বিশ্বব্যপী সংঘটিত বিভিন্ন বিপ্লব ও তথ্য প্রবাহ
বিপ্লব |
সময়কাল |
ফলাফল |
জড়িত বিষয় বা ব্যাক্তি |
রেনেসা |
চতুর্দশ |
ইউরোপ সাংস্কৃতিক আন্দোলন, জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রা, জার্মানিতে মুদ্রাযন্ত্র আবিস্কার, কলম্বাস কর্তৃক আমেরিকা আবিস্কার। |
উৎপত্তি ফ্লোরেন্স নগরী, ইতালি। লিওনার্দো দ্য ভিঞ্চি, পাবলো পিকাসো অগ্রদুত হিসেবে পরিচিত। |
চীনের বিপ্লব |
১৯১১ |
চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। |
সম্রাট লুই এর পতন; সান ইয়াৎ সিন প্রেসিডেন্ট। |
চীনে কমিউনিস্ট বিপ্লব |
১৯৪৯ |
চীনা সমাজতান্ত্রিক নেতা মাও সেতুং সমাজতন্ত্র আন্দোলন পরিচালনা করে ১৯৪৯ সালে চিয়াং কাইশেককে হটিয়ে চীনে জাতীয়তাবাদী সরকার গঠন করে। |
তিয়েন আনমেন স্কোয়ার, মাও সে তুং, চীনের সংবিধান রচনা।
|
রুশ বিপ্লব |
১৯১৭ |
স্থায়িত্ব ছিল ১০ দিন। জারতন্ত্রের পতন ঘটে, প্রজাতন্ত্রের শুরু। সর্বোপরি সমাজতন্ত্রের যাত্রা। |
কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, জার দ্বিতীয় নিকোলাস, লেনিন, বলশেভিক দল। এ বিপ্লবের অপর নাম অক্টোবর/বলশেভিক/লেনিনবাদের বিপ্লব/সমাজতান্ত্রিক বিপ্লব |
শিল্প বিপ্লব |
অস্টাদশ শতাব্দী |
ইংল্যান্ডের পুজিবাজার অর্থনীতির বিকাশ |
হংকং-এ মুক্তবাজার অর্থনীতি চালু, পূর্ব বাংলায় নীল চাষ শুরু, জাফনায় মশলা উৎপাদন শুরু। |
ফরাসি বিপ্লব |
১৭৮৯ |
ইউরোপে সামন্তবাদের অবসান। ইউরোপে ১৭৯৩ সালে ২১ জানুয়ারি শত সহস্র দর্শকের সম্মুখে রাজা ষোড়শ লুইকে গিলোটনে শিরচ্ছেদ করা হয়। |
গিলোটিন, বাস্তিল দুর্গ, আইফেল টাওয়ার, নেপোলিয়ন, রুশো, ভলতেয়ার, স্বাধীনতা সাম্য মৈত্রী। |
ইরানে ইসলামি বিপ্লব |
১৯৭৯ |
ইসলামি প্রজাতন্ত্রে পরিনত হয়, রাজতন্ত্রের পতন ঘটে। ইরান ধমীয় রাষ্ট্রে রুপান্তর। |
শাহ পাহলাভির পতন, আইতুল্লাহ রুহুলুল্লাহ খামেনি প্রেসিডেন্ট। |
আফগানিস্তানে ইসলামি বিপ্লব |
১৯৭৩ |
রাজতন্ত্রের পতন এবং ইসলামি প্রজাতন্ত্র কায়েম |
জহির শাহ ইতালিতে নির্বাসিত, দাউদ খান প্রেসিডেন্ট। |
ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব |
১৬৮৮ |
ইংল্যান্ডের মৌলিক মানবাধিকার |
এ বিপ্লবকে ক্রমওয়েল বিপ্লব (১৬৪২-৪৮), ইংলিশ বিপ্লব (১৬৮৮-৮৯) বলা হয়। |
শ্রমিক বিপ্লব |
১৮৮৬ |
শ্রমের ও শ্রমিকের ন্যায্য মূল্যায়ন, দৈনিক ৮ ঘন্টা শ্রম নির্ধারণ |
১৮৯০ থেকে ১ মে (মে দিবস) পালন।
|
সিপাহী বিপ্লব |
১৮৫৭ |
ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান, রানীর শাসন শুরু এবং মুঘল শাসনের অবসান। |
ব্যারাকপুর, বিহার, রেঙ্গুন; মঙ্গলপাগেু, বাহাদুর শাহ, জাফর শাহ, লর্ড ক্যানিং, রানী ভিক্টোরিয়া, হাবিলদার রজব আলী। |
ধর্ম বিপ্লব, জার্মানি |
ষোড়শ শতক |
খ্রিষ্টান সম্প্রদায় দুটি ধারায় বিভক্ত হয়। একটি ক্যাথলিক অন্যটি প্রটেস্ট্যান্ট। |
মার্টিন লুথার। এ বিপ্লবের অপর নাম রিফরমেশন আন্দোলন। |
আমেরিকান |
১৭৭৬ |
ব্রিটিশ শাসন থেকে আমেরিকার মুক্তি। ১৩টি রাজ্যের স্বাধীনতা ঘোষণা। |
প্যারিস চুক্তি, প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষর। বিপ্লবের অপর নাম মার্কিন বিপ্লব। |
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ