Analogy

8. Analogy

Description is not applied here.

Analogy Solution

Analogy or Relation between two words

০১. Funds ( তহবিল) নিজের কাজে লাগানোকে Embezzled (আত্বসাৎ) বলে।

     পরের Writing নিজের নামে চালানে কে Plagiarized বলে।

০২. Elevetor চলাচল  করে  Shaft  এর ভিতর দিয়ে

     Water চলাচল করে Conduit (পাইপ / নালা) এর ভিতর দিয়ে।

০৩. Uncouth (জবুথবু) ব্যক্তির বৈশিষ্ট Gracelessness (আনাড়িপনা)

     Avaricious  (লোভী) ব্যক্তির বৈশিষ্ট Greed.

০৪. অত্যধিক Frugality (হিসাবী) হলো Parsimony (কৃপনতা)

     অত্যধিক pain হলো agony.

০৫. Skin পরিত্যাগ করাকে Slough বলে

     Hair পরিত্যাগ করাকে Shed বলে।

০৬. Correctness এর পথ ধরে চলেন Purist

    Discipline এর পথ ধরে চলেন Martinet ( কঠোর নিয়মনিষ্ঠ ব্যক্তি)

০৭. Luminary (প্রতিভাবান ব্যক্তিত্ব) তাকে বলা হয় যে Illustrious (প্রথিতযষা /কীর্তিমান)

     Zealot (অন্ধ সমর্থক / গোড়া মৌলবাদী) তাকে বলা হয় যে Intense ( আবেগপ্রবন / উগ্র)

০৮. Play (নাটক) এর মধ্যে acts থাকে

     Novel এর মধ্যে Chapters থাকে।

০৯. Science (বিঞ্জান) এর একটি শাখা / শ্রেণী হল Geology

     Tree এর একটি শ্রেণী হল Fir (দেবদারু জাতীয় গাছ)

১০. Portrait (প্রতিক / প্রতিকৃতি) প্রকাশ করা হয় Signature দ্বারা

     Photograph প্রকাশ করা হয় Negative দ্বারা।

১১. Plane (সমতল) এর সমার্থক শব্দ হলো Smooth ( কোমল / সমতল)

      Wrench (মোচড় / পাকানো) এর সমার্থক শব্দ হলো twist ( মোচড় দেয়া / পাকানো)

১২. Bracelet দ্বারা Clasp (কব্জা) এর সৌন্দর্য বাড়ানো হয়

     Watch দ্বারা wrist (কব্জি) এর সৌন্দর্য বাড়ানো হয়

১৩. Pigs (শুকর) এর খাবার পাত্রকে বলা হয় trough (পশুর পানাহারের জন্য দীর্য খোলা বাক্স)

    Cattle (গবাধি পশু) এর খাবার পাত্র কে বলা হয় Manger  (গবাধিপশুর যাবনা পাত্র)

১৪. এক ঝলক  Scent (গন্ধ) কে Whiff (দমকা / এক ঝলক গন্ধ)

     এক ঝলক Wave (তরঙ্গ) কে Tide (এক ধাক্কা ঢেউ)

১৫. Tooth জোর করে তোলাকে বলা হয় extract ( বল প্রয়োগে টেনে বের করা)

    Stump (মুড়া ) জোর করে তোলাকে বলা হয় uproot (উপড়ানো)

১৬. Cattle  (গবাধি পশু) চুরি করাকে rustle (গবাধিপশু চুরি করা)

     Cargo (পণ্যবাহী জাহাঝ বা বিমান) চুরি করাকে Hijack  

১৭. Ruffle (অস্থির) নিয়ন্ত্রনকে বলা হয় Composure (আত্বসংবরন)

    Upset (বিচলিত) নিয়ন্ত্রনকে বলা হয় equilibrium ( ভারসাম্য)

১৮. Grisly (বিভৎস) আনে Recoil (পিছিয়ে দেয়া)

     Heartrending (মর্মবেদী) আনে Weep (কান্না)

১৯. Doggerel ( বাজে কবিতা) লেখা Poet এর কাজ নয়

     Pot boiler ( অর্থ উপার্জনের জন্য লেখা) Novelist এর কাজ নয়।

২০. Dilettante (অগভীর / শখের কাব্যানুরাগী) এর কাজ dabble (শখ চর্চা করা ) করা

    Coquette (ছিলান) এর কাজ Flirt (ছিলালি করা) করা।

২১. Indifferent ( উদাসীন) এর বিপরীত Concern ( উদ্বেগ)

     Arrogant ( উদ্বত) এর বিপরীত Modesty ( বিনয় / শালীনতা)

২২. Taciturnity ( স্ব্ল্পভাষী / মৌনতা ) এর সমার্থক শব্দ Laconic ( স্বল্পভাষী)

     Improvisation ( প্রত্যুৎপন্নমতিত্ত / উদ্ভাবনা) এর সমার্থক শব্দ Unrehearsed ( চর্চাহীনউপস্থাপনা)

২৩. Pulverize ( গুড়া করা) করলে Dust ( গুড়া) পাওয়া যায়

     Petrify ( শক্তি হরন করা) করলে Fear (ভয়) পাওয়া যায়।

২৪. Paper এর পরিমাপ করা হয় Ream দ্বারা

     Wood এর পরিমাপ করা হয় Cord ( ১২৮ ঘনফুট) দ্বারা

২৫. Journalist (সাংবাদিক) কাজ করে typewriter দিয়ে

     Electrician (বিদ্যুৎমিস্ত্রি) কাজ করে Pliers ( প্লাস / সাড়াশি) দিয়ে।

২৬. Sheep ( ভেড়া / মেষ) এর মাংসকে Mutton বলে

     Steer ( কমবয়সী বলদ) এর মাংসকে Beef বলে।


FOR MORE CLICK HERE

বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]