ইহুদি ধর্ম
একেশ্বরবাদী ধর্ম সমূহের মধ্যে ইহুদি ধর্ম প্রথম ও প্রাচীনতম। প্রাচীন হিব্রু জাতির এবং এর উত্তরপুরুষদের অনুসৃত এক ঈশ্বরকেন্দ্রিক বিশ্বাসকে ইহুদি ধর্ম বলা হয়ে থাকে। পাঁচ খন্ডের ইহুদি ধর্মগ্রন্থ ‘তাওরাত’ অনুযায়ী ইহুদি জাতির আদি পিতা ইব্রাহীম (আ) (হযরত ইব্রাহীম (আ) এর মাজার হেবরনে)। তার পুত্র ইসাহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের নাম স্বর্গীয় দুত কর্তৃক ইস্রাইল করা হয়। সেই থেকে ইয়াকুবের স্বজাতি ইস্রাইলী বংশধর হিসেবে পরিচিত। ইয়াকুবের পূত্র ইউসুফের সময় থেকে ইস্রাইরিগণ মিশরে বসবাস করতে থাকে।
ইহুদি ধর্মের প্রবর্তক হলেন হযরত মুসা (আ)। তিনি সিনাই পর্বত শিখরে ঈশ্বর থেকে প্রত্যাদের ‘দশ আজ্ঞা’ লাভ করেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অংশই ইহুদিদের ধর্ম গ্রন্থ। আর নিউ টেস্টামেন্ট অংশ খ্রিষ্টানদের পবিত্র বাইবেল ইহুদিরা শনিবার পূর্ণ বিশ্রামের থেকে প্রভুর উপাসনা ও আরাধনা করে। একে সাব্বাৎ বলে। সিনাগগ হল ইহুদেদের ধর্মীয় উপাসনাগার।
ইহুদিদের পবিত্র উপাসনাগার বায়তুল মুকাদ্দাস মসজিদ জেরুজালেমে অবস্থিত। ইহুদিরা এর নাম দিয়েছে টেম্পল মাউন্ট। নবী সলোমান এটি প্রথম নির্মাণ করেন। এটি প্রথম ধ্বংস করেন রাজা নেবুচাদনেজার। আবার নির্মাণের পর রোমান সম্রাট টাইটাস ৭০ খ্রিস্টাব্দে এটি দ্বিতীয়বার ধ্বংস করেন। নবী সলোমানের নির্মিত মন্দিরের একটি দেয়াল মন্দিরটির অতীত ঐশ্বর্য্যের প্রতীকরুপে এখনো দাড়িয়ে আছে। এই দেয়ালটিকে বিলাপের দেয়াল নামে আখ্যায়িত করা হয়।
জেরুজালেম মুসলমান, খ্রিস্টান ও ইহুদি কর্তৃক সমাদৃত এবং তিন ধর্মের মিলনকেন্দ্র।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ