Description is not applied here.
Appositive RulesAppositive হচ্ছে ১টি noun phrase / adjective phrase যা অন্য আরেকটি noun / noun phrase সম্পর্কে কোন তথ্য বা ব্যাখ্যা দেয়।
১. এটি সাধারণত যে Noun-এর ব্যাখ্যা দেয়, তার পরে বসে এবং এর দুই পাশেই কমা থাকে। অর্থাৎ, এটি sentence-এর গুরুত্বপূর্ণ কোন অংশ নয়। একে বাদ দিলেও Sentence correct হবে।
Example: My aunt, Sylvia, is going to get me a job working in her store. / Seattle, the city we visited last year gets a lot of rain. / Arundhati Roy's first book, The God of small Things, was published in 1997.
২. Appositive মুলত adjective clause কে reduce করে। অর্থাৎ adjective clause-এ clause marker এবং verb থাকে, কিন্তু appositive-এ clause marker এবং verb থাকে না। Example:
Adjective Clause: Thee children, who were hungry after the long hike, ate ravenously.
Appositive: Thee children, hungry after the long hike, ate ravenously.
৩. Appositive, sentence এর প্রথমেও বসতে পারে।যেমনঃ
Witty and effervescent, she was the life of the party. / Old but sturdy, the cabin survived the hurricane. / Angry over the dirty dishes in the sink, Janet told her roommate she was leaving.
এখন প্রশ্ন হচ্ছে এই Topic থেকে পরীক্ষায question আসে কীভাবে? সহজ কথায় বলতে পারি, কোন sentence-এ subject-এর পর appositive থাকলে, তারপর verb ব্যবহৃত হয়। verb নির্ধারণের ক্ষেত্রে appositive এর কোন ভুমিকা থাকে না। অর্থাৎ subject এর পর দুটি কমার(,) মধ্যে কিছু থাকলে তা verb নির্ধারণের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না।