মার্টিন লুথার [জার্মানি]
জন্ম-মৃত্যু: ১৪৮৩-১৫৪৬
বিশেষ তথ্য: জার্মানির বিখ্যাত ধমযাজক এবং ধর্মতত্ত্বের অধ্যাপক। তিনি ঘোড়শ শতকে প্রটেস্ট্যান্ট ধমবিপ্লবের সুত্রপাত করেন। পাপ করে অর্থের বিনিময়ে বিধাতার শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়-এই মতের তিনি কঠোর বিরোধিতা করেন।
গ্যালিলিও [ইতালি]
জন্ম-মৃত্যু: ১৫৬৪-১৬৪২
বিশেষ তথ্য: ইতালির বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন। ১৬০৯ সালে তিনি প্রথম টেলিস্কোপ আবিস্কার করেন।
তিনি ইতিহাসে ‘Father of modern observational astronomy’ নামে পরিচিত।
শেক্সপিয়ার [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৫৬৪-১৬১৬
বিশেষ তথ্য: যুক্তরাজ্যের স্ট্রাটফোর্ড এভোনে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তার রচনাবলীর মধ্যে জুলিয়াস সিজার , ম্যাকবেথ, মার্চেন্ট অব ভেনিস, অ্যান্টনিও এন্ড ক্লিওপেট্রা, কিং লেয়ার, ওথেলো ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য।
জন লক [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৬৩২-১৭০৪
বিশেষ তথ্য: জন লক ছিলেন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, আলোকিত যুগের অন্যতম চিন্তাবিদ, এবং রাজনৈতিক ভাষ্যকার। তিনি ছিলেন আধুনিক গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের জনক। তিনি State of Nature সম্পকে ধারণ প্রেরণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- এস কনসারনিং হিউম্যান, লেটারস অন টলারেশন, টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট।
আইজ্যাক নিউটন [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৬৪২-১৭২৭
বিশেষ তথ্য: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। পদার্থবিদ ও অঙ্কশাস্ত্রবিদ হিসেবে খ্যাত। তার আলো, গতি ও মহাকর্ষের সুত্র বিজ্ঞানের এক অসাধারণ অবদান।
অ্যাডাম স্মিথ [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৭২৩-১৭৯০
বিশেষ তথ্য: তিনি ১৭২৩ সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। আধুনিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত। ১৭৭৬ সালে ‘an Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’ গ্রন্থটি প্রকাশ করেন। তিনি অর্থনীতিকে সম্পদের জ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি লেইস ফেয়ার নীতির প্রবক্তা।
মাইকেল ফ্যারাডে [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৭৯১-১৮৬৭
বিশেষ তথ্য: ব্রিটিশ পদার্থবিদ ও রসায়নবিদ। তিনি সর্বপ্রথম তড়িৎ উৎপাদক ডায়নামো আবিস্কার করেন।
ষোড়শ লুই [ফ্রান্স]
জন্ম-মৃত্যু: ১৭৫৪-১৭৯৩
বিশেষ তথ্য: তিনি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন। ১৭৮৯ সালের বিপ্লবের সময় তাকে সিংহাসনচ্যুত করা হয় এবং ১৭৯৩ সালে মৃত্যুদন্ডের দন্ডিত করা হয়।
হ্যানিম্যান [জার্মানি]
জন্ম-মৃত্যু: ১৭৫৫-১৮৪৩
বিশেষ তথ্য: জার্মানির, একজন বিখ্যাত চিকিৎসক। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসার উদ্ভাবক।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ