকে তাহলে বাক্যটি Present indefinite tense এর হবে। যেমনঃ A good boy prepares his lessons regularly. (একজন ভালছাত্র নিয়মিত তার পাঠ প্রস্তত করে।) / He always disturbs the class. (সে সবসময় ক্লাশকে ব্যাহত / বিরক্ত করে।)

Rule-3:

Auxiliary verb বিহীন বাক্যকে Negative বা Interrogative করতে হলে tense এবং subject অনুসারে do / does / did ব্যবহার করতে হয়। যথাঃ The girl does not sing a song well. (বালিকাটি ভাল গান গায় না।) / Does he watch television often? (সে কি প্রায়ই টেলিভিশন দেখে?)

Rule- 4:

বর্তমানে কোন কাজ চলছে বুঝাতে বাক্যটি Present continuous tense হয়। এ ক্ষেত্রে বাক্যের মধ্যে now (এখন), at this moment (এই মুহুর্তে) ইত্যাদি থাকতে পারে। যেমনঃ He is playing cricket now.

 

believe (বিশ্বাস করা), smell (ঘ্রাণ লওয়া), hate (ঘৃনা করা), want (চাওয়া), need(দরকার হওয়া), taste(স্বাদ লওয়া), have (অধিকার করা), wish (আশা করা), think (চিন্তা করা), appreciate (মূল্যায়ন করা), understand (বুঝা), adore (পুজা করা), know (জানা), desire (আশা করা), hear (শ্রবন করা), recollect (পুনঃস্বরন করা), recall(স্বরন করা), care (যতœ করা), mind (আপত্তি করা), dislike (অপছন্দ করা), love (ভালবাসা), detest (তীব্র ঘৃনা করা), expect (আশা করা), fear (ভয় করা), value (মূল্যায়ন করা), realize (উপলব্দি করা), trust (বিশ্বাস করা), prescribe (পরামর্শ দেয়া), notice (লক্ষ্য করা), appear (মনে হওয়া), sound (ব্যক্ত করা), see(দেখা), own (মালিক হওয়া), like (পছন্দ করা), seem (মনে হওয়া), observe (পর্যবেক্ষন করা), remember (মনে করা), forget (ভুলে যাওয়া) ইত্যাদি

যেমনঃ Now I am believing you. (Wrong) Right: Now I believe you. (আমি এখন তোমাকে বিশ্বাস করছি |)

Rule-5:

কোন বাক্যে just (এই মাত্র), just now (ঠিক এই মাত্র), already (ইতোমধ্যে),  yet (এখনও), ever (এ পর্যন্ত / কখনো), lately (সম্প্রতি),  recently (সম্প্রতি)থাকলে বাক্যটি Present perfect tense হয়। যথাঃ I have seen him recently.

   Already সাধারনতঃ affirmative sentence (হ্যাঁবোধক বাক্যে) বসে। ইহা প্রায়শই Auxiliary এবং Principal verb এর মাঝখানে বসে। যথাঃ We have already completed our job. Yet সাধারনতঃ Negative sentence এর সাথে বসে। যথাঃ Yet he hasn’t finished the writing.

Rule-6:

কোন বাক্যের শেষে since + সময় বাচক শব্দ কিংবা for + সময় বাচক শব্দ থাকলে বাক্যটি সাধারনতঃ Present perfect continuous tense এর হয়। যথাঃ The baby has been crying since morning. (সকাল হতে শিশুটি কাঁদছে।)

  1. তবে বাক্যের মধ্যে যদি কোন principal verb না থাকে তাহলে present perfect tense এ হবে। এ ক্ষেত্রে Be verb হিসেবে heve been / has been বসে। যথাঃ The old man has been ill for seven days.

Rule-7:

ইংরেজি বাক্যে অতীতের কোন সময় (অতীতের দিন, তারিখ, সাল থাকলে কিংবা yesterday (গতকাল),  ago (আগে),  long since (অনেক আগে),  formerly (ইতিপূর্বে / পূর্বতন),  once (একদা),  once upon a time (একদা),  last সূচক শব্দ (last night- গতরাত্রে, last week – গতসপ্তাহে, last year- গত বছরে ইত্যাদি থাকলে বাক্যটি past indefinite tense এর হয়। যথাঃ He left home last night (তিনি গতরাত্রে বাড়ী ত্যাগ করেছেন|) Once there lived a saint in Dhaka.

Rule-8:

Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য past perfect  হয়। উল্লেখ্য উভয় ক্ষেত্রেই অন্য বাক্যটি Past indefinite  হয়। যথাঃ The patient had died before the doctor came. The patient died after the doctor had come.

   এই নিয়মে before / after শব্দটি conjunction হিসেবে ব্যবহৃত হবে অর্থাৎ ইহাদের দ্বারা দুটি বাক্যকে (clause) কে যুক্ত করা হয়। কিন্ত before / after দ্বারা যদি preposition এর কাজ করানো হয় অর্থাৎ এদের পর পরই subject না থেকে verb থাকে তাহলে verb টির শেষে সাধারনতঃ ing যোগ করতে হয়। যথাঃ Before taking tea he went away.( চা খাওয়ার পূর্বে সে চলে গেল।)  I shall answer your question after reading the book.( বইটি পড়ার পর আমি তোমার প্রশ্নের জবাব দিব।)

Rule-9:

That এর পূর্বের clause [খন্ডবাক্য]টি past indefinite tense হলে that এর পরের clause টি সাধারনতঃ past perfect tense এর হয়। যথাঃ He said that he had visited the Tajmahal.   তবে that এর পরের বাক্যটি habit [অভ্যাস] প্রকাশ করলে বাক্যটি past indefinite tense হয়। যথাঃ The man said that he never ate anything for luncheon. [Past habit ]

বাক্যটি Universal truth [চিরন্তন ভাব] প্রকাশ করলে বাক্যটি present indefinite tense হবে। যথাঃ He said that ice floats on water.

Rule-10: অতীতের দুটি কাজের মধ্যে একটি কাজ চলমান অবস্থায় দ্বিতীয় কাজটি ঘটেছিল এমন বোঝাতে প্রথম কাজটি Past continuous এবং দ্বিতীয় কাজটি past indefinite বসে। তবে প্রথম কাজটি past indefinite + past continuous এভাবেও বসতে পারে। যথাঃ When Miraz came home, Maria was cooking food. Or, Maria was cooking food when Miraz came home.

Exception: Time and tide wait for none.

Rule-11:

ভবিষ্যতে কোন কাজ সংঘঠিত হবে বুঝালে কিংবা বাক্যের মধ্যে tomorrow (আগামীকাল), next বাচক শব্দ ( next week আগামী সপ্তাহে, next night আগামী রাত্রে) coming বাচক শব্দ (coming month আগত /আগামী মাস) ইত্যাদি থাকলে বাক্যটি future indefinite tense এর হয়। যথাঃ I shall go there next Friday. (পরবর্তী শুক্রবারে আমি সেখানে যাব।)

Rule-12:

By this time / by + সময় [by morning, by Sunday etc ] থাকলে বাক্যটি সাধারনতঃ future perfect tense G করতে হয়। যথাঃ He will have reached here by afternoon. I should have finished the book by June 2007.

 


2. Right form of verbs-out of Tense

Rule-1: 

কোন verb এর পূর্বে mind (আপত্তি করা), worth (উপযুক্ত / যথার্থ), past(সীমার বাইরে),  can not help (না করে পারা),  could not help (না করে পেরেছিল না),  with a view to (লক্ষ্যে),  look forward to (প্রতীক্ষায় / আশায়),  would you mind (যদি কিছু মনে না করেন), get used to (অভ্যস্ত),  be used to (অভ্যস্ত),এবং কোন preposition এর পবে verb এর শেষে ing যুক্ত করতে হয়। যথাঃ I went to the library with a view to reading there.

Rule-2:

To (তে, জন্য) in order to (উদ্দেশ্যে) এর পরে কোন verb বসলে তার present রূপ বসালে হয়। ইহাকে Grammar এর ভাষায় infinitive বলা হয়। যথাঃ He works hard to prosper in life. (তিনি জীবনে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করেন।)

Rule-3:

Had better( বরং ভাল), Had rather, would better, would rather, let (অনুমতি দেয়া), must এবং যে কোন Modal auxiliary এর পরে Bare infinitive ( to ছাড়াই verb এর present রূপ) বসাতে হয়। যথাঃ আমি না খেয়ে মরব তবু ভিক্ষা করবনা-I would rather die than beg.

Rule-4:

যদি কোন বাক্যে Principal verb থাকার পরে দ্বিতীয় আরো একটি Principal verb পাওয়া যায়, তাহলে দ্বিতীয় Verb এর শেষে সাধারনতঃ ing বসে। যথাঃ I saw him going. (আমি তাকে যেতে দেখেছিলাম)

agree (একমত হওয়া), appear (মনে হওয়া), arrange (আয়োজন করা), ask (জিঞ্জাসা করা), claim  (দাবী করা), consent (রাজি হওয়া), decide (সিদ্বান্ত করা), demand (দাবী করা), deserve (উপযুক্ত হওয়া), expect (আশা করা), fail (অনুত্তীর্ন হওয়া), forget (ভুলে যাওয়া), hesitate (দ্বিধা করা), hope (আশা করা), intend (আশা করা), learn (শেখা), manage (নিয়ন্ত্রন করা), mean (অর্থ নির্দেশ করা/বোঝাতে চাওয়া), need (প্রয়োজন হওয়া), offer (প্রয়োজন হওয়া), plan (পরিকল্পনা করা), prepare (প্রস্তুত করা), pretend (ভান করা), promise (প্রতিঞ্জা করা), refuse (প্রত্যাখ্যান করা), seem (মনে হওয়া), tend (প্রবণতা দেখানো), threaten (হুমকি দেয়া / ভীতি প্রদর্শন করা), wait (অপেক্ষা করা), want (চাওয়া)

e.g.: You learn to drive a car. [Not `You learn driving a car’]

Rule-5:

As though(যেন), As if (যেন), wish (যদি / আশা করা) এর পরে verb to be বসলে তার স্থানে সব সময় were বসাতে হয়্ যথাঃ I wish I were a king. (যদি আমি রাজা হতাম!)

Rule-6:

বাক্যের মধ্যে to be এবং Having থাকলে তারপর principal verb টি past participle লিখতে হয়। যথাঃ The thief ran away having taken the money. ( টাকাটা নিয়ে চোরটি দৌড়ে পালাল|)

Rule-7:

While (সময়ে) এর ঠিক পরেই verb থাকলে তার শেষে ing হয়। যথাঃ While going to college, he killed a snake. (কলেজে যাবার সময়ে সে একটি সাপ মেরেছিল।) তবে while এর পরে Subject + verb থাকলে তার Present Continuous tense / Past continuous tense হয়। যথাঃ Don’t make a noise while your father is sleeping / While he was going to college, he killed a snake.

Rule-8: বাক্যের subject এর পরে verb to be (am, is, are, was, were, be, being, been) থাকলে দেখতে হবে বাক্যটি passive কিনা। যদি বাক্যটি passive হয়, তাহলে মূল verb এর past participle ব্যবহার করতে হয় |

  1. Passive voice এ বাক্যের sub কে নিয়ে কাজ সম্পন্ন হয়। (Subject নিজে কাজ করেনা) এ ধরনের বাক্যের শেষে by+NP থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যথাঃ My pen was ......(steal) yesterday. My pen was stolen yesterday.

NB: Passive voice এর ব্যবহার আরো ভালোভাবে বুঝবার জন্য আলাদাভাবে passive voice অনুসরন করা দরকার।

Rule-9: বাক্যের subject এর পরে verb to be (am, is, are, was, were) থাকলেও যদি দেখা যায় বাক্যটি Passive নয় তাহলে মূল verb এর শেষে ing যোগ করতে হয়। যথাঃ When I saw him, he was .....(take) tea. =When I saw him, he was taking tea.

Rule-10: একই passage এর পর পর বাক্যগুলি কিংবা একই বাক্যে দুই বা ততোধিক খন্ডবাক্য (Clause) sub + verb এর মধ্যে Tense  ধারাবাহিকতা রক্ষা করতে হয়। ইহাকে Sequence of tense বলা হয় | Past tense এর বেলায় এই ধারাবাহিকতার ব্যাপারে বেশি লক্ষ্য রাখতে হয়। যথাঃ

(i) Last year when I was down in Texas, he (tell) ..... the boss a lie (told হবে)

(ii) He said nothing but .....(sing) a song. He said nothing but sang a song.

  1. And এবং But দ্বারা যখন দুই বা ততোধিক খন্ডবাক্য (clause) যুক্ত থাকে তখন একই Subject কে দ্বিতীয় / তৃতীয় বাক্যে silent রাখা হতে পারে।

উল্লেখ্য 1. Quotations / inverted comma এর মধ্যে থাকা verb 2. Timeless facts অর্থাৎ যে সকল ব্যাপার সব সময়েই সত্য3. Comparisons বা তুলনা বাচক বাক্য- তিন ক্ষেত্রে এই Sequence of tense রক্ষা করার প্রয়োজন হয়না। যেমনঃ 1. He said, “I am waiting for your answer. 2. He said that London is a great city. 3. He liked you more than he likes me.  

Rule-11: Or দ্বারা যখন দুটি বাক্য যুক্ত করা হয় তখন প্রথম বাক্য সাধারনতঃ Imperative sentence (V+ .....) হয় এবং দ্বিতীয় বাক্য Future tense এর হয়। যথাঃ Work hard or you .....(fail) in the exam. = Work hard or you will fail in the exam.

Rule-12: কোন বাক্যে Infinitive (to + verb) এর ঠিক আগে “go” verb থাকলে ঐ verb এর present continuous tense হয়। যখাঃ The manager ...(go) to open a bank. = The manager is going to open a bank.

Rule-13: বাক্যের মধ্যে Relative pronoun [who, whom, whose, which, that, what etc]  এর পরে কোন verb ব্যাবহারের সময়ে ঐ Relative pronoun এর আগের NP কে অনুসরন করতে হয়। যথাঃ It is you who.....(do) the work recently. It is you who have done the work recently.

Rule-14: কোন বাক্যের শুরুতে would that (যদি) থাকলে subject এর পর could + be / PV এর present form বসে।যেমনঃ Would that I could migrate to Australia.


3. Rght form of verbs-structure

Right Form of Verbs-Structure

1. Since (হতে/ থেকে) :

a. Present inde / present perfect +since + Past inde e.g. : It is five years since he came here. / Five years have passed since he came here.

b. Past inde + since + past perfect. e.g. : It was five years since he had come here.

2. As though / As if (যেন) :

a. present inde + as though/ as if + past inde / were. e.g. : The old man talks as if he knew everything

/ Tareq talks as though he were a mad.

b. Past inde + as though / as if + past perfect. e.g. : The old man talked as if he had known everything.

3. Lest (এই ভয়ে যে)

 ১ম বাক্য + lest + sub + should / might + PV + Ext e.g. : He walked fast lest he should reach school in time.

4. It is time / It is high time (এটাই উপযুক্ত সময়)

 It is time / high time + Sub + PV2 + Ext. e.g. : It is time we changed our eating habits.

5. As / Since (কারণ):

১ম বাক্য + as/since + ২য় বাক্য e.g. : He was rewarded since he was very active.

Note: উপরের গঠনে যে কোন বাক্য আগে থাকতে পারে।তবে বাক্যদুটির মধ্যে tense গত ধারাবাহিকতা রক্ষা করতে হবে অর্থাৎ past + past / Present + Present e.g. : Since he was very active, he was rewarded.

6. As soon as + Past inde + ,(কমা) + past Inde e.g. : As soon as the teacher came, the students stood up.

7. No sooner had....... than  (যেতে না যেতে /খেতে না খেতে /আসতে না আসতে....) /Scarcely had.........when/ Hardly had ........when or before:

১ম অংশে had এর পর  Sub + PV3 এবং than / when/ before এরপর Past Inde. e.g. : No sooner had I gone out than he came here.


15. Conditional

Description is not applied here.

FOR MORE CLICK HERE

বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]