2. The Preposition Rules-Part-02
The Preposition
With
1. With+ ব্যাক্তিবাচক object / অবস্থা, বাংলায় অর্থ হবে সাথে--She lives with her parents. / I spent the vacation with my friends./ I shall do it with pleasure.
2. With + বস্তুবাচক object, বাংলায় অর্থ হবে দ্বারা -Don’t play with match. I write everything with this pen.
3. With +Noun/Pronoun, বাংলায় অর্থ হবে সত্ত্বেও -With all his learning, he is dishonest.
4. বস্তুবাচক বা গুনবাচক অবস্থা প্রকাশ করতে -He looked at her with fixed eyes. He works with confidence.
5. পক্ষে বা বিপক্ষে বোঝাতে -Babar fought with Ibrahim Lodi. Bahram Khan was always with Akbor.
To (এ/তে/য়)
1. To + স্থান বাংলায় অর্থ হবে এ/তে/য় (সপ্তমী বিভক্তির অর্থ) । যেমন - He has gone to school.
2. To + ----- বাংলায় অর্থ হবে পর্যন্ত যেমনঃ Life means waiting from birth to death .
3. To + Noun/Pronoun বাংলায় অর্থ হবে কাছে ,নিকটে বা প্রতি -Send the letter to Simu.
I went to your father.
4. To + Verb বাংলায় জন্য বা তে অর্থে উদ্দেশ্য বুঝানোর জন্য বসে -He came to see me.
We went to help him.
5. Visit করা অর্থে be-এর পরে to হয়- Have you ever been to the longest sea beach of the world?
Of
বাংলায় যখন কোন শব্দের সাথে "র" যুক্ত থাকবে তখন Of বসবে যেমন: রহিমের কলম, করিমের বই। অবশ্য এর ইংরেজী apostrophe S(‘S) এর মাধ্যমেও প্রকাশ করা যেতে পারে। যেমন:
এটা নজরুলের কবিতা -This is a poem of Nazrul.Or,This is Nazrul’s poem.
তবে এগুলি নিম্নলিখিত অর্থে ব্যবহুত হবে
1. মালিকানা বা অধিকার বোঝাতে -He lives in the house of his uncle. This is a book of my brother.
2. কোন কিছু দিয়ে তৈরী বা কারো দ্বারা নির্মিত, সৃষ্ট বা রচিত কোন কিছু বোঝাতে -Give me a ring of gold.
I like houses made of brick.
3. সমষ্টির মধ্যে একটি/একাধিক বোঝাতে -I like one of her poems. Many of them have said so.
4. সম্বন্ধে বোঝাতে -I do not know of Milton.
5. উৎস বোঝাতে -The rice of Barisal is famous. He is a man of Khulna.
6. উদ্ভূত বোঝাতে -He comes of a respectable family.
7. কারণ বোঝাতে -He died of over eating.
8. বিদ্যমান অবস্থা বোঝাতে - Mahbub is a man of character. / Bangladesh is a country of peace and happiness.
9. তারিখ বোঝাতে -The 12th of March is my birth day.
10. একই জিনিসের অভিন্নতা বোঝাতে -He lives in the city of Dhaka. He died at the age of seventy.
Dhaka is called the city of mosque.
From (থেকে)
1. From +Noun/Pronoun বাংলায় অর্থ হবে থেকে /কাছ থেকে। যেমন - I came from Rahim. / He comes from Badda. / Rahim has not yet come back from the bazaar.
2. From + স্থান+ to +স্থান বাংলায় অর্থ হবে থেকে ---- পর্যন্ত। যেমনঃ Life means waiting from birth to death.
The Preposition
Off
1. Off মুলতঃ Adverb হিসেবে ব্যবহৃত হয়। তবে এখানে Preposition হিসেবে কিছু ব্যবহার দেখানো হল।
2. কাছাকাছি ঘেঁষে নয়, দূরে এ রকম বোঝাতে - Take the chair off the room. Keep off the plant.
3. বিচ্ছিন্নতা বা বিচ্যুতি বোঝাতে - Take the shoes off your feet.
4. অভ্যস্ততা বোঝাতে -The patient is off his meal. For some reasons, he is off his jovial mood.
5. সমুদ্রের কাছাকাছি -We went off the shore.
Near নিকটে
Near + স্থান বাংলায় অর্থ হবে নিকটে He lives near the sea/ the college/Taltala market.
Towards দিকে
Towards + স্থান বাংলায় অর্থ হবে দিকে -- He went towards the sea/ the college/Taltala market.
Between/Among মধ্যে
দুই জনের/দুইটা জিনিষের মধ্যে বুঝাতে between বসে আর দুই এর বেশী বুঝালে among বসে যেমন: a. ‘B’ comes between A and C. b. He divided the money between the two children.
Along (বরাবর)
1. যখন বরাবর বুঝায় তখন along বসে। যেমন:--We walked along the road.
2. along (এদিক থেকে অন্য দিকে) যখন কোন কিছুর এক পাশ থেকে অন্য পাশে বুঝায় তখন along বসে।
যেমন:- A small river goes along the river.
Round/Around(চারপাশে)
1. round/around+Noun/Pronoun বাংলায় অর্থ হবে চারপাশে যেমন: The earth moves round the sun.
/ They were all sitting round the table.
2. around+ সময় বাংলায় অর্থ হবে প্রায় যেমন:----It is around 8 o’clock.
Past পাশ দিয়ে
Past+------ বাংলায় অর্থ হবে পাশদিয়ে যেমন:----He walked past me without talking.
Beside(পাশে)
Beside + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পাশে যেমন:--সে আমার পাশে বসেছিল - He sat beside me.
In front of(সামনে) /Behind(পিছনে)
Infront of+Noun/Pronoun বাংলায় অর্থ হবে সামনে অনুরূপভাবে Behind +Noun/Pronoun বাংলায় অর্থ হবে পিছনে। যেমন:- He sat in front of me but hehind you.
Under(নিচে)
1. কোন কিছুর ঠিক নিচে বোঝাতে বসে -We took rest under a banyan tree. / Keep the bag under the table.
2. কারো অধীনে কাজ করা বা কোন অবস্থায় থাকা অর্থে-I am doing under Mr. Robert. / Try to keep the boy under control.
3. শাসনামল বোঝাতে -Were we in peace under British rules?
4. প্রক্রিয়াধীন বোঝাতে -He can work hard under pressure. Your proposal was under consideration.
5. অনুযায়ী অর্থে-Under the term, he would be punished if he fails to repay.
6. কোন কিছু দিয়ে ঢাকা বুঝাতে বা উপরীভাগের নীচে বুঝাতে বসে -Most of the ice berg is under the water. / Under the mountain, there is a network of caves.
7. নিকটে বুঝানোর জন্য -There is a village under the hill.
8. বয়সে কম বুঝানোর জন্য-Many children under five go to nursery school. / If you are under 6, you can buy half rail tickets.
9. সময়, দুরত্ব বা পরিমানের দিক দিয়ে কম বুঝানোর জন্য-It is under a mile from here to the post office. / It took us under an hour to reach.
10. পদের (rank) দিক দিয়ে নীচে বুঝানোর জন্য- No one under the rank of captain enters the room.
11. নিমজ্জিত বা আচ্ছাদিত বুঝাতে - The whole village is under water.
12. ছাড়া কিছু Expression এ বসে যেমন:-- under repair, under construction(নির্মানাধীন), under consideration(বিবেচনাধীন), under arms(অস্ত্রসস্ত্র সজ্জিত), under trial (বিচারাধীন), under sentence(দন্ডাদেশপ্রাপ্ত)
The Preposition
After (পরে)
1. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পরে -Where will you go after dinner? / He will meet me after his lunch.
2. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পিছু নেওয়া বা ধাওয়া করা -We ran after the thief. / Do not hanker after money.
3. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে অনুসারে -The museum is built after my design. / This pen was bought after my choice. / He is named after his father.
4. After +---- বাংলায় ধারাবাহিকতা বোঝাতে বসে -We entered the house one after another.
Before আগে
1. Before + Noun/Pronoun বাংলায় অর্থ হবে আগে -He passed the SSC examination before 1992. / Your turn will come before me.
2. Before + Noun/Pronoun বাংলায় অর্থ হবে সামনে -He stood before me. He fainted before me.
3. Before + সময় বাংলায় অর্থ হবে আগেই - He put the proposal before 10 pm..
Since
1. since+ নির্দিষ্ট সময় বাংলায় অর্থ হবে হইতে/থেকে - He has been reading since yesterday.
2. since + Noun/Pronoun বাংলায় অর্থ হবে হইতে/থেকে - He is alone since his wife’s death.
Without ছাড়া
1. Without+Verb+ing ছাড়া বাংলায় অর্থ হবে ব্যাতিত (না ইয়া বা না ইলে) -Without reading attentively he will fail.
2. Without + Noun/Pronoun বাংলায় অর্থ হবে ছাড়া --Without your help, I would have failed.
But
but অর্থ- ব্যতিরেকে- Nobody but Alom knows the way
Within মধ্যে
1. Within+ নির্দিষ্ট সময় বাংলায় অর্থ হবে মধ্যে-You should receive a reply within seven days.
2. Within+ নির্দিষ্ট স্থানের দুরুত্ব বাংলায় অর্থ হবে মধ্যে --I live within walking distance. / I will stay within two miles.
3. Within+ Noun/Pronoun বাংলায় অর্থ হবে মধ্যে --Try to live within your means.
He lives within his income.
Beyond বাইরে
Beyond+ Noun/Pronoun বাংলায় অর্থ হবে কারও সমর্থ বা ক্ষমতার বাইরে -He lives beyond means.
About(সম্বন্ধে)
1. about +Noun/Pronoun বাংলায় অর্থ হবে সম্বন্ধে - I am telling you about my career. / Let us talk about our business.
2. about+ সংখ্যা বাংলায় অর্থ হবে প্রায় অর্থে - He is about five feet high. I need about 50 thousand taka.
3. about শেষে বসলে বাংলায় অর্থ হবে এদিক ঐদিক --He was walking about.
4. about +to+ Verb বাংলায় অর্থ হবে প্রায় - He is about to die.
Across
1. Across+ স্থান বাংলায় অর্থ হবে এক পাশ থেকে অন্য পাশে -He walked across the street.
2. Across + স্থান বাংলায় অর্থ হবে অপর পার্শ্বে -We shall soon be across the channel
3. Across + স্থান বাংলায় অর্থ হবে এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত -There is a bridge across the river.
Through(ভিতর দিয়ে)
1. Through+Noun/Pronoun বাংলায় অর্থ হবে ভিতর দিয়ে যেমন:----Water passes through the pipe.
2. Through+ স্থান বাংলায় অর্থ হবে মধ্য দিয়ে যেমন:---He went to Khulna through Jessore.
3. Through+----- বাংলায় অর্থ হবে মধ্য দিয়ে যেমন:---You can gain success through hard labour.
Against বিরুদ্ধে
1. Agaist + Noun/Pronoun বাংলায় অর্থ হবে বিপক্ষে -There are ten votes against Rana.
2. Against + Noun/Pronoun বাংলায় অর্থ হবে বিরুদ্ধে-He complained to the Principal against me.
3. Against + সময় বাংলায় অর্থ হবে প্রতিকুলে বা বিপরীত দিকে -We sailed against the wind.
4. Against + Noun/Pronoun বাংলায় অর্থ হবে কোন কিছুর সাথে -The ladder was against the wall.