ইলিয়াস শাহী বংশ

ইলিয়াস শাহী বংশ

হাজী ইলিয়াস ১৩৪২ সালে লখনৌতির শাসনকর্তা আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম ধারণ করে লখনৌতির সিংহাসন আরোহণ করেন। তিনি ১৩৪৫ সালে সাতগাও দখল করেন। এরপর তিনি ত্রিপুরা, নেপাল, উড়িষ্যা, বারানসীজয় করেন। ১৩৫২ সালে ইখতিয়ারউদ্দন গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করে সমগ্র বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। তিনি এ ভূখন্ডের নাম করণ করেন মূলক-ই-বাঙ্গালাহ এবং নিজেকে শাহ-ই- বাঙ্গালাহ হিসেবে ঘোষনা করেন। তিনি প্রথম স্বাধীন নরপতি যিনি বাঙালি হিসেবে নিজেকে উপস্থাপিত করেন। তার সময়ে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে। বাঙ্গালাহ শব্দটির প্রচলন করেন ইলিয়াস শাহ। তিনি রাজধানী গেৌড় (লখনৌতি) হতে পান্ডুয়ায় ্থানান্তরিত করেন। ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ।

দিল্লীর সুলতান ফিরোজশাহ  তুঘলক ১৩৫৩ সালে বাংলা আক্রমণ করলে ইলিয়াস শাহ দুর্গম একডালা দুর্গে আশ্রয় প্রহণ করেন। দিল্লী বাহিনী একডালা দুর্গ জয় করতে না পেরে সন্ধি করে দিল্লী ফিরে যান তিনি ত্রিপুরার রাজা রত্ম-ফাকে মানিক্য উপাধি দেন এবং সেই থেকে ত্রিপুরার রাজাগণ মাণিক্য উপাধি ধারণ করে আসছে।

ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ মালদহের বড় পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন ১৩৫৮ সালে। গৌড়ের কোতওয়ালী দরজা তার অমরকীর্তি। সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের রাজত্বকালে প্রথম বাঙালি মুসলমান কবি শাহমুহ্ম্মদ সগীর ইউসুফ জোলেখা’ কাব্য রচনা করেন। সুলতান গিয়াসউদ্দিন পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে পত্র বিনিময় করতেন। তিনি হাফিজকে বাংলায় আগমণের আমন্ত্রণ জানিয়েছে। তার আমলে বিখ্যাত মুসলিম সাধক শেখ নূরুদ্দীন কুতব-উল আলম ইসলাম প্রচার করেন। এ সময়ে মাহুয়ান নামক চীনা পর্যটক বাংলা সফর করেন। বর্তমানে সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন আযম শাহের মাজার রয়েছ্

ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাখার প্রতিষ্ঠাতা নাসিরুদ্দীন মাহমুদ শাহের সময় প্রখ্যাত ইসলাম প্রচারক খান জাহান আলী খুলনা ও যশোর অঞ্চল দখল করে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ (মোট গম্বুজ ৮১ টি) নির্মাণ করেন। তার সময়ের পাঁচ খিলান বিশিষ্ট পাথরের পুল, কোতয়ালী দরওয়াজা এবং দুর্গের প্রাচীর এখনও টিকে আছে।

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]