কবি/সাহিত্যিক/ভাষাবিদ-4

হাসান আজিজুল হক (১৯৩৯-

জন্ম: হাসান আজিজুল হক ১৯৩৯ সারৈর ২ ফেব্রুয়ারি বর্ধমান জেলার যব গ্রামে জন্মগ্রহণ করেন।

কর্ম: উল্লেখযোগ্য গন্থ: গল্প-সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য (১৯৬৪); আত্মাজা একটি কলমী গাছ (১৯৬৭); জীবন ঘষে আগুন (১৯৭৩); নামহীন গোত্র হীন (১৯৭৫) পাতালে হাসপাতালে (১৯৮১); রোদে যাবো (১৯৯৫); মা মেয়ের সংসার (১৯৯৭)। উপন্যাস-বৃত্তায়ন (১৯৯১)। প্রবন্ধ-কথা সাহিত্যের কথকথা (১৯৮১); অপ্রকাশের ভার (১৯৮৮)।

বিশেষ পরিচয়: কথা সাহিত্যিক হিসেবে।

 

 

 

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)

জন্ম: জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলার পাওপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

সাহিত্য কর্ম: কাব্য-বনলতা সেন (১৯৪২), ধূসর পান্ডুলিপি (১৯৩৬), সাতটি তারার তিমির (১৯৪৮), রুপসী বাংলা (১৯৫৭), ঝরা পালক (১৯২৮) মহা পৃথিবী (১৯৪৪),বেলা-অবেলা কালবেলা (১৯৬১)।       বিশেষ পরিচয়: রুপরী বাংলার কাবি হিসেবে।

মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর ট্রাক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

 

 

 

প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)

জন্ম: প্যারীচাঁদ মিত্র কলকাতায় ১৮১৪ সালের ২২ জুলাই জন্মগ্রহন করেন।

কর্ম: ১৮৫৪ সালে রাধানাথ শিকদারের সহযোগিতায় ‘মাসিক পত্রিকা’ প্রকাশ ও সম্পাদনা করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: আলালের ঘরে দুলাল (১৮৫৭), অভেদী (১৮৭১), আধ্যাত্মিক, রামারজ্ঞিকা (১৮৬০), গদ্য মদ খাওয়া বড় দায়, জাত থাকার উপায় (১৮৫৯)।

বিশেষ পরিচয়: বাংলা উপন্যাসের পথিকৃত হিসেবে।

মৃত্যু: ১৮৮৩ সালের ২৩ নভেম্বর তার জীবনাবসান ঘটে।

 

 

 

দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)

জন্ম: নাট্যকার দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে নদীয়া জেলায় চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

কর্ম: ১৮৫৫ সালে তিনি পাটনায় পোস্ট মাস্টার পদে চাকরি নেন এবং তার পরবর্তী দেড় বছরের মধ্যে পোস্টাল ইন্সপেক্টর পদে উন্নীত হন। তাছাড়া জীবনধর্মী সাহিত্য রচনায় তিনি অশেষ দক্ষতা প্রদর্শন করেন।

উল্লেখযোগ্য গ্রন্থ: নাটক নীল দর্পণ (১৯৬০)। প্রহসন-সধবার একাদশী (১৮৬৬); বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬) ইত্যাদি।

মৃত্যু: ১ নভেম্বর ১৮৭৩ সালে মৃত্যুবরণ করেন।

 

 

 

প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)

জন্ম: প্রমথ চৌধুরী যশোর জেলায় ১৮৬৮ সারের ৭ আগস্ট জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর।

বিশেষ পরিচয়: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।

কর্ম জীবন: ১৯০২ সালে প্রকাশিত ‘হালখাতা’ তার রচিত চলিত রীতির প্রথম গদ্য রচনা।

উল্লেখযোগ্য প্রন্থাবলি: কাব্য সনেট পঞ্চাশৎ (১৯১৩); পদচারণ (১৯১৯); প্রবন্ধ বীরবলের হালখাতা (১৯১৬); রায়তের কথা (১৯১৩); নানা কথা (১৯১৯); আমাদের শিক্ষা (১৯২০); প্রবন্ধ সংগ্রহ (১৯৫২-১৯৫৩)।

গল্প; চার-ইয়ারী কথা (১৯১৬); আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্প সংগ্রহ (১৯৪১)।

মৃত্যু: ২ সেপ্টেম্বর ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন্

 

 

 

ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)

জন্ম: মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদ যশোর জেলার মাঝআইল গ্রামে ১০ জুন ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন

বিশেষ পরিচয়: মুসলিম রেনেসাঁর কবি হিসেবে।

কাব্য: সাত সাগরের মাঝি (১৯৪৪); নৌফেল ও হাতেম (১৯৬১); সিরাজুম মুনীরা(১৯৫২); মুহুর্তের কবিতা (১৯৬৩)।

কাহিনী কাব্য হাতেম তায়ী (১৯৬৬)।

শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা (১৯৬৫); তুন লেখা (১৯৭০); ছড়ার আসর (১৯৭০); হরফের ছড়া (১৯৭০)।

পুরস্কার লাভ: ১৯৬০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৬১ সালে প্রেসিডেন্ট পুরস্কার ‘প্রাইড অব পারফরমেন্স’, ১৯৬৬ সালে আদমজী প্ররস্কার এবং ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

তিনি মরণোত্তর ‘একুশে পদক’ রাভ করেন।

মৃত্যু: ১৯ অক্টোবর ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন

 

ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯)

জন্ম: ড. মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।

বিশেষ পরিচয়: বহুভাষাবিদ ও জ্ঞানতাপস হিসেবে।

কর্ম: ড. মুহম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগের অধ্যাপনা করেন। তিনি ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসার গ্রহণের পর বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ এবং ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ ছিলেন। ১৯৫৮ সালে তিনি চাকুরি হতে অবসর গ্রহণ করেন।

মৃত্যু: ১৩ জুলাই ১৯৬৯ সালে ইন্তেকাল করেন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]