বাংলাদেশের সীমানা, আয়তন, অবস্থান

সীমানা, আয়তন, অবস্থান

বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিনাংশে বা দক্ষিন এশিয়ায়। বাংলাদেশ ২০০৪৩‌’ থেকে ২৬০৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮০০১’ থেকে ৯২০৪১’ পূর্বে দ্রাঘিমারেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কি:মি: এবং উত্তর, উত্তর পশ্চিম থেকে দক্ষিন, দক্ষিন পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কি:মি:

ঢাকার প্রতি পাদ স্থান চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। চুয়াডাঙ্গা,ঝিনাইদাহ, মাগুরা, রাজবাড়ি,ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ন গঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে এ রেখা অতিক্রম  করেছে।

শেরপুর জামালপুর, টাঙ্গাইল,মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ও বরগুনা, জেলার উপর দিয়ে ৯০০ দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে।

সীমানাতে আয়তন:-

* বাংলাদেশের উত্তরে-ভারতের পশ্চিম বঙ্গ, মেঘালয়, ও আসারম পূর্বে, আসাম, ত্রিপুরা, মিজেরাম ও মায়ানমার, দক্ষিনে বঙ্গোপসাগর, পশ্চিমে – পশ্চিম বঙ্গ।

* বাংলাদেশের সার্থে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে-পশ্চিম বঙ্গ, আসাম, মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম।

* ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় কোন রা্জ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় – মনিপুর।

* বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত ২ কি:মি:

* বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই—বান্দরবন ও কক্সবাজার।

* বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে—২টি দেশের ভারত ও মায়ানমার।

* বাংলাদেশের মোট সীমান্ত জেলা --- ৩২টি

* মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে—৩টি

* ভারতের সাথে সংযোগ রয়েছে—৩০টি জেলার

* বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমা রয়েছে- রাঙ্গামাটি।

* বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই—বরিশাল।

* বাংলাদেশের কোন বিভাগের সাথে মায়ানমারের সংযোগ রয়েছে—চট্টগ্রাম।

* বাংলাদেশের কতটি জেলার সাথে সরাসরি উপকূল সংযোগ রয়েছে—১২টি- কক্সবাজার। চট্টগ্রাম। নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, ভোলা, পটুয়াখালি, পিরোজপুর, খুলনা, বাগের হাট ও সাতক্ষীরা।

* বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি ও কি কি---১৫ টি, মুর্শিদাবাদ, নদীয়া, চব্বিশ পরগনা, মালদাহ, বীরভুম, কুচবিহার, জলপাইগুড়ি, বাহারামপুর, কৃষ্ণনগর ও বারাসাত।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]