১। কোন গোষ্ঠী থেকে ‘বাঙালি ‘ জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?- অস্ট্রিক
২। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলো?- অস্ট্রিক
৩। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?- পুণ্ড্র (বৃহত্তর বগুড়া)
৪। বরেন্দ্র অঞ্চল- বৃহত্তর রাজশাহী অঞ্চল
৫। বঙ্গ জনপদ – বৃহত্তর ঢাকা ও ফরিদপুর
৬। প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?- বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল
৭। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?- আবুল ফজলের লেখা ‘আইন-ই-আকবরী’
৮। ‘রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা – কলহন
৯। বীর আলেকজান্ডার এর শিক্ষক কে ছিলেন? – এরিস্টটল
১০। ‘অর্থশাস্ত্র ‘ এর রচয়িতা কে? – কৌটিল্য
১১। ভারতীয় উপমহাদেশের ১ম সাম্রাজ্যের নাম- মৌর্য সাম্রাজ্য
১২। ভারতের ১ম সম্রাট – চন্দ্রগুপ্ত মৌর্য
১৩। মহাস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে।
১৪। গুপ্ত যুগকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের ‘স্বর্ণযুগ ‘ বলা হয়।
১৫। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা- সমুদ্রগুপ্ত (প্রাচীন ভারতের নেপোলিয়ন)
১৬। গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী ছিলো – পুণ্ড্রনগর
১৭। পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি ১ম নির্ণয় করেন- আর্যভট্ট
১৮। বাংলার ১ম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন- শশাংক
১৯। শশাংকের উপাধি – রাজাধিরাজ
২০। শশাংকের রাজধানী – কর্ণসুবর্ণ
২১। ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে? – ৭ম থেকে ৮ম শতক
২২। ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? – আইন-শৃঙ্খলাহীন অরাজকতা
২৩। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? – গোপাল
২৪। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? – ধর্মপাল
২৫। পাল বংশের রাজারা ছিলেন- বৌদ্ধ ধর্মাবলম্বী
২৬। রাজা দ্বিতীয় মহীপালের শাসনামলে কৈবর্ত বিদ্রোহ হয়।
২৭। পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন – রামপাল
২৮। দিনাজপুর শহরের নিকট যে ‘রামসাগর ‘ দীঘি রয়েছে তা রামপালের কীর্তি।
২৯। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা- সামন্ত সেন
৩০। সেন বংশের ১ম রাজা – হেমন্ত সেন
৩১। সেন বংশের শ্রেষ্ঠ রাজা – বিজয় সেন
৩২। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন – লক্ষ্মণ সেন
৩৩। সেন বংশের রাজারা ছিল – হিন্দু ধর্মাবলম্বী
৩৪। ১২০৪সালে লক্ষ্মণ সেনকে পরাজিত করেন- মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
৩৫। মুহম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে।
৩৬। সুলতান মাহমুদ কত বার ভারতবর্ষ আক্রমণ করেন? – ১৭ বার
৩৭। তরাইনের ১ম যুদ্ধ – ১১৯১ সালে
৩৮। তরাইনের ২য় যুদ্ধ – ১১৯২ সালে
৩৯। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন – শিহাবউদ্দিন মুহম্মদ ঘুরী [ অপসনে তাঁর নাম না থাকলে ‘কুতুবউদ্দিন আইবেক ‘ হবে]
৪০। দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন- কুতুবউদ্দিন আইবেক [অপসনে তাঁর নাম না থাকলে ‘মুহম্মদ ঘুরী’ হবে।]
৪১। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা- কুতুবউদ্দিন আইবেক
৪২। কুতুবউদ্দিন আইবেক ছিলেন – তুর্কিস্তানের অধিবাসী। দানশীলতার জন্য তাঁকে ‘লাখবক্স’ বলা হতো।
৪৩। কাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? – সুলতান শামসউদ্দিন ইলতুতমিশ
৪৪। ভারতে মুসলমান শাসকদের মধ্যে কে সর্বপ্রথম মুদ্রা প্রচলন করেন? – সুলতান শামসউদ্দিন ইলতুতমিশ
৪৫। দিল্লির সিংহাসনে আরোহনকারী ১ম মুসলিম নারী- সুলতানা রাজিয়া
৪৬। ফকির বাদশা নামে পরিচিত – সুলতান নাসিরউদ্দিন মাহমুদ
৪৭। কোন সুলতান কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন? – সুলতান নাসিরউদ্দিন মাহমুদ
৪৮। ‘কুতুব মিনার’ অবস্থিত- ভারতে
৪৯। পর্যটক ইবনে বতুতা ‘আলাউদ্দিন খলজি’কে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেছেন।
৫০। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন – আলাউদ্দিন খলজি
৫১। ফ্রান্সের রাজা চর্তুদশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন ‘আমিই রাষ্ট্র ‘?- আলাউদ্দিন খলজি
৫২। মুহম্মদ বিন তুঘলক অত্যন্ত প্রতিভাশালী শাসক ছিলেন।
৫৩। তামার (প্রতীক) মুদ্রার প্রচলন করেন – মুহম্মদ বিন তুঘলক
৫৪। তৈমুর লঙ ভারত আক্রমণ করেন – ১৩৯৮সালে
৫৫। খান জাহান আলী কাকে পরাজিত করে বাংলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন?- রাজা গণেশ
৫৬। খান জাহান আলী বাগেরহাট জেলায় পঞ্চদশ শতাব্দীতে বিখ্যাত “ষাটগম্বুজ ” মসজিদ নির্মাণ করেন।
৫৭। বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ- ষাটগম্বুজ মসজিদ
৫৮।ষাটগম্বুজ মসজিদের মোট গম্বুজসংখ্যা- ৮১টি
৫৯। ১৯৮৩ সালে ইউনেস্কো ‘ষাটগম্বুজ মসজিদ’-কে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
৬০। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন – জহিরুদ্দিন মুহম্মদ বাবর
৬১। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়- ১৫২৬ সালে
৬২। পানিপথের ১ম যুদ্ধ – ১৫২৬ সালে
৬৩। পানিপথের ২য় যুদ্ধ – ১৫৫৬ সালে
৬৪৷ পানিপথের ৩য় যুদ্ধ – ১৭৬১ সালে
৬৫। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোন যুদ্ধে বাবর সর্বপ্রথম ‘কামান’ ব্যবহার করেন- পানিপথের ১ম যুদ্ধে
৬৬। মুঘল সম্রাটদের বিলাসের বস্তু – মসলিন
৬৭। শেষ মুঘল সম্রাটের নাম – ২য় বাহাদুর শাহ
৬৮। ‘তুযক-ই-বাবুর’ (আত্মজীবনীমূলক গ্রন্থ) এর রচয়িতা – জহির উদ্দিন মুহম্মদ বাবর
৬৯। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?- হুমায়ূন
৭০।’ দীন পানাহ’ দূর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন – সম্রাট হুমায়ূন
৭১। ভারতে ‘পাঠান’ শাসন প্রতিষ্ঠা করেন – শেরশাহ
৭২। আকবর সিংহাসন আরোহন করেন- ১৫৫৬ সালের ১৪ ফেব্রুয়ারী (মাত্র ১৩বছর বয়সে)
৭৩। সম্রাট আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। (আকবরের রাজত্বকালঃ১৫৫৬-১৬০৫)
৭৪। আকবর বাংলা জয় করেন- ১৫৭৬ সালে
৭৫। জিজিয়া কর কি?- অমুসলিমদের উপর ধার্যকৃত সামরিক কর
৭৬। জিজিয়া কর রহিত করেন- আকবর
৭৭। ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন – আকবর
৭৮। বাংলা সনের প্রবর্তক – আকবর
৭৯। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ ‘ কে চালু করেন?- আকবর
৮০। ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরী’ এর রচয়িতা কে? – আবুল ফজল
৮১। ‘মনসবদারী ‘প্রথা চালু করেন- আকবর
৮২। ‘বুলবুল-ই-হিন্দ’ বলা হয় যাঁকে- তানসেনকে
৮৩। আগ্রার সেকেন্দ্রায় সম্রাট আকবরকে সমাহিত করা হয়।
৮৪। ‘আবওয়াব’ ফারসি শব্দ। এর অর্থ – দরজা/ সম্মানি/ নির্ধারিত করের অতিরক্ত কর ইত্যাদি।
৮৫। বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন- সম্রাট জাহাঙ্গীর
৮৬। কোন মুঘল সম্রাট সারাবাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন? – জাহাঙ্গীর
৮৭। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ – তুজুক-ই-জাহাঙ্গীর
৮৮। মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছিলেন – বাবর, জাহাঙ্গীর
৮৯। জাহাঙ্গীরের সমাধি – লাহোরে
৯০। “Prince of Builders’ নামে পরিচিত – সম্রাট শাহজাহান
৯১। শাহজাহান আগ্রার যমুনা নদীর তীরে পত্নীপ্রেমের অক্ষয়কীর্তি ‘তাজমহল ‘ নির্মাণ করেন।
৯২। মণিমুক্তা খচিত স্বর্ণমণ্ডিত ‘ময়ূর সিংহাসন ‘ সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি।
৯৩। সম্রাট শাহজাহানের মুকুটে বিশ্ববিশ্রুত অপূর্ব ‘ কোহিনূর ‘ হীরা শোভাবর্ধন করতো।
৯৪। দিল্লির ‘লাল কেল্লা’ এবং লাহোরের ‘সালিমার উদ্যান’ নির্মাণ করেন- সম্রাট শাহজাহান
৯৫। মুঘল সম্রাট আওরঙ্গজেব এর রাজত্বকাল- ১৬৫৮-১৭০৭ খ্রিস্টাব্দ।
৯৬। কোন মুঘল সম্রাটকে ‘জিন্দাপীর’ বলা হতো?- সম্রাট আওরঙ্গজেব
৯৭। সম্রাট আওরঙ্গজেবের ভ্রাতা(ভাই) ‘শাহ সুজা’ বাংলার সুবেদার ছিলেন।
৯৮। অমুসলিমদের উপর ‘জিজিয়া কর ‘ পুনঃস্থাপন করেন- সম্রাট আওরঙ্গজেব
৯৯। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন- নাদির শাহ
১০০। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?- ইয়াঙ্গুন (রেঙ্গুন)
বিবিধঃ
১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।
২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০।
৩। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬ ।
৪। ফরাসি বিপ্লব = ১৭৮৯।
৫। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।
৬ । ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু =১৮০১ ।
৭। ওয়াটার লুর যুদ্ধ = ১৮১৫ ।
৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু= ১৮২৯।
৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১।
১০ । লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু = ১৮৫৩।
১০। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় > ১২০৪ সালে।
১২। ষাট গম্বুজ মসজিদ-খান জাহান আলী (বাগেরহাট)।
১৩। কম্ববাসের আমেরিকা আবিষ্কার > ১৪৯২।
১৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার = ১৪৯৮ ।
১৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬।
১৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ= ১৫৫৬।
১৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী > ১৬১০ ।
১৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে।
১৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।
২০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪।
২১। লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ১৮৫৬।
২২। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু =১৮৫৭ সালে।
২৩। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ= ১৮৬০।
২৪। রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্য প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু- ১৮৬১ ।
২৫। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।
২৬। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি + ১৮৬৩ ।
২৭। বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত = ১৮৬৫।
২৮। রোকেয়ার জন্ম= ১৮৮০।
২৯। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান= ১৮৯৩ ।
৩০ । আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬ ।
৩১। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম= ১৮৯৯ ।
৩২। নোবেল পুরস্কার দেওয়া শুরু > ১৯০১।
৩৩। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী =১৯০৫ সালে।
৩৪। মুসলীম লীগ প্রতিষ্ঠিত=১৯০৬ সালে।
৩৫। চর্যাপদ আবিষ্কৃত=১৯০৭ সালে।
৩৬। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত=১৯০৯ সালে।
৩৭ । গীতাঞ্জলি প্রকাশ >> ১৯১০।
৩৮। বঙ্গভঙ্গ রদ=১৯১১ সালে।
৩৯। টাইটানিকের ডোবা > ১৯১২ ।
৪০। গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু > ১৯১৩।
৪১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ = ১৯১৪।
৪২। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি = ১৯১৬।
৪৩। লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) = ১৯১৭।
৪৪। প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ >> ১৯১৮ ।
৪৫। লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড = ১৯১৯ ।
৪৬। বঙ্গবন্ধুর জন্ম >> ১৯২০।
৪৭। কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন>>> ১৯২৩।
৪৮। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা= ১৯২৬ ।
৪৯। শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ >> ১৯২৭।
৫০ । আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার = ১৯২৮ ।
৫১। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০ ।
৫২। ২য় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।
৫৩। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন =১৯৪০ সালে।
৫৪। রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ= ১৯৪১।
৫৫। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ ( বাংলা ১৩৫০)।
৫৬। বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে = ১৯৪৪ ।
৫৭। ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব > ১৯৪৫।
৫৮। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে।
৫৯। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮।
৬০। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯।
৬১। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।
৬২। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে।
৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) = ১৯৫৩ ।
৬৪। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪।
৬৫ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫।
৬৬। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান = ১৯৫৬।
৬৭। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭ ।
৬৮। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮ ।
৬৯। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০।
৭০। শিক্ষা আন্দোলন- ১৯৬২ ।
৭১। বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন = ১৯৬১ ।
৭২। ছয়দফা পেশ=১৯৬৬ সালে।
৭৩ । আগরতলা মামলা=১৯৬৮ সালে।
৭৪। গণঅভ্যুত্থান=১৯৬৯ সালে।
৭৪। স্বাধীন বাংলাদেশ=১৯৭১ সালে।
৭৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন > ১৯৭২।
৭৬। ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি>> ১৯৭২।
৭৭। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২।
৭৮। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪।
৭৯।বঙ্গবন্ধুকে হত্যা >> ১৯৭৫ ।
৮০। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু >> ১৯৭৬।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ