পেট্রোবাংলা: একটি জাতীয় প্রতিষ্ঠান

পেট্রোবাংলা: একটি জাতীয় প্রতিষ্ঠান

পেট্রোবাংলার পূর্ব নাম: বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন।

যেভাবে পেট্রোবাংলা গঠিত হয়: বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন (পেট্রোবাংলা)এবং বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন (বিএমিইডিসি) একত্রীত করে।

যে প্রতিষ্ঠান বর্তমানে পেট্রোবাংলা নামে পরিচিত: বাংলাদেশ অয়েল গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন।

পেট্রোবাংলার অধীনে কোম্পানি: ১১টি লিমিটেড, কোম্পানি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে প্রতিষ্ঠান: ৮টি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ প্রথম প্রতিষ্ঠানটি: পেট্রোবাংলা।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

গঠন প্রেক্ষাপট: ১৯৭৫ সালের ২২ মার্চ সরকার এক অধ্যাদেশ জারির মাধ্যমে ‘বায়তুল মোকাররম সোসাইটি’ এবং ‘ইসলামী একাডেমি’ নামের দুটি সংস্কার বিলোপ সাধন করে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্টা করে।

প্রধান কার্যালয়: ঢাকার আগারগাঁওয়ে।

যে মন্ত্রণালয়ের অধীন: ধর্ম মন্ত্রণালয়।

যে যে সংস্থার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়: ‘বায়তুল মোকাররম সোসাইটি’ এবং ‘ইসলামী একাডেমি’।

প্রতিষ্ঠাকাল: ২৮ মার্চ ১৯৭৫।

নির্বাহী প্রধানের পদবি: মহাপরিচালক

প্রকাশিত সাময়িকী: ৭টি (১টি আরবি ভাষায়)।

‘ইসলামী বিশ্বকোষ’ প্রকাশ করেছে: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন

পূর্ণনাম: Bangladesh Agricultural Development Corporation-BADC.

প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর, ১৯৬১ সালে।

অবস্থান: ঢাকার তেজগাঁও।

কার্যক্রম: খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশের খাদ্য ও অন্যান্য কৃষিজ দ্রব্যাদির উৎপাদন ও গুনগত মানোন্নয়নের জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ যেমন-সার, বীজ, কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং উপকরণ সংগ্রাহ, গুদামজাতকরণ ও বিতরণ এ সংস্থার প্রধান কাজ।

বারডেম

নাম: Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes Endocrine and Metabolic Disorders- BIRDEM.

প্রতিষ্ঠা: ২৮ এপ্রিল, ১৯৫৬ সালে। পাকিস্তান ডায়াবেটিস সমিতি নামে।

স্থপতি: জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম।

অবস্থান: ঢাকার শাহবাগে (১৯৮০ সালে) প্রতিষ্ঠিত।

কার্যক্রম: প্রধান কার্যালয়সহ দেশব্যাপী এর ২২টি শাখা ও স্যাটেলাইট শাখাসমূহ থেকে ডায়াবেটিস ও অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান।

বেনবেইজ

পূর্ণনাম: Bangladesh Baureau of Educational Information and Statistics.

প্রতিষ্ঠা: ১৯৭৭ সালে।

অবস্থান: ঢাকার নীলক্ষেতে।

কার্যক্রম: বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা সংক্রান্ত যাবতীয় পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ করা, শিক্ষামূলক গবেষণা কাজে সহায়তা, প্রকাশনা ও তথ্যাদি বিনিময় করা।

বাংলাদেশ বিজ্ঞান  ও শিল্প গবেষণা পরিষদ

প্রতিষ্ঠা: ১৯৪৪ সালে।

অবস্থান: ঢাকার মিরপুর রোডস্থ সায়েন্স ল্যাবরেটরীতে।

কার্যক্রম: বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প সংক্রান্ত গবেষণা।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

প্রতিষ্ঠা: বিজ্ঞান ও শিল্প বিষয়ক সর্বাপেক্ষা তথ্যবহুল গবেষনা কেন্দ্র।

১৯৫৫ সালে ঢাকার তেজগাঁও পলিটেকনিকে এটি প্রতিষ্ঠিত হয়।

স্বাধীনতার পর এটি সায়েন্স ল্যাবরেটরিতে স্থানান্তরিত হয়।

প্রথম ও প্রধান গবেষক: ড. কুদরাত-এ খুদা।

শাখা: চট্টগ্রাম ও রাজশাহী।

ব্যান্সডক

BANSDOC-এর পূর্ণরুপ:  Bangladesh National Scientific and Teachnical Documentation Centre.

প্রতিষ্ঠিত: ১৯৬২ সালে।

প্রতিষ্ঠাকালে BANSDOC-এর নাম: PCSIR(পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান)।

PCSIR-এর নাম পরিবর্তন করে BANSDOC-রাখা হয়: ১৯৭২ সালে।

BANSDOC-কে স্বতন্ত্র কেন্দ্রীয় জাতীয় সংস্থায় উন্নীত করা হয়: ১৯৮৭ সালে।

ব্যান্সডক-এর উদ্দেশ্য ও কার্যাবলি: ক. বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন বিষয়ক তথ্যাবলি সংগ্রহ ও সংরক্ষণ।

খ. শিক্ষা, গবেষণা ও অন্যান্য প্রতিষ্ঠানে চাহিদা মাফিক তথ্য সরবরাহ করা।

গ. বিদেশি গবেষকদের সাথে যোগাযোগ করে তথ্য আদান-প্রাদান করা।

ঘ. বিভিন্ন গবেষণা ওয়ার্ক প্রস্তুতে সাহায্য করা।

রাজউক

রাজউক-এর পুর্ব নাম: Dhaka Improvement Trust (DIT).

DIT প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।

ডিআইট পরিবর্তন করে রাজউক রাখা হয়: ১৯৮৭ সালে।

রাজউক-এর পূর্ণরূপ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

রাজউকের প্রধানের পদবি: চেয়াম্যান।

রাজউকের সদর দপ্তর: ঢাকার মতিঝিল-দিলকুশা এলাকায়।

 

 

 

 

 

 

 

 


FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]