বাংলাদেশ সরকার (ইংরেজি: Government of Bangladesh) বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয়, যিনি অন্যান্য সকল মন্ত্রীগণকে বাছাই করেন। প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রধান উচ্চপদস্থ মন্ত্রীগণ সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কমিটির সদস্যপদ লাভ করেন, যা মন্ত্রীসভা নামে পরিচিত।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, যিনি ২৯শে ডিসেম্বর ২০০৮ এর সাধারণ নির্বাচনে বিজয়ের ফলাফলস্বরূপ ২০০৯-এর ৬ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। বাংলাদেশ আওয়ামী লীগ তার দ্বারা পরিচালিত হয় এবং এবং এর ১৪ দলীয় মহাজোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য পদলাভের মাধ্যমে বিজয় লাভ করে এবং সাংখ্যিকভাবে ২৯৯ টি আসনের মাঝে ২৩০ টি আসন এই দলের নিয়ন্ত্রণে রয়েছে।
১৯৭১ এ অস্থায়ী সরকার গঠন এবং অস্থায়ী সংবিধান প্রণয়নের পর থেকে অদ্যাবধি বাংলাদেশের সরকার ব্যবস্থা কমপক্ষে পাঁচবার পরিবর্তিত হয়েছ। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী (executive) ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়ন করা হয় জাতীয় সংসদে। বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে প্রণীত হয়, এবং এখন পর্যন্ত এতে ১৬টি সংশোধনী যোগ করা।
সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান। দেশের যাবতীয় কাজ তার নামেই সম্পাদিত হয়। বাংলাদেশে এ যাবৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ১৭ জন। এই ১৭ জনের মধ্যে শেখ মুজিবুর রহমান ২ বার, বিচারপতি আব্দুস সাত্তার ও বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ ২ বার, মো: আব্দুল হামিদ ২ বার করে। একাধারে দীর্ঘসময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এই ১৭ জন ব্যক্তিত্ব মোট ২১ বার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী)
সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী সংসদের মধ্যমনি; সংসদ নেতা। বাংলাদেশে এ যাবৎ সর্বমোট ১০ জন ব্যক্তিত্ব ১৪ বার প্রধানমন্ত্রিীর পদ অলংকৃত করেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমেদ। ৩টি সংসদের প্রধানমন্ত্রীল দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। বর্তমান ১৪ তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী পদাধিকারবলে যেক্ষেত্রে প্রধান
১. জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি
২. জাতীয় অর্থনৈতিক পরিষদ
৩. জাতীয় প্রশাসন পুনর্গঠন/সংস্কার/বাস্তবায়ন কমিটি
৪. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ গভর্নিং বোর্ড
৫. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
৬. জাতীয় পরিবেশ কমিটি
৭. রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি
৮. জাতীয় পর্যটন পরিষদ
৯. জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ
১০. জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল
১১. জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ
১২. জাতীয় ভূমি ব্যবহার কমিটি
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ