Subjunctives

16. Subjunctives

Description is not applied here.

Subjunctives-Introduction and Rules

Subjunctive বলতে বিশেষ কিছু verb, Noun এবং expression কে বোঝায় যারা বাক্যে verb এর বিশেষ অবস্থা গ্রহণ করে অর্থাৎ verb এর সাথে Auxiliary / s , es / ing / past form হয় না।

এরা কোন Sentence এ ব্যবহৃত হলে সে  Sentence টির অর্থ দাড়ায়  that যুক্ত  clause এর   subject কাজটি ( that যুক্ত clause এর  verb টি) সম্পাদন করুক।  Example : The  teacher   advises  that  Mina   learn  the lesson.

এই Sentence টিতে   advises শব্দটি থাকায় তার ( Sentence টির) অর্থ দাড়ায়   Mina  lesson টি শিখুক।

নিচের এই word গুলোকে  subjunctive বলেঃ

1. The list of verbs: ask / demand / desire / insist / prefer / propose / recommend / request / require / suggest / urge etc

2. The list of Nouns: demand / insistence / preference / proposal / recommendation / request / requirement / suggestion etc

3. The list of expression: essential / imperative / important / necessary / urgent etc

Subjunctive ব্যবহারের নিয়মঃ

Rule 1.  That  clause যখন  active voice: That  clause এর verb-টি  active voice এ থাকলে শুধু base form বা present form বসবে। কোন auxiliary  verb ব্যবহার করা যাবে না। অর্থাৎ (  subjunctive world --------------------+ that + sub+ verb ( base form ) +  ext .) Example: The  doctor  suggested  that his  patient  stop  smoking /  We proposed  that Rony  take  a vacation / She ignored the suggestion that she get more exercise. /It is necessary that he find the books / It was urgent that she leave at once.

Rule 2.  That clause যখন passive voice: That clause এর verb টি   passive voice এ থাকলে শুধু  be+ verb(past participle form )  বসবে। কোন Auxiliary  verb ব্যবহার করা যাবে না। অর্থাৎ (Subjunctive world --------------------+ that + sub+ verb (base participle form) + ext. )Example:  The   doctor suggested  that   smoking  be  given up

Rule 3.  That clause যখন negative: That clause এর   verb টি negative হলে not + verb (base form) বসবে। কোন auxiliary   verb ব্যবহার করা যাবে না। অর্থাৎSubjunctive world --------------------+ that + sub+ not+ verb (base form) + ext.)Example: The   doctor suggested that he not smoke / I propose that the teachers not attend the students' gathering.


FOR MORE CLICK HERE

বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]