ইউরোপ মহাদেশ
আর্কিমিডিস [গ্রিস]
জন্ম-মৃত্যু: ২৮৭-২১২ খ্রিস্টাপূর্বাব্দ
বিশেষ তথ্য: গ্রিক গণিতশাস্ত্রবিদ, পদার্থবিদ ও আবিস্কারক। পদার্থবিদ্যায় আর্কিমিডিসের নীতি তার এক অসাধারণ অবদান।
সক্রেটিস [গ্রিস]
জন্ম-মৃত্যু: খ্রিস্টপূবৃ ৪৭০-৩৯৯
বিশেষ তথ্য: বিখ্যাত গ্রিক দার্শনিক ও শিক্ষক। তাকে নাস্তিকতার দায়ে দোষী সাব্যস্থ করে হেমলক পাতার রস পান করিয়ে হত্যা করা হয়। তিনি প্লেটোর গুরু ছিলেন।
প্লেটো [গ্রিস]
জন্ম-মৃত্যু: ৪২৭-৩৪৭ খ্রিস্টপূর্ব
বিশেষ তথ্য: জ্ঞানীর পিতা নামে খ্যাত গ্রিক দার্শনিক। সক্রেটিসের ছাত্র এবং এরিস্টলের শিক্ষক ছিলেন। প্লেটোই প্রথম পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান ‘একাডেমি’ গড়ে তোলেন। তার গ্রন্থাবলির মধ্যে দি রিপাবলিক ও স্টেটম্যান উল্লেখযোগ্য।
এরিস্টটল [গ্রিস]
জন্ম-মৃত্যু: খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২
বিশেষ তথ্য: গ্রিক দার্শনিক, বিজ্ঞানী, চিন্তাবিদ ও কবি। তিনি বিখ্যাত গ্রন্থ ‘পলিটিক্স’ এর প্রণেতা। তিনি রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও জীববিদ্যার জনক।
আলেকজান্ডার দ্য গ্রেট [মেসিডোনিয়া]
জন্ম-মৃত্যু: ৩৫৬-৩২৩ খ্রিস্টপূর্ব
বিশেষ তথ্য: আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র। পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল সামরিক প্রধান। গ্রিক দার্শনিক এরিস্টটলের ছাত্র ছিলেন। তিনি তৃতীয় আলেকজান্ডার বা মেসিডোনিয়ার রাজা হিসেবে পরিচিত। টলেমির মানচিত্র অনুযায়ী তিনি তার মৃত্যুর আগে পৃথিবীর অনেকাংশ জয় করেছিলেন। খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে তিনি ভারত আক্রমণ করেন।
জোয়ান অব আর্ক [ফ্রান্স]
জন্ম-মৃত্যু: ১৪১২-১৪৩১
বিশেষ তথ্য: ফ্রান্সের একজন সাধারণ গৃহস্থ কন্যা্ অলৌকিক শক্তি দ্বারা আদিষ্ট হয়ে ফরাসি রাজার দেয়া সৈন্য পরিচালনা করে অর্লিন্স নগর ব্রিটিশদের অবরোধ মুক্ত করেন এবং ঘাঁটির পর ঘাঁটি থেকে ব্রিটিশ সৈন্য বিতাড়িত করতে সক্ষম হন।
ক্রিস্টোফর কলম্বাস [ইতালি]
জন্ম-মৃত্যু: ১৪৫১-১৫০৬
বিশেষ তথ্য: ইতালির নাবিক ও ঔপনিবেশিক। তার আমেরিকা অভিযাত্রা ঔ অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনে সূচনা করেছিল। তিনি ১৪৯২ সালে তৎকালীন ক্যাস্টিল রাজ্য (বর্তমান স্পেন) এর রানী ইসাবেলার অনুরোধে আমেরিকা যাত্রা করেন এবং আমেরিকা আবিস্কার করেন।
লিওনার্দো দ্য ভিঞ্চি [ইতালি]
জন্ম-মৃত্যু: ১৪৫২-১৫১৯
বিশেষ তথ্য: ইতালীর বিশ্বখ্যাত চিত্রকর, স্থপতি, ভাস্কর, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ ও প্রকৌশলী। চিত্রকর হিসেবেই অধিক পরিচিত। মোনালিসা ও দি লাস্ট সাপার তার সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রকর্ম।
নিকোলাস কোপার্নিকাস
জন্ম-মৃত্যু: ১৪৭৩-১৫৪৩
বিশেষ তথ্য: পোলিশ জ্যোতির্বিদ। সূর্যের চার দিকে পৃথিবী এবং অন্যান্য গ্রহের ঘূর্ণনের মতবাদ তিনিই প্রথম প্রদান করেন। এর ফলে তার ৪০০ বছর পূর্বের জ্যোতির্বিদ টলেমির ধারণা ‘পৃথিবী স্থির; সূর্য ও নক্ষত্র সমূহ তার চারদিকে ঘরে, ভুল প্রমাণ হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ