GENDER |
যে সকল শব্দ সমষ্টি দ্বারা কোন Noun বা Pronoun পুরুষ না স্ত্রী বা এদের উভয়টি বা অচেতন পদার্থকে বুঝায় তাকে Gender বলে । ইংরেজীতে Gender চার প্রকার। যথাঃ--
ক. Masculine Gender :-যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বলে।
যেমনঃ boy, son, he, dog
খ. Feminine Gender :-যে Noun বা Pronoun দ্বারা নারী জাতি বুঝায় তাকে Feminine Gender বলে।
যেমনঃ- girl, daughter, she, bitch
গ. Common Gender :-যে Noun বা Pronoun দ্বারা পুরুষ ও নারী উভয় জাতি বুঝায় তাকে Common Gender বলে। যেমনঃ Child, friend, person,
ঘ. Neuter Gender:- যে Noun বা Pronoun দ্বারা পুরুষ ও নারী জাতির কাউকে বুঝায় না তাকে Neuter Gender বলে। যেমনঃ chair, table, bench