রাজনীতিবিদ/সমাজ সংস্কারক
শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)
বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সারে ১৭ মার্চ ফরিদপুর জেরার (বর্তমান গোপালগঞ্জ) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বিশেষ পরিচয়: জাতির জনক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে।
রাজনৈতিক জীবন: ছাত্রজীবন থেকেই তিনি মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৪৯ সালের ২৩ জুন ‘আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হলে তিনি এর যুগ্ম সাধারণ সম্পাদক হন এবং পরে ১৯৫৩ সালে সাধারণ সম্পাদক হন। ১৯৫৪ সালে প্রথমে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ এবং ১৯৫৫ সালে দ্বিতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং একই বছরে ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসনের প্রশ্নে ৬ দফা দাবি উন্থাপন করেন ১৯৭০ সালের নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। ইয়াহিয়ার কাছ থেকে ক্ষমতা না পেয়ে তিনি দেশব্যাপী অসহযোগ আন্দেলনের ডাক দেন।
অর্জন: বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা ও স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ৭ মার্চ (১৯৭১) ঢাকার রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রদত্ত ভাষণে তিনি বলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বধীনতার সংগ্রাম’। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি শাষকগোষ্ঠী তাকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
মৃত্যু: ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে কাতিপয় সেনার অভ্যুন্থানে তিনি সপরিবারে নিহত হন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ