নেপোলিয়ান বোনাপার্ট [ফ্রান্স]
জন্ম-মৃত্যু: ১৭৬৯-১৮২১
বিশেষ তথ্য: ফ্রান্সের শ্রেষ্ঠ নেতা ও সেনাপতি। তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। তিনি ব্রিটেন, রাশিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন কিন্তু ওয়াটারলু যুদ্ধে ১৮১৫ সালে বৃটেনের নিকট পরাজিত হলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এবং সেখানেই ১৮২১ সালে তার মৃত্যু হয়।
ডেভিড রিকার্ডো [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৭৭২-১৮২০
বিশেষ তথ্য: ইংরেজ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ‘খাজনা তত্ত্বে’র প্রবর্তক এছাড়া ‘রিসিপ্রোকাল ডিমান্ড’ তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা।
চার্লস ডারউইন [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৮০৯-১৮৮২
বিশেষ তথ্য: ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন। তিনিই সর্বপ্রথম অনুধাবন করেন যে সকল প্রকার প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভুত হয়েছে এবং তার এই ধারণাটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। বিবর্তনবাদ সম্পর্কিত তার গ্রন্থের নাম ‘অরিজিন অব স্পেসিজ’ এবং দ্য ভয়েজ অফ দ্য বিগল’।
লুইস ব্রেইল [ফ্রান্স]
জন্ম-মৃত্যু: ১৮০৯-১৯৫২
বিশেষ তথ্য: তিনি বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর বয়সে তিনি অন্যান্য অন্ধ ব্যক্তিদের শিক্ষা দিতে অগ্রসর হন। এর পর এক বছরের মধ্যে অন্ধ ও দৃষ্ঠি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও কল্যাণার্তে ব্রেইল পদ্ধতি আবিস্কারের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। দৃষ্টি নিবন্ধ হওয়া ছাড়াই এক থেকে ছয়টি বিন্দুতে আঙ্গুলী নির্দেশনা ও স্পর্শের মাধ্যমে বিশ্বের লাখো অন্ধ ব্যাক্তিগণ শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে।
কার্ল মার্কস [জার্মানি]
জন্ম-মৃত্যু: ১৮১৮-১৮৮৩
বিশেষ তথ্য: জার্মান দার্শনিক ও সমাজতন্ত্রবিদ এবং মার্কস বাদের প্রবক্তা। তার বিখ্যাত গ্রন্থ ‘ডাস ক্যাপিটাল’ এ কমিউনিস্ট ম্যানিফিস্টো।সাম্যবাদ তার মতবাদেরই প্রতিষ্ঠিত। তিনি সমাজতন্ত্রের জনক। ১৭ মার্চ ১৮৮৩ সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
ফ্রেডারিক অ্যাঙ্গেলস [জার্মানি]
জন্ম-মৃত্যু: ১৮২০-১৮৮৪
বিশেষ তথ্য: ম্যান্ডেল ছিলেন অস্ট্রিয়ার একজন ধমযাজক। তিনি তার গির্জার বাগানে মটরশুটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করে বংশগতির দুইটি গুরুত্বপূর্ণ সূত্র আবিস্কার করেন। তাই তাকেই বংশগতি বিদ্যার জনক হিসেবে বিবেচিত করা হয়।
লুই পাস্তুর [ফ্রান্স]
জন্ম-মৃত্যু: ১৮২২-১৮৯৫
বিশেষ তথ্য: ফরাসি রসায়নবিদ এবং জীববিজ্ঞানী। তিনিই প্রথম আবিস্কার করেন যে অনুজীব অ্যালকোহল জাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। তিনি ব্যাক্টোরিয়ালজির প্রতিষ্ঠাতা এবং হাইডোফোবিয়া রোগের টিকাদান পদ্ধতির আবিস্কারক। এছাড়া তিনি গোবাদি পশুর এনথ্রাক্স রোগের টিকাও আবিস্কার করেন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ