খ্রিস্টান ধর্ম
ইতিহাসখ্যাত বেথেলহাম প্যালেস্টাইনে অবস্থিত। এখানে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এক গোশালায় জন্মগ্রহণ করেন। যীশুর মাতার নাম মেরি।
মেরি ও যোসেফের গ্রামের বাড়ি নাজেরথে।
প্যালেস্টাইন ছিল ইহুদি অধ্যুষিত এবং যিশুর ধর্মমত প্রচারের কারণে ক্ষুদ্ধ ইহুদিরা তার বিরুদ্দে ধর্মদ্রোহিতা ও রাজদ্রোহিতার অভিযোগ আনে। রোমান সম্রাট অগাস্টাস সিজারের গভর্নর পন্টাস পালেটের অন্যায় বিচার আদেশে যিশুকে ক্রুশে পেরেক গেথে মৃত্যুদন্ড প্রদান করা হয়।
খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ হলো নিউ টেস্টমেন্ট বা বাইবেল। এটি প্রথম হিব্রু ভাষায় লেখা হয়। নিউ টেস্টামেন্টে ২৭ টি পুস্তকের মধ্যে চারটি পুস্তক গোস্পেল বা সুসমাচার নামে পরিচিত। এগুলো লিখেছিলেন মথি, মার্কম লুক ও যোহন-লিখার সময়কাল ৬০ খ্রিস্টাব্দ থেকে ১১০ খ্রিস্টাব্দ।
খ্রিস্টান ধর্মাবলম্বীগণ দুটি ধারায় বিভক্ত-ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট ও অর্থোডক্স। ক্যাথলিকগণ সংখ্যাগরিষ্ঠ। ক্যাথলিকদের ধর্মরাষ্ট্র হল ভ্যাটিক্যান। খ্রিস্টান ক্যাথলিক চার্চের বর্তমান প্রধান হলেন পোপ দ্বিতীয় ফ্রান্সিস। তার জন্ম আর্জেন্টিনায়। সুইস গার্ড পোপের নিরাপত্তা বিধান করে। জার্মান ধর্মতত্ত্ববিদ মার্টিন লুথার (১৪৮৩-১৫৪৬) ছিলেন খ্রিস্টধর্মের সংস্কারক। তিনি তার মতবাদ জনপ্রিয় করার জন্য জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেন। তিনি রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে নিজস্ব ভাবধারায় খ্রিস্টধর্ম প্রচার করেন। তারা এ আন্দোলনকে রিফর্মেশন বলা হয়। তার অনুসারীগণ প্রটেস্ট্যান্ট নামে পরিচিত। ক্যাথলিক ধারার এক বিশ্বাসযোগ্য বিকল্পরূপে প্রটেস্ট্যান্টইজমে পূর্ণতা দিয়েছেন জিন ক্যালভিন।
১৫২০ সালে মার্টিন লুথার ‘ব্যাবিলিয়ান ক্যাপটিভিটি’ নামক পুস্তক রচনা করে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের দৃঢ়ভিত্তি প্রদান করেন।
খ্রিষ্টানদের প্রধান ধর্ম উৎসবগুলো হলো: ক্রিস্টমাস, ইপিপানি, ইস্টার সানডে, গুড ফ্রাইডে। এছাড়া রয়েছে হলি উইক-যার অন্তর্ভুক্ত পাম সানডে, পেশন প্লেয়স, ইস্টার ডে, লেন্ট, এসসেসন ডে। জেরুজালেম খ্রিস্টানদের পবিত্র নগরী এবং জর্ডান নদী পবিত্র নদী।
নাই
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ