কবি/সাহিত্যিক/ভাষাবিদ-2

প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)

জন্ম: প্রমথ চৌধুরী যশোর জেলায় ১৮৬৮ সারের ৭ আগস্ট জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর।

বিশেষ পরিচয়: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।

কর্ম জীবন: ১৯০২ সালে প্রকাশিত ‘হালখাতা’ তার রচিত চলিত রীতির প্রথম গদ্য রচনা।

উল্লেখযোগ্য প্রন্থাবলি: কাব্য সনেট পঞ্চাশৎ (১৯১৩); পদচারণ (১৯১৯); প্রবন্ধ বীরবলের হালখাতা (১৯১৬); রায়তের কথা (১৯১৩); নানা কথা (১৯১৯); আমাদের শিক্ষা (১৯২০); প্রবন্ধ সংগ্রহ (১৯৫২-১৯৫৩)।

গল্প; চার-ইয়ারী কথা (১৯১৬); আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্প সংগ্রহ (১৯৪১)।

মৃত্যু: ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন্

 

 

 

ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)

জন্ম: মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ যশোর জেলার মাঝআইল গ্রামে ১০ জুন ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন

বিশেষ পরিচয়: মুসলিম রেনেসাঁর কবি হিসেবে।

কাব্য: সাত সাগরের মাঝি (১৯৪৪); নৌফেল ও হাতেম (১৯৬১); সিরাজুম মুনীরা(১৯৫২); মুহুর্তের কবিতা (১৯৬৩)।

কাহিনী কাব্য হাতেম তায়ী (১৯৬৬)।

শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা (১৯৬৫); তুন লেখা (১৯৭০); ছড়ার আসর (১৯৭০); হরফের ছড়া (১৯৭০)।

পুরস্কার লাভ: ১৯৬০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৬১ সালে প্রেসিডেন্ট পুরস্কার ‘প্রাইড অব পারফরমেন্স’, ১৯৬৬ সালে আদমজী প্ররস্কার এবং ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

তিনি মরণোত্তর ‘একুশে পদক’ রাভ করেন।

মৃত্যু: ১৯ অক্টোবর ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন

 

 

মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৬৫)

জন্ম: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯ মে বিহারের সাঁওতাল পরগণার ধমুকা শহরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বিক্রমপুরের মালবদিয়া গ্রামে।

সাহিত্য কর্ম: উপন্যাস: পদ্মা নদীর মাঝি (১৯৩৬); পুতুল নাচের ইতিকথা (১৯৩৬); জননী (১৯৩৫); দিবারাত্রির কাব্য (১৯৩৫); শহরতলী (১৯৪০); অহিংসা(১৯৪১); শহর বাসের ইতিকথা(১৯৪৬); চতুষ্কোণ(১৯৪৮); জীয়ন্ত (১৯৫০); সোনার চেয়ে দামি (১৯৫১); স্বাধীনতার স্বাদ (১৯৫১); ইতিকথার পরের কথা(১৯৫২); আরোগ্য (১৯৫৩); হরফ (১৯৫৪); হলুদ নদী সবুজ বন (১৯৫৬)।

গল্পগ্রন্থ: অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫); প্রাগৈতিহাসিক(১৯৩৭); মিহি ও মোটা কাহিনী(১৯৩৮); সরীসৃপ(১৯৩৯); বৌ(১৯৪৩); সমুদ্রের স্বাদ(১৯৪৩); ছোট বকুলপুরের যাত্রী(১৯৪৯);হলুদ পোড়া: আজকাল পরশুর গল্প; মাটির মাশুল; ছোট বড় (১৯৪৮); ফেরিওয়ালা(১৯৫৩); শ্রেষ্ঠ গল্প(১৯৫০)।

প্রবন্ধ: লেখকের কথা।

মৃত্যু: ১৯৪৬ সালে ৩ ডিসেম্বর তার জীবনবসান ঘটে।

 

 

 

 

মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১)

জন্ম: মুনীর চৌধুরী ২৭ নভেম্বর ১৯২৫ সালে মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষীপুর জেলায়।

বিশেষ পরিচয়: বিশিষ্ট নাট্যকার।

কর্ম জীবন; ১৯৬৫ সালে বাংলা টাইপ ‘কি-বোর্ড’ উদ্ভাবন করেন যা মুনীর অপটিয়া নামে পরিচিতি। বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য নাটক- রক্তাক্ত প্রান্তর (১৯৬২); চিঠি (১৯৬৬); কবর; রুপার কৌটা; দন্ডকারণ্য(১৯৬৬); পলাশী ব্যারাক ও অন্যান্য(১৯৬৯)।

মৃত্যু: ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে তিনি পাকিস্তানী আলবদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিখোঁজ হন।

 

 

 

 

 

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১৮৬৩-১৯১৫)

জন্ম: উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ১৮৬৩ সালের ১০ মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: বাংলা শিশু সাহিত্যের অগ্রণী পুরুষ।

সাহিত্য কর্ম: বাল্যকাল থেকেই তিনি শিশু-কিশোর পত্রিকা সখা, বালক, সাথী, মুকুল প্রভৃতিতে লেখা শুরু করেন। ১৯১৩ সালে তিনি সন্দেশ’ নামে একটি মাসিক শিশু-কিশোর পত্রিকা প্রকাশ করেন। তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে: টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন, সেকালের কথা, ছোটদের মহাভারত, ছেলেদের রামায়ণ, ছোট রামায়ণ ও মহাভারতের গল্প প্রভৃতি।

মৃত্যু: ২০ ডিসেম্বর ১৯১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

 

সুমুমার রায় (১৮৮৭-১৯২৩)

জন্ম: সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০ অক্টোবর ময়মনসিংহের মসুয়া গ্রামে তার জন্মগ্রহণ করেন। শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী তার পিতা।

বিশেষ পরিচয়: আধুনিক বাংলা শিশু সাহিত্যের শ্রেষ্ঠ রুপকার হিসেবে।

সাহিত্য কর্ম: সুকুমার রায় অনুপম ভাষায় গল্প, নাটক, কবিতা ও প্রবন্ধ লিখে শিশুদদের মন জয় করেন। এসব রচনার সঙ্গে তার নিজের আকা ছবিগুলোও ছিল অতুলনীয এই ক্ষণজন্মা শিশুসাহিত্যিকের লিখিত গ্রন্থগুলো হচ্ছে- আবোল-তাবোল, হ-য-ব-র-ল, পাগলা দাশু, বহুরুপী, খাই খাই ইত্যাদি।

মৃত্যু: ১৯২৩ সালে মাত্র ৩৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

 

 

 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৮৭৭-১৯৫৭)

জন্ম: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ১৮৭৭ সালে ঢাকা জেলার সাভারের উলাইল গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশেষ: পরিচয়: শিশুসাহিত্যক ও লোকসাহিত্য সংগ্রাহক।

কর্ম জীবন: স্কুলশিক্ষা শেষেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন। তার শিশুতোষ গ্রন্থগুলো হচ্ছে-ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদা মশায়ের থলে, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, সবুজ লেখা, ঠানদিদির থলে, খোকাবাবুর খেলা, পৃথিবীর রুপকথা, ঘুমন্তপুরী, সাতভাই চম্পা, পাতাল কন্যা, সোনার কাঠি রুপার কাঠি প্রভৃতি।

মৃত্যু: ১৯৫৭ সালে কলকাতায় পরলোকগমন করেন।

 

 

 

মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)

জন্ম:  মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালে ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

কর্ম: তিনি ‘আজিজুন্নেহার’(১৮৭৪); ও ‘হিতকরী’ (১৮৯০); নামক পত্রিকা সম্পাদনা করেন।

জীবনীগ্রস্থ- আমার জীবন (১৯০৮); গো-জীবন; বিবি কুলসুম বা আমার জীবনীর জীবনী (১৯১০)।

কাব্যগ্রন্থ- গোড়াই ব্রিজ (১৮৭৩); বাজীমাৎ সঙ্গীত লহরী (১৮৮৭); পঞ্জনারী (১৯০৭); মোসলেম বীরত্ব।

নাটক- বসন্ত কুমারী (১৮৭৩); জমিদার দর্পন (১৮৭৩); বেহুলা গীতাভিনয় (১৮৮৯)।

মৃত্যু: ১৯১২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

 

সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪)

জন্ম: সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর, মৌলভীবাজার জেলায় জন্মগ্রহন করেন।

বিশেষ পরিচয়: বাংলা সাহিত্যের রম্য লেখক হিসেবে।

মৃত্যু: ১৯৭৪ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকায়।

 

 

আবদুল্লাহ আবু সায়ীদ (১৯০৪)

জন্ম: আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৪০ সালের ২৫ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: শিক্ষাবিদ, সংগঠক পরিবেশবিদ, সাহিত্যিক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি।

আন্তর্জাতিক পুরস্কার লাভ: ২০০৪ সালে তিনি রেমন্ড ম্যাগসেসে পুরস্কার লাভ করেন্

 

 

 

 

কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)

জন্ম: আসল নাম কাজেম আল কোরায়েশী ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগরা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: মহাকবি হিসেবে।

সাহিত্য কর্ম: তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ ১৮৭০ সালে প্রকাশিত হয়। ‘অশ্রুমালা’ (গীতিকব্য), ‘আমিয়ধারা; ‘মহররম শরীফ; মন্দকিনীধারা’, শ্মাশান ভস্ম’তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

মৃত্যু: কবি কায়কোবাদ ১৯৫১ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন।

 

 

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]