বিশ্বের বিভিন্ন বিপ্লব/সংঘটিত বিভিন্ন বিপ্লব ও তথ্য প্রবাহ

বিশ্বের বিভিন্ন বিপ্লব

বিশ্বব্যপী সংঘটিত বিভিন্ন বিপ্লব ও তথ্য প্রবাহ

বিপ্লব

সময়কাল

ফলাফল

জড়িত বিষয় বা ব্যাক্তি

রেনেসা

চতুর্দশ

ইউরোপ সাংস্কৃতিক আন্দোলন, জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা, জার্মানিতে মুদ্রাযন্ত্র আবিস্কার, কলম্বাস কর্তৃক আমেরিকা আবিস্কার।

উৎপত্তি ফ্লোরেন্স নগরী, ইতালি। লিওনার্দো দ্য ভিঞ্চি, পাবলো পিকাসো অগ্রদুত হিসেবে পরিচিত।

চীনের বিপ্লব

১৯১১

চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।

সম্রাট লুই এর পতন; সান ইয়াৎ সিন প্রেসিডেন্ট।

চীনে কমিউনিস্ট বিপ্লব

১৯৪৯

চীনা সমাজতান্ত্রিক নেতা মাও সেতুং সমাজতন্ত্র আন্দোলন পরিচালনা করে ১৯৪৯ সালে চিয়াং কাইশেককে হটিয়ে চীনে জাতীয়তাবাদী সরকার গঠন করে।

তিয়েন আনমেন স্কোয়ার, মাও সে তুং, চীনের সংবিধান রচনা।

 

রুশ বিপ্লব

১৯১৭

স্থায়িত্ব ছিল ১০ দিন। জারতন্ত্রের পতন ঘটে, প্রজাতন্ত্রের শুরু। সর্বোপরি সমাজতন্ত্রের যাত্রা।

কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, জার দ্বিতীয় নিকোলাস, লেনিন, বলশেভিক দল। এ বিপ্লবের অপর নাম অক্টোবর/বলশেভিক/লেনিনবাদের বিপ্লব/সমাজতান্ত্রিক বিপ্লব

শিল্প বিপ্লব

অস্টাদশ শতাব্দী

ইংল্যান্ডের পুজিবাজার অর্থনীতির বিকাশ

হংকং-এ মুক্তবাজার অর্থনীতি চালু, পূর্ব বাংলায় নীল চাষ শুরু, জাফনায় মশলা উৎপাদন শুরু।

ফরাসি বিপ্লব

১৭৮৯

ইউরোপে সামন্তবাদের অবসান। ইউরোপে ১৭৯৩ সালে ২১ জানুয়ারি শত সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটনে শিরচ্ছেদ করা হয়।

গিলোটিন, বাস্তিল দুর্গ, আইফেল টাওয়ার, নেপোলিয়ন, রুশো, ভলতেয়ার, স্বাধীনতা সাম্য মৈত্রী।

ইরানে ইসলামি বিপ্লব

১৯৭৯

ইসলামি প্রজাতন্ত্রে পরিনত হয়, রাজতন্ত্রের পতন ঘটে। ইরান ধমীয় রাষ্ট্রে রুপান্তর।

শাহ পাহলাভির পতন, আইতুল্লাহ রুহুলুল্লাহ খামেনি প্রেসিডেন্ট।

আফগানিস্তানে ইসলামি বিপ্লব

১৯৭৩

রাজতন্ত্রের পতন এবং ইসলামি প্রজাতন্ত্র কায়েম

জহির শাহ ইতালিতে নির্বাসিত, দাউদ খান প্রেসিডেন্ট।

ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব

১৬৮৮

ইংল্যান্ডের মৌলিক মানবাধিকার

এ বিপ্লবকে ক্রমওয়েল বিপ্লব (১৬৪২-৪৮), ইংলিশ বিপ্লব (১৬৮৮-৮৯) বলা হয়।

শ্রমিক বিপ্লব

১৮৮৬

শ্রমের ও শ্রমিকের ন্যায্য মূল্যায়ন, দৈনিক ৮ ঘন্টা শ্রম নির্ধারণ

১৮৯০ থেকে ১ মে (মে দিবস) পালন।

 

সিপাহী বিপ্লব

১৮৫৭

ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান, রানীর শাসন শুরু এবং মুঘল শাসনের অবসান।

ব্যারাকপুর, বিহার, রেঙ্গুন; মঙ্গলপাগেু, বাহাদুর শাহ, জাফর শাহ, লর্ড ক্যানিং, রানী ভিক্টোরিয়া, হাবিলদার রজব আলী।

ধর্ম বিপ্লব, জার্মানি

ষোড়শ শতক

খ্রিষ্টান সম্প্রদায় দুটি ধারায় বিভক্ত হয়। একটি ক্যাথলিক অন্যটি প্রটেস্ট্যান্ট।

মার্টিন লুথার। এ বিপ্লবের অপর নাম রিফরমেশন আন্দোলন।

আমেরিকান

১৭৭৬

ব্রিটিশ শাসন থেকে আমেরিকার মুক্তি। ১৩টি রাজ্যের স্বাধীনতা ঘোষণা।

প্যারিস চুক্তি, প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষর। বিপ্লবের অপর নাম মার্কিন বিপ্লব।

 

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]