Description is not applied here.
যদি কোন Modifier, subject এর পাশে বসা সত্ত্বেও তাকে ( subject-টিকে ) modify না করে অন্য কিছু/কাউকে modify করে, তাকে illogical participle modifier / dangling modifier / misplaced modifier বলে, যা এক ধরনের ভুল।
The correct way of using modifiers:
কোন sentence এর শুরুতে যদি modifier ব্যবহৃত হয় তাহলে ঐ modifier, যে Noun কে Modify করছে সেই (Subject) Noun টি modifier এর পরেই ব্যবহৃত হবে। এক্ষেত্রে modifier-এর পরে কমা বসবে।
Modifier টি বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। যেমন-
1. Present participle
2. Past participle
3. Preposition + verb+ ing
4. Having + v3 + (past participle +
5. Having been + v3 + past participle +
6. Reduced adjective clause
7. Expressions with like or unlike
8. Appositive
Examples:
1. Present participle:
Incorrect: walkingalongthe beach the ship was spotted by the men.
Correct: walkingalongthe beach the men spotted the ship.
2. Past participle:
Incorrect: Based on this study, the scientist could make several conclusions.
Correct: Based on this study, &nbnbsp; several conclusions could be made by the scientist.
3. Preposition + verb+ ing
Incorrect: After being started, the driver drove the truck carefully.
Correct: After being started, the truck was driven by the driver carefully.
4. Having + v3
Incorrect: Having apprehended the hijackers, they were whisked off (টেনে হিচড়ে নিয়ে যাওয়া) to FBI headquarters by the security guards.
Correct: Having apprehended the hijackers, the security guards whisked them off to FBI headquarters.
5. Having been + v3
Incorrect: Having been delayed by heavy traffic, it was not possible for her to arrive on time.
Correct: Having been delayed by heavy traffic, she arrived late
6. Reduced adjective clause:
Incorrect: while peeling (খোসা ছাড়ানো) onions his eyes began to water.
Correct: while he was peeling onions, his eyes began to water.
এখানে to water একটি verb. এর অর্থ হচ্ছে’চোখ দিয়ে পানি পড়া’।
7. Expressions with like or unlike:
Incorrect: Like most cities, parking is a problem in San Francisco.
Correct: Like most cities, San Francisco has a parking problem.
8. Appositive:
incorrect : A resort city in Arkansas, the population of Hot Springs is about 35,000
correct : A resort city in Arkansas, Hot Springs has a population of about 35,000
বাক্যে ব্যবহারগত বিশ্লেষণঃ
Sentence গুলো লক্ষ্য করা যাক- I was walking along the street. I saw a dead cow.
বাক্য দু’টোকে যদি যুক্ত করা হয়- I saw a dead cow walking along the street.
তাহলে তার অর্থ হয়: আমি দেখলাম রাস্তা দিযে একটি মরা গরু হেটে যাচ্ছে। তাহলে ব্যপারটি কেমন হয়? বাক্যটি গঠনগত দিক থেকে ভুল নয়, তবে এর বক্তব্য কি যুক্তিযুক্ত? মরা গরু কি হাটতে পারে? এই সমস্যাটি ঘটেছে Participle-এর ব্যবহারের ত্রুটির কারণে। walking participle-টি ( subject ) এর জন্য ব্যবহৃত হওয়া উচিত, কিন্তু এখানে dead cow এর জন্য ব্যবহৃত হয়েছে। এইভাবে participle ভূলক্রমে ব্যবহৃত হলে, তাকে বলে misrelated participle/ illogical participle modifier/ dangling modifier / misplaced modifier
বাক্যটির সঠিক রুপ হবে: While walking along the street, I saw a dead cow. (রাস্তা দিয়ে হাটবার সময় আমি একটি মরা গরু দেখলাম।
More examples:
বাক্যটি সঠিক নয়। কারণ, The shark কে subject করায় sentence টির অর্থ দাড়ায়- নৌকা হতে Shark টি jump দিয়ে লোকটিকে কামড় দিয়েছিল।
অথচ Sentence টির অর্থ হবে নৌকা হতে jump দেওয়ার পর লোকটি shark এর কামড়ে আহত হয়েছিল।
তাই বাক্যটির সঠিক রুপ হবে: After jumping out of a boat the man was bitten by a shark
Lifeguard সাতার কাটতে অক্ষম হওয়ায়--------। কিন্তু, sentence টির অর্থ হবে আমি সাতার কাটতে অক্ষম হওয়ায় Lifeguard আমাকে rescue করে ছিল।
বাক্যটি সঠিক নয়্ কারণ, এখানে Modifier ( after being started-টি যৌক্তিকভাবে real subject ( the truck কে Modify করে না। কারণ, sentence-টির অর্থ দাড়ায় ড্রাইভার start হওয়ার পর truck-টি সতর্কতার সহিত-----। কিন্তু এই sentence, correct হতে হলে এর অর্থ হওয়া উচিত start হওয়ার পর truck-টি (ড্রাইভার দ্বারা সতর্কতার সহিত চালিত হয়েছিল। পরবর্তী sentence টিতে modifier এর সাথে সংগতি রেখে the truck কে subject করা হলো, যা modifier এর সাথে সামঞ্চস্যপূর্ণ।
তাই বাক্যটির সঠিক রুপ হবে: After being started the truck was driven by the driver carefully