Preparation for being an efficient reader:
Preparation for being an efficient reader:
1. দক্ষ পাঠক হওয়ার জন্য পড়ার কোন বিকল্প নেই। প্রতিদিন কমপক্ষে 30 minutes পড়তে হবে। কয়েক সপ্তাহ পরেই লক্ষ্য করা যাবে যে-আগে এক page পড়তে যে সময় লাগতো তা কমে এসেছে এবং understanding ও ভাল হচ্ছে।
2. সপ্তাহে কমপক্ষে ১টি পেপার (e.g. the daily star of Sunday or Friday) সংগ্রহ করতে হবে এবং প্রতিদিনই কিছু পড়ার চেষ্টা করতে হবে (specially editorial, sub-editorial sports and business page.) Try to guess the meaning of unknown word. প্রয়োজনে Dictionary ও দেখতে পারো।
যেভাবে Comprehension Solve করা শুরু করবে----
- Passage টি পড়ার আগে Questions গুলো (Option ছাড়া) দুবার মনোযোগ দিয়ে পড়ে নাও। এবং কী কী জানতে চাওয়া হয়েছে তা মাথায় রাখ। এর উদ্দেশ্য হলো তোমকে কোন কোন তথ্যের উত্তর করতে হবে, তা পূর্ব থেকে Target –এ রাখা।
- তারপর পুরো Comprehension টি মনোযোগ দিয়ে পড়তে থাক। যে লাইনগুলোতে উত্তর আছে বলে মনে হবে, সে লাইনগুলো বা সে অংশগুলো Underline কর।
- যেহেতু Word এর meaning জানলেই, Parts of Speech সম্পর্কে ধারণা থাকলেই Vocabulary-in-Context Question গুলো Answer করা যায়। তাই এই Question গুলো প্রথমেই Answer করবে।
- এ পর্যায়ে serially Reference Questions, Inference Questions , Factual Questions, Negative Questions এবং Scanning Questions (যদি থাকে) গুলো Answer করবে।
- যেহেতু বেশ কয়েকবার Passage টি পড়া হয়ে গেল সুতরাং এই মুহূর্তে Passage টির Title কী হবে অর্থাৎ Main Idea/Main Purpose Questions তা সহজেই Answer করা যাবে।
- সর্বশেষে অন্যান্য Question গুলো Answer করবে।
FOR MORE CLICK HERE