মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১)
জন্ম: মুনীর চৌধুরী ২৭ নভেম্বর ১৯২৫ সালে মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষীপুর জেলায়।
বিশেষ পরিচয়: বিশিষ্ট নাট্যকার।
কর্ম জীবন; ১৯৬৫ সালে বাংলা টাইপ ‘কি-বোর্ড’ উদ্ভাবন করেন যা মুনীর অপটিয়া নামে পরিচিতি। বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য নাটক- রক্তাক্ত প্রান্তর (১৯৬২); চিঠি (১৯৬৬); কবর; রুপার কৌটা; দন্ডকারণ্য(১৯৬৬); পলাশী ব্যারাক ও অন্যান্য(১৯৬৯)।
মৃত্যু: ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে তিনি পাকিস্তানী আলবদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিখোঁজ হন।
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১৮৬৩-১৯১৫)
জন্ম: উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ১৮৬৩ সালের ১০ মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
বিশেষ পরিচয়: বাংলা শিশু সাহিত্যের অগ্রণী পুরুষ।
সাহিত্য কর্ম: বাল্যকাল থেকেই তিনি শিশু-কিশোর পত্রিকা সখা, বালক, সাথী, মুকুল প্রভৃতিতে লেখা শুরু করেন। ১৯১৩ সালে তিনি সন্দেশ’ নামে একটি মাসিক শিশু-কিশোর পত্রিকা প্রকাশ করেন। তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে: টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন, সেকালের কথা, ছোটদের মহাভারত, ছেলেদের রামায়ণ, ছোট রামায়ণ ও মহাভারতের গল্প প্রভৃতি।
মৃত্যু: ২০ ডিসেম্বর ১৯১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
সুমুমার রায় (১৮৮৭-১৯২৩)
জন্ম: সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০ অক্টোবর ময়মনসিংহের মসুয়া গ্রামে তার জন্মগ্রহণ করেন। শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী তার পিতা।
বিশেষ পরিচয়: আধুনিক বাংলা শিশু সাহিত্যের শ্রেষ্ঠ রুপকার হিসেবে।
সাহিত্য কর্ম: সুকুমার রায় অনুপম ভাষায় গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে শিশুদদের মন জয় করেন। এসব রচনার সঙ্গে তার নিজের আকা ছবিগুলোও ছিল অতুলনীয এই ক্ষণজন্মা শিশুসাহিত্যিকের লিখিত গ্রন্থগুলো হচ্ছে- আবোল-তাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরুপী, খাই খাই ইত্যাদি।
মৃত্যু: ১৯২৩ সালে মাত্র ৩৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৮৭৭-১৯৫৭)
জন্ম: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ১৮৭৭ সালে ঢাকা জেলার সাভারের উলাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
বিশেষ: পরিচয়: শিশুসাহিত্যক ও লোকসাহিত্য সংগ্রাহক।
কর্ম জীবন: স্কুলশিক্ষা শেষেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন। তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে-ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদা মশায়ের থলে, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, সবুজ লেখা, ঠানদিদির থলে, খোকাবাবুর খেলা, পৃথিবীর রুপকথা, ঘুমন্তপুরী, সাতভাই চম্পা, পাতাল কন্যা, সোনার কাঠি রুপার কাঠি প্রভৃতি।
মৃত্যু: ১৯৫৭ সালে কলকাতায় পরলোকগমন করেন।
মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)
জন্ম: মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালে ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিশেষ পরিচয়: ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
কর্ম: তিনি ‘আজিজুন্নেহার’(১৮৭৪); ও ‘হিতকরী’ (১৮৯০); নামক পত্রিকা সম্পাদনা করেন।
জীবনীগ্রস্থ- আমার জীবন (১৯০৮); গো-জীবন; বিবি কুলসুম বা আমার জীবনীর জীবনী (১৯১০)।
কাব্যগ্রন্থ- গোড়াই ব্রিজ (১৮৭৩); বাজীমাৎ সঙ্গীত লহরী (১৮৮৭); পঞ্জনারী (১৯০৭); মোসলেম বীরত্ব।
নাটক- বসন্ত কুমারী (১৮৭৩); জমিদার দর্পন (১৮৭৩); বেহুলা গীতাভিনয় (১৮৮৯)।
মৃত্যু: ১৯১২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪)
জন্ম: সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর, মৌলভীবাজার জেলায় জন্মগ্রহন করেন।
বিশেষ পরিচয়: বাংলা সাহিত্যের রম্য লেখক হিসেবে।
মৃত্যু: ১৯৭৪ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকায়।
আবদুল্লাহ আবু সায়ীদ (১৯০৪)
জন্ম: আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৪০ সালের ২৫ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন।
বিশেষ পরিচয়: শিক্ষাবিদ, সংগঠক পরিবেশবিদ, সাহিত্যিক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি।
আন্তর্জাতিক পুরস্কার লাভ: ২০০৪ সালে তিনি রেমন্ড ম্যাগসেসে পুরস্কার লাভ করেন্
কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)
জন্ম: আসল নাম কাজেম আল কোরায়েশী ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগরা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিশেষ পরিচয়: মহাকবি হিসেবে।
সাহিত্য কর্ম: তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ ১৮৭০ সালে প্রকাশিত হয়। ‘অশ্রুমালা’ (গীতিকব্য), ‘আমিয়ধারা; ‘মহররম শরীফ; মন্দকিনীধারা’, শ্মাশান ভস্ম’তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
মৃত্যু: কবি কায়কোবাদ ১৯৫১ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন।
শওকত ওসমান (১৯১৯-১৯৯৮)
জন্ম: আসল নাম শেখ আজিজুর রহমান। ১৯১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থ: ‘জননী’, ‘ক্রীতদাসের হাসি’ ‘রাজা উপাখ্যান’ ‘সমাগম, চৌরসন্ধি, বনিআদম, প্রস্তর ফলক, আমলার মামলা, কাঁকর মনি, ঈশ্বরের প্রতিদ্বন্দবী, সংস্কৃতির চড়াই উৎরাই, সাবেক কাহিনী, জুনু আপা ও অন্যান্য গল্প, প্রভৃতি।
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)
জন্ম: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়া।
বিশেষ পরিচয়: প্রখ্যাত কথাসহিত্যিক হিসেবে।
উল্লেখযোগ্র গ্রন্থ: গল্প- অন্য ঘরে অন্য স্বয় (১৯৭৬); খোঁয়ারী (১৯৮২), দুধভাতে উৎপাত(১৯৮৫); দোযখের ওম(১৯৭৬) উপন্যাস চিলেকোঠার সেপাই(১৯৮৭); খোয়াবনামা(১৯৯৬)।
পুরস্কার লাভ: ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৮ সালের একুশে পদক লাভ করেন।
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।
আবু ইসহাক (১৯২৬-২০০২)
জন্ম: আবু ইসহাক ১৯২৬ সালে ১ নভেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা: ১৯৬০ সালে করাচী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ পাস করেন।
কর্ম: তিনি এনএসআই-এর ডেপুটি ডিরেক্টর ছিলেন।
উপন্যাস: সূর্য দীঘল বাড়ী (১৯৫৫); পদ্মার পলিদ্বীপ(১৯৮৬); জাল(১৯৮৮)
গল্প: হারেম (১৯৬২); মহাপতঙ্গ(১৯৬৩)।
অভিধান সম্পাদনা: সমকালীন বাংলা ভাষার অভিধান(১৯৯৩)
আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১)
জন্ম: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৪ ফেব্রুয়ারি বরিশান জেলার গীর্জা মহল্লায় জন্মগ্রহণ করেন।
বিশেষ পরিচয়: আধুনিক কবি।
কর্ম: বাংলাদেশের একজন আধুনিক কবি হিসেবে তার খ্যাতি রয়েছে তার উল্লেখযোগ্র গ্রন্থ হলো: কাব্য- সাত নড়ী হার(১৯৫৫), আমি কিংবদন্তীর কথা বলছি(১৯৮১); প্রেমের কবিতা(১৯৮২)।
পুরস্কার: ১৯৭৯ সালে একাডেমি এবং ১৯৮৫ সালে একুশে পদকে ভূষিত হন্
মৃত্যু: ২০০১ সালের ১৯ মার্চ মৃত্যুবরণ করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ(১৯২২-১৯৭১)
জন্ম: বিশিষ্ট কথা সাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯২২ সারের ১৫ আগস্ট চট্টগ্রাম জেলার ষোলশহরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস নোয়াখালী জেলায়।
সাহিত্য কর্ম: উল্লেখযোগ্য রচনাবলি।
উপন্যাস-লালসালু (১৯৪৮); চাঁদের অমাবস্যা (১৯৬৪); কাঁদো নদী কাঁদো (১৯৬৮)।
ছোটগল্প-নয়ন চারা (১৯৫১); দুই তীর (১৯৬৫)।
নাটক-বহি পীর (১৯৬৫); তরঙ্গ ভঙ্গ (১৯৬৬) ও সুড়ঙ্গ (১৯৬৪)।
মৃত্যু: ১৯৭১ সালের ১০ আগস্ট, প্যারিসে।
হাসান আজিজুল হক (১৯৩৯-
জন্ম: হাসান আজিজুল হক ১৯৩৯ সারৈর ২ ফেব্রুয়ারি বর্ধমান জেলার যব গ্রামে জন্মগ্রহণ করেন।
কর্ম: উল্লেখযোগ্য গন্থ: গল্প-সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য (১৯৬৪); আত্মাজা একটি কলমী গাছ (১৯৬৭); জীবন ঘষে আগুন (১৯৭৩); নামহীন গোত্র হীন (১৯৭৫) পাতালে হাসপাতালে (১৯৮১); রোদে যাবো (১৯৯৫); মা মেয়ের সংসার (১৯৯৭)। উপন্যাস-বৃত্তায়ন (১৯৯১)। প্রবন্ধ-কথা সাহিত্যের কথকথা (১৯৮১); অপ্রকাশের ভার (১৯৮৮)।
বিশেষ পরিচয়: কথা সাহিত্যিক হিসেবে।
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)
জন্ম: জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলার পাওপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
সাহিত্য কর্ম: কাব্য-বনলতা সেন (১৯৪২), ধূসর পান্ডুলিপি (১৯৩৬), সাতটি তারার তিমির (১৯৪৮), রুপসী বাংলা (১৯৫৭), ঝরা পালক (১৯২৮) মহা পৃথিবী (১৯৪৪),বেলা-অবেলা কালবেলা (১৯৬১)। বিশেষ পরিচয়: রুপরী বাংলার কাবি হিসেবে।
মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর ট্রাক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।
প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)
জন্ম: প্যারীচাঁদ মিত্র কলকাতায় ১৮১৪ সালের ২২ জুলাই জন্মগ্রহন করেন।
কর্ম: ১৮৫৪ সালে রাধানাথ শিকদারের সহযোগিতায় ‘মাসিক পত্রিকা’ প্রকাশ ও সম্পাদনা করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: আলালের ঘরে দুলাল (১৮৫৭), অভেদী (১৮৭১), আধ্যাত্মিক, রামারজ্ঞিকা (১৮৬০), গদ্য মদ খাওয়া বড় দায়, জাত থাকার উপায় (১৮৫৯)।
বিশেষ পরিচয়: বাংলা উপন্যাসের পথিকৃত হিসেবে।
মৃত্যু: ১৮৮৩ সালের ২৩ নভেম্বর তার জীবনাবসান ঘটে।
দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)
জন্ম: নাট্যকার দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে নদীয়া জেলায় চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
কর্ম: ১৮৫৫ সালে তিনি পাটনায় পোস্ট মাস্টার পদে চাকরি নেন এবং তার পরবর্তী দেড় বছরের মধ্যে পোস্টাল ইন্সপেক্টর পদে উন্নীত হন। তাছাড়া জীবনধর্মী সাহিত্য রচনায় তিনি অশেষ দক্ষতা প্রদর্শন করেন।
উল্লেখযোগ্য গ্রন্থ: নাটক নীল দর্পণ (১৯৬০)। প্রহসন-সধবার একাদশী (১৮৬৬); বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬) ইত্যাদি।
মৃত্যু: ১ নভেম্বর ১৮৭৩ সালে মৃত্যুবরণ করেন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ