কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১), কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬), বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

বরেন্য ব্যক্তিত্ব

কবি/সাহিত্যিক/ভাষাবিদ

কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)

জন্ম: উপমহাদেশের প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮ তারিখে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।

ছদ্মনাম: ভানুসিংহ। উপাধি: বিশ্বকবি, কবিগীরু।

প্রথম প্রকাশিত কাব্য: বনফুল।

প্রথম প্রাকশিত উপন্যাস: বৌ-ঠাকুরাণীর হাট।

কাব্যগ্রান্থ: মানসী, সোনারতরী, গীতাঞ্জলি, বলাকা, শেষ লেখা, ক্ষণিকা, মহুয়া ইত্যাদি।

উপন্যাস: বৌ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, রাজর্ষি, অচলায়তন, যোগাযোগ, গোরা, ঘরে-বাইরে, চোখের বালি, দুই বোন ইত্যাদি।

ছোটগল্প: গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিন সঙ্গী।

নাটক: রবিবার, ডাকঘর, রক্তকরবী, বাঁশরী, মুক্তধারা, তাসের ঘর, চিরকুমার সভা ইত্যাদি।

প্রবন্ধ:: বিচিত্র প্রবন্ধ, কালান্তর, পঞ্চভূত, সভ্যতার সংকট।

পত্র সাহিত্য: ছিন্নপত্র, রাশিয়ার চিঠি, ভানুসিংহের পদাবলি, চিঠিপত্র ইত্যাদি।

 নোবেল পুরস্কার: সাহিত্যে ১৯১৩ সালে, গীতাঞ্জলি কাব্যের জন্য।

মৃত্যু: ৭ আগস্ট, ১৯৪১ সালে; ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।

 

 

 

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)

জন্ম: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি হিসেবে।

কর্ম: বাঙালি জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে তিনি তার কবিতায় ঘুমন্ত বাঙালিকে জেগে ওঠার ডাক দিয়েছিলেন। তার ‘বিদ্রোহী’ কবিতার অবদান তখন এতটাই মূল্যবান ছিল যে, তিনি যদি জীবনে আর কোনো কবিতা না লিখতেন তবে ঐ কবিতাটির জন্যই বাঙালি জাতি তাকে চিরকাল মনে রাখত। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ সরকার তাকে সপরিবার পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসে।

মৃত্যু: ১৯৭৬ সালের ২৭ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

 

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)

জন্ম: বেগম রোকেয়া ১৮৮৮ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

কর্ম জীবন: ১৯০৯ সালের ১ অক্টোবর ভাগলপুরে মেয়েদের জন্য নিজের প্রথম স্কুলটি প্রতিষ্ঠা করেন। এরপর কলকাতার ওয়ালিউল্লাহ লেনে ১৯১১ সালের ১৬ মার্চ মাত্র ৮ জন ছাত্রী নিয়ে গড়ে তুলেন সাখাওয়াত মেমেরারিয়াল গার্লস স্কুল। বাংলা সাহিত্যে তিনি নারী জাগরণমূলক অসংখ্য প্রবন্ধ ও সাহিত্য রচনা করেন।

বিশেষ পরিচয়: নারী জাগরণের অগ্রদূত।

মৃত্যু: ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন।

 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১)

জন্ম: ১৮২০ সালের ২১ সেপ্টেম্বর কলকাতার মেদিনীপুর জেলায়।

বিশেষ পরিচয়: বাংলা গদ্য সাহিত্যের জনক হিসেবে। বিধবা বিবাহ প্রচলনের সংস্কারক।

কর্ম জীবন: কর্মজীবনের প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পন্ডিত হিসেবে যোগ দেন। এরপর তিনি সংস্কৃত কলেজে যোগ দেন।

কিছু দিনের মধ্যেই তিনি উক্ত কলেজের অধ্যক্ষ হন।

মৃত্যু: ২৯ জুলাই ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]