বাংলাদেশে টেলিভিশন

টেলিভিশন

* বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। ঢাকা শহরে ডিআইটি (বর্তমানে রাজউক) ভবন থেকে মাত্র তিনশ ওয়াট ট্রান্সমিটারের সাহয্যে ঢাকা ও এর আশপাশের দশ মাইল এলাকার জন্য প্রতিদিন তিন ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করা হতো।

* স্বাধীনতার পর ১৯৭২ সালে টেলিভিশনকে জাতীয়করণ করা হয়। পূর্বে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতষ্ঠিান ছিল।

* ১৯৭৫ সালের ৬ মার্চ ডিআইটি থেকে রামপুরায় স্থানান্তর করা হয়।

* ১ ডিসেম্বর ১৯৮০ সাল হতে টেলিভিশনে রঙিন অনুষ্ঠান সম্প্রচার চালু হয়।

* ১৯৬৫ সালের ২৭ ফেব্রুয়ারি টেলিভিশনে প্রথমবারের মতো নাটক ‘একতলা ও দোতলা’ প্রচারিত হয।

* একতলা ও দোতলা হাস্যরসাত্মক নাটকটির রচয়িতা ছিলেন মুনীর চৌধুরী ও পরিচালক মনিরুল আলম। এতে অভিনয় করেন লিলি চৌধুরী, ফেরদেৌস আরা, ডলি ইব্রাহিম, খন্দাকার রাফিকুল হক ও রামেন্দু মজুমদার।

* ১১ এপ্রিল ২০০৪ হতে বাংলাদেশ টেলিভিশন স্যাটেলাইট সম্প্রচার শুরু হকে। এই চ্যানেলের নাম ‘বিটিভি ওয়ার্ল্ড’। পূর্ব দিকে জাপান সাগর হতে পশ্চিমে সাইপ্রাস, মিশর, দক্ষিণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে উত্তরে রাশিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলের দর্শক বিটিভি ওয়ার্ল্ড দেখতে পারেন।

* বিটিভি রজত জয়ন্তী উৎসব পালন করে ২৫ ডিসেম্বর, ১৯৮৯ সালে।

* চট্টগ্রাম টিভি স্টেশন চালূ হয় ১৯ ডিসেম্বর ‘৯৬।

* বিটিভির প্রথম সঙ্গীতশিল্পী হলেন ফেরদৌসী রহমান।

* বাংলাদেশ টেলিভিশনে বিবিসি’র অনুষ্ঠান সম্প্রচার আরম্ভ হয় ১ এপ্রিল, ১৯৯৩

* রামপুরা টিভি ভবনের নকশা করেন-পিটার সেরসিং এবং মাহবুবুল হক।

* বাংলাদেশ সরকারের পূণাঙ্গ টিভি কেন্দ্র ২টি- ঢাকা ও চট্টগ্রাম।

* বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র ১৪টি।

* বাংলাদেশে টেলিভিশনের প্যাকেজ প্রোগ্রাাম প্রথম গৃহীত হয় ১৯৯৪ সালে।

* বাংলাদেশে প্রথম বেসরকারি টেলিভিশন-এটিএন বাংলা।

* বর্তমানে বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল সংখ্যা- ৪১টি।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]