উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ ও সংগ্রাম(সিপাহী বিদ্রোহ)

উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ ও সংগ্রাম(সিপাহী বিদ্রোহ)

পাক-ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয় ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। বিদ্রোহের মূল সূচনা হয় ২৯ মার্চ ১৮৫৭ ব্যারাকপুর থেকে।

 

বিদ্রোহের কারণ

* ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদ নীতি; লর্ড ডালহৌসির স্বত্ব বিলোপ নীতি; মুসলিম ও হিন্দু রাজ্যের বিলোপ, দেশীয় রাজন্যবর্গের উপাধি লোপ ও বৃ্ত্তিলোপ, ভারতীয়দের উচ্চ রাজপদ থেকে বিতাড়ন; সম্রাট বাহাদুর শাহকে পৈত্রিক রাজপ্রাসাদ হতে অপসারণ প্রভৃতি কারণে জনগণের মধ্যে অসন্তোষের তীব্র প্রকাশ ঘটে এবং প্রতিকারের প্রত্যাশায় বিপ্লবের সূচনা ঘটে।

* চিরস্থায়ী বন্দোবস্ত; সূর্যাস্ত আইন; সরকার কর্তৃক লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত প্রভৃতি কারণে বহু ভূ-সামন্ত, কৃষক ও বণিক ভূমি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। কোম্পানির কর্মচারীদের সীমাহীন নির্যাতন ও জোরপূর্বক অর্থ আদায়ের কারনে মানুষ অসন্তুষ্ট হয়। ফলে সর্বত্র মানুষের মনে ক্ষেভ দানা বাধে এবং এর বহি:প্রকাশ ঘটে বিপ্লবের মধ্য দিয়ে।

* এনফিল্ড বন্দুকের কার্তুজ দাঁত দিয়ে কাটতে  হয়। ১৮৫৬ সালে এনফিল্ড বন্দুকের ব্যবহার শুরু হয়। গুজব রটে যে, কার্তুজে গরুর ও শুয়োরের চর্বি দেয়া থাকে। এ থেকে হিন্দু ও মুসলিম সৈনিকদের মনে ধারণা তৈরি হয় তদের ধর্ম বিনষ্ট করার জন্য ইংরেজ সরকার এ কার্তুজ চালু করেছে। এর ফলে সিপাহীদের মধ্যে আন্দোলনের উত্তেজনা দেখা যায়।

ঘটনাপ্রবাহ

* ২৯ মার্চ- ১৮৫৭ ব্যারাকপুরের সেনা ছাউনিতে ‘মঙ্গল পান্ডে’ বিদ্রোহ ঘোষণা করেন এবং শহিদ হন। সিপাহী বিদ্রোহে তিনি প্রথম শহিদ হন।

* মে- ১৮৫৭ মিরাটের সেনা ছাউনিতে বিদ্রোহ দেখা দেয়।

* মে- ১৮৫৭ সিপাহীরা দিল্লী দখল করে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে স্বাধীন ভারতের বাদশাহ, বলে ঘোষনা করেন।

* বিদ্রোহীদের প্রধান সেনাপতি ছিলেন পেশোয়া বাজিরাওয়ের পোষ্যপুত্র ধন্ধুপন্থ (নানা সাহেব)। এছাড়া আহমদুল্লাহ , লক্ষীবাঈ, তাতিয়া টোপী. হাফিজ রহমত খা প্রমুখ নেতৃবৃন্দ যুদ্ধে নেতৃত্ব দান করেন।

* ব্রিটিশ সেনানায়ক মেজর হাডসন দিল্লী দখল করে সম্রাট বাহাদুর শাহকে গ্রেফতার করে রেঙ্গুনে নির্বাসন দেন। (সেখানে তিনি মৃত্যুবরণ করেন এবং তার কবর রেঙ্গুনে অবস্থিত)।

* ১৮৫৮ সালের ৭ জুলাই ইংরেজরা শান্তি ঘোষণা করে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]