ডিজিএফআই

বাংলাদেশের স্পেশাল বাহিনী

ডিজিএফআই

প্রতিষ্ঠা: ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিরেক্টরেট অব ইনটেলিজেন্স (ডিজিএফআই) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এ প্রতিষ্ঠান ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স বা ডিজিএফআই-এ রুপান্তরিত হয়।

সদর দপ্তর: দেশের ৬৪ টি জেলায় ডিজিএফআইয়ের দপ্তর রয়েছে। এর সদর দপ্তর ঢাকার কচুক্ষেতে।

প্রধান: ডিজিএফআইয়ের প্রধান মহাপরিচালক। তাকে সহযোগিতা করেন সাতজন পরিচালক।

কাজ: সামরিক নানা উদ্দেশ্য সাধন ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দাগিরি করা এর কাজ।

 

এনএসআই

ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স বা এনএসআই হচ্ছে বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা, যেটি সরাসরি প্রধঅনমন্ত্রীর দপ্তরের কাছে দায়বদ্ধ।

প্রধান: মহাপরিচালক।

নেটওয়ার্ক: বাংলাদেশের সব প্রধান শহরে এ গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক রয়েছে।

কাজ: অভ্যন্তরীন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহনে সহযোগিতা করাই হচ্ছে এনএসআই’র প্রধান কাজ।

 

স্পেশাল ব্রাঞ্চ

কাজ: পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অপরাধের তদন্ত, অভ্যন্তরীণ গোয়েন্দাগিরি ও পাল্টা গোয়েন্দাগিরি করে থাকে। স্পেশাল ব্রাঞ্চ এর বিভিন্ন উইং বা শাখার মাধ্যমে সারা দেশে কাজ করে। যেমন রাজনৈতিক শাখা, ছাত্র ও শ্রমিক শাখা, পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ১৯৬৩ সালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রতিষ্ঠিত হয়।

প্রধান: পুলিশের একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল স্পেশাল ব্রাঞ্চের প্রধান।

সদর দপ্তর: মালিবাগ, ঢাকা।

সিআইডি

কাজ: স্পর্শকাতর অপরাধের তদন্ত করে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি।

প্রধান: একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল।


বাংলাদেশ কোস্টগার্ড

বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমূদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত একটি আইন প্রয়োগকারী সংস্থা। এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে। এই আধাসামরিক বাহিনীটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ। এর কর্মকর্তাগণ বাংলাদেশ নৌবাহিনী থেকে স্থানান্তরিত হয়ে আসেন। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। বর্তমানে এই বাহিনীতে ৩,৩৩৯ জন উপকূল রক্ষী এবং ৫৭টি জাহাজ কর্মরত আছেন।

বিস্তারিত


FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]