ইউরোপ মহাদেশ

ইউরোপ মহাদেশ

সাধারণ আলোচনা:

আয়তনে ইউরোপ মহাদেশ সাতটি মহাদেশের পঞ্চম বৃহত্তম মহাদেশ। ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশের পাঁচ ভাগের একভাগ। এটি বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখন্ডের পশ্চিমে উপদ্বীপ দিয়ে গঠিত। পূর্ব দিকে উরাল পর্বতমালা, উরাল নদী ও কাম্পিয়ান সাগর এবং দক্ষিণ-পুর্ব দিকে ককেশাস পর্বতমালা, কুমা-মানিচ অবনমন ও কৃষ্ণ সাগর ইউরোপকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে। ইউরোপের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর। আধুনিক রাষ্ট্রের সৃষ্টি হয় এই ইউরোপ মহাদেশ থেকেই। জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কারের পরেই এই মহাদেশে ই শুরু হয় শিল্প বিপ্লবের। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ রাশিয়া এবং ছোট দেশ ভ্যাটিকান সিটি। ইউরোপের কয়েকটি দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স , জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ড সমগ্র বিশ্বকে একসময় শাসন করত। ভিয়েনাকে বলা হয় ইউরোপের প্রবেশ দ্বার এবং বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বা রণক্ষেত্র। ইউরোপ মহাদেশের ২৮টি দেশ নিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন গঠিত। ২৮তম দেশ হিসেবে ক্রোয়েশিয়া জোটে অন্তর্ভূক্ত হয়। ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। আল্পস পর্বতমালা ইউরোপের দীর্ঘতম পর্বতমালা এবং মাউন্টব্লাঙ্ক হল ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ।

 

অবস্থানগত পরিচিতি

অঞ্চল

দেশের সংখ্যা

দেশসমূহ

উত্তর ইউরোপ

৮টি

১. এস্তোনিয়া, ২. লাটভিয়া, ৩. লিথুনিয়া, ৪. ফিনল্যান্ড, ৫. ডেনমার্ক, ৬. আইসল্যান্ড, ৭. সুইডেন, ৮. নরওয়ে।

দক্ষিণ ইউরোপ

১৮টি

১. আলবেনিয়া, ২. অ্যান্ডোরা, ৩. বসনিয়া হার্জেগোভেনা, ৪. ক্রোয়েশিয়া, ৫. গ্রিস, ৬. ইতালি, ৭. মেসোডোনিয়া, ৮. মাল্টা, ৯. পর্তুগাল, ১০. সানম্যারিনো, ১১. সার্বিয়া, ১২. স্লোভেনিয়া, ১৩. স্পেন, ১৪. মোনাকো, ১৫. বুলগেরিয়া, ১৬. মন্টিনিগ্রো, ১৭. কসোভো, ১৮. ভ্যাটিকান।

মধ্য ইউরোপ

১১টি

১. অস্ট্রিয়া, ২. চেক প্রজাতন্ত্র, ৩. শ্লোভাকিয়া, ৪. মলদোভা, ৫. পোল্যান্ড, ৬. হাঙ্গেরি, ৭. রুমানিয়া, ৮. জার্মানি, ৯. লিচেনস্টেইন, ১০. লুক্সেমবার্গ ও ১১. সুইজার‌ল্যান্ড।

পূর্ব ইউরোপ

৬টি

১. রাশিয়া, ২. বেলারুশ ৩. ইউক্রেন, ৪. জর্জিয়া, ৫. আর্মেনিয়া, ৬. সাইপ্রাস

পশ্চিম ইউরোপ

৫টি

১. আয়ারল্যান্ড, ২. যুক্তরাজ্য, ৩. বেলজিয়াম, ৪. ফ্রান্স ও ৫. নেদারল্যান্ডস।

 

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]