কবি/সাহিত্যিক/ভাষাবিদ-3

শওকত ওসমান (১৯১৯-১৯৯৮)

জন্ম: আসল নাম শেখ আজিজুর রহমান। ১৯১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থ: ‘জননী’, ‘ক্রীতদাসের হাসি’ ‘রাজা উপাখ্যান’ ‘সমাগম, চৌরসন্ধি, বনিআদম, প্রস্তর ফলক, আমলার মামলা, কাঁকর মনি, ঈশ্বরের প্রতিদ্বন্দবী, সংস্কৃতির চড়াই উৎরাই, সাবেক কাহিনী, জুনু আপা ও অন্যান্য গল্প, প্রভৃতি।

 

 

 

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)

জন্ম: আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বগুড়া।

বিশেষ পরিচয়: প্রখ্যাত কথাসহিত্যিক হিসেবে।

উল্লেখযোগ্র গ্রন্থ: গল্প- অন্য ঘরে অন্য স্বয় (১৯৭৬); খোঁয়ারী (১৯৮২), দুধভাতে উৎপাত(১৯৮৫); দোযখের ওম(১৯৭৬) উপন্যাস চিলেকোঠার সেপাই(১৯৮৭); খোয়াবনামা(১৯৯৬)।

পুরস্কার লাভ: ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৮ সালের একুশে পদক লাভ করেন।

মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

 

 

 

 

আবু ইসহাক (১৯২৬-২০০২)

জন্ম: আবু ইসহাক ১৯২৬ সালে ১ নভেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষা: ১৯৬০ সালে করাচী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ পাস করেন।

কর্ম: তিনি এনএসআই-এর ডেপুটি ডিরেক্টর ছিলেন।

উপন্যাস: সূর্য দীঘল বাড়ী (১৯৫৫); পদ্মার পলিদ্বীপ(১৯৮৬); জাল(১৯৮৮)

গল্প: হারেম (১৯৬২); মহাপতঙ্গ(১৯৬৩)।

অভিধান সম্পাদনা: সমকালীন বাংলা ভাষার অভিধান(১৯৯৩)

 

 

 

আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১)

জন্ম: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৪ ফেব্রুয়ারি বরিশান জেলার গীর্জা মহল্লায় জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: আধুনিক কবি।

কর্ম: বাংলাদেশের একজন আধুনিক কবি হিসেবে তার খ্যাতি রয়েছে তার উল্লেখযোগ্র গ্রন্থ হলো: কাব্য- সাত নড়ী হার(১৯৫৫), আমি কিংবদন্তীর কথা বলছি(১৯৮১); প্রেমের কবিতা(১৯৮২)।

পুরস্কার: ১৯৭৯ সালে একাডেমি এবং ১৯৮৫ সালে একুশে পদকে ভূষিত হন্

মৃত্যু: ২০০১ সালের ১৯ মার্চ মৃত্যুবরণ করেন।

 

 

 

 

সৈয়দ ওয়ালীউল্লাহ(১৯২২-১৯৭১)

জন্ম: বিশিষ্ট কথা সাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯২২ সারের ১৫ আগস্ট চট্টগ্রাম জেলার ষোলশহরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস নোয়াখালী জেলায়।

সাহিত্য কর্ম: উল্লেখযোগ্য রচনাবলি।

উপন্যাস-লালসালু (১৯৪৮); চাঁদের অমাবস্যা (১৯৬৪); কাঁদো নদী কাঁদো (১৯৬৮)।

ছোটগল্প-নয়ন চারা (১৯৫১); দুই তীর (১৯৬৫)।

নাটক-বহি পীর (১৯৬৫); তরঙ্গ ভঙ্গ (১৯৬৬) ও সুড়ঙ্গ (১৯৬৪)।

মৃত্যু: ১৯৭১ সালের ১০ আগস্ট, প্যারিসে।

 

 

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]