ইসলাম ধর্ম

ইসলাম ধর্ম

প্রাক ইসলামিক আরবে একেশ্বরবাদীদের হানিফ বলা হত। ইসলাম ধর্ম অনুসারে, হযরত আদম (আ) হলেন প্রথম মানব ও আল্লাহর নবী এবং হযরত মুহম্মদ (স) হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম (আ.)। তার মাজার হেবরনে অবস্থিত।

মহানবী হযরত মুহম্মদ (স) ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল রোজ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। বাল্যকাল থেকেই তিনি ছিলেন সত্যবাদী এবং উত্তম চরিত্রের অধিকারী। সেজন্য তাকে আল-আমীণ বলা হতো। পচিঁশ বছর বয়সে তিনি বিবি খাদিজা (রা) কে বিবাহ করেন। তিনি মক্কার নিকটবর্তী হেরা গুহায় ধ্যান করতেন। চল্লিশ বছর বয়সে ৬১০ সালে ২৭ রমজান রাতে তিনি নবুয়ত লাভ করেন। ওহী হিসেবে প্রথম নাযিল হয়েছিল সূরা আলাক এর পাঁচটি আয়াত। তার কাছে প্রেরিত আল্লাহর প্রত্যাদেশগুলোর সংকলিত রুপ হলো মহাগ্রন্থ আল কুরআন। এটি মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ। মক্কার কাফের ও কুরাইশদের অত্যাচারে তিনি ৬২২ সালে মদিনায় হিজরত করেন এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। পৌত্তলিকদের সাথে তার বদর (১৫ মার্চ, ৬২৪), ওহুদ (২১ মার্চ, ৬২৫), খন্দক (এপ্রিল, ৬২৭) প্রভৃতি যুদ্ধ হয়। তিনি কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি করেন ৬২৮ সালের মার্চে এবং মক্কা বিজয় করেন ৬৩০ সালে। ৬৩২ সালের ১২ রবিউল আউয়াল তারিখে তিনি ইন্তেকাল করেন।

পবিত্র স্থান

মুসলমানদের পবিত্র স্থান হল মক্কা, মদিনা ও জেরুজালেম। জেরুজালেম নগরী মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র স্থান। এটিকে তিন ধর্মের মিলনকেন্দ্র বলা হয়।

রিদ্দা একটি স্থানের নাম। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নবাবী এবং জেরুজালেমের আল আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস মুসলমানদের পবিত্র উপাসনালয়। এছাড়া কারবালা, কুফা, সৌদি আরবের বিভিন্ন স্থান মুসমানদের নিকট মর্যাদাপূর্ণ। এচাড়া হেবরনে বেশ কয়েকজন নবীর মাজার রয়েছে-হযরত ইব্রাহীম (আ), হযরত ইসহাক (আ), হযরত ইয়াকুব (আ) এর মাজার।


FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]