আলফ্রেড নোবেল [সুইডেন]
জন্ম-মৃত্যু: ১৮৩৩-১৮৯৬
বিশেষ তথ্য: তিনি ১৮৬৭ সালে ডিনামাইট আবিস্কার করেন।
বিখ্যাত অস্ত্র নিমাতা প্রতিষ্ঠান বোফর্সের মালিক ছিলেন অনেক দিন।
তার নামে প্রায় ৩০০টির অধিক পেটেন্ট ছিল। তার রেখে যাওয়া অর্থ থেকেই ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
আলেকজান্ডার গ্রাহাম বেল [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৮৪৭-১৯২২
বিশেষ তথ্য: একজন ব্রিটিশ বিজ্ঞানী। তিনি ১৮৭৬ সারে টেলিফোন আবিস্কার করেন। তাকে ফাদার অব দ্য ডিফ নামে ডাকা হত। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
রোনাল্ড রস [যুক্তরাজ্য]
জন্ম-মৃত্যু: ১৮৫৭-১৯৩২
বিশেষ তথ্য: ইংরেজ চিকিৎসাবিদ এবং ব্যাকটেরিয়া তত্ত্ববিদ। এনোফিলিস নামক মশার কামড়ে যে ম্যালেরিয়া জীবাণূ দেহাভান্তরে প্রবেশ করে, এটা তিনি আবিস্কার করেন। তিনি ১৯০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
ম্যাক্সিম গোর্কি [রাশিয়া]
জন্ম-মৃত্যু: ১৮৬৮-১৯৩৬
বিশেষ তথ্য: রাশিয়ার বিখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং নাট্যকার। মাদার তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। ১৮৮০ সালে মাত্র ১২ বছর বয়সে তার দাদীমাকে খুজতে গৃহ ত্যাগ করেন।
পরবর্তীতে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ ৫ বছর পায়ে হেটে সমগ্র রাশিয়া ভ্রমণ করেন।
মাদাম কুরি [পোল্যান্ড]
জন্ম-মৃত্যু: ১৮৬৭-১৮৩৪
বিশেষ তথ্য: পোল্যান্ডের বিখ্যাত পদার্থ ও রসায়নবিদ রেডিয়াম আবিস্কারক। ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯০৩ সালে পদার্থ বিদ্যায়ও নোবেল পুরস্কার পান।
ভ্লাদিমির ইলিচ লেনিন [রাশিয়া]
জন্ম-মৃত্যু: ১৮৭০-১৯২৪
বিশেষ তথ্য: ভ্লাদিমির ইলিচ লেনিন একজন স্কুল শিক্ষকের পুত্র, বলশেভিক দলের প্রতিষ্ঠাতা। ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান ছিলেন।
আলেকজান্ডার ফ্লেমিং [স্কটল্যান্ড]
জন্ম-মৃত্যু: ১৮৮১-১৯৫৫
বিশেষ তথ্য: তিনি ছত্রাক থেকে পেনিসিলিন আবিস্কার করেন। তিনি ১৯৪৫ সারে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উইলহেম কনরাড রনজেন [জার্মানি]
জন্ম-মৃত্যু: ১৮৪৫-১৯২৩
বিশেষ তথ্য: তিনি ১৮৯৫ সালে এক্সরে আবিস্কার করেন এবং ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
উইনস্টন চার্চিল [ইংল্যান্ড]
জন্ম-মৃত্যু: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতিবিদ হয়েও ১৯৫৩ সালে The History of Second World War’ গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং একই সালে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক নাগরিকত্ব লাভ করেন। তিনি রক্ষণশীল দলের নেতা ছিলেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম নায়ক ছিলেন।
মার্কোনি গুগলিয়েলমো [ইতালি]
জন্ম-মৃত্যু: ১৮৭৪-১৯৩৭
বিশেষ তথ্য: ইতালির বিজ্ঞানী।
টেলিগ্রাফ ও রেডিও আবিস্কারক। ১৯০৯ সালে পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন।
জোসেফ স্ট্যালিন [রাশিয়া]
জন্ম-মৃত্যু: ১৮৭৮-১৯৫৩
বিশেষ তথ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম অগ্রদূত।
‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি’র প্রবর্তক। তার সময়ে ‘হোলোডোমোর’ নামে দুর্ভিক্ষটি সংঘটিত হয়। ১৯৩৬-১৯৩৮ সালে তিনি ‘গ্রেট পারজ’ বা গ্রেট টেরর’ নামক দমননীতি পরিচালনা করেন।
স্ট্যালিনের শাসন প্রক্রিয়া socislism in one country নামে পরিচিত।
আলবার্ট আইনস্টাইন
জন্ম-মৃত্যু: ১৮৭৯-১৯৫৫
বিশেষ তথ্য: থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকবাদের প্রণেতা এবং বিশ্ববিখ্যাত জার্মান তত্ত্বীয় পদার্থবিদ। তিনি ১৯২১ সালে ‘আলোর তড়িৎ ক্রিয়া’ সম্পর্কিত গবেষণার জন্য পদার্থ বিজ্ঞান নোবেল পুরস্কার লাভ করেন। তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে আপেক্ষিকতাভিত্তিক বিশ্বতত্ত্ব, কৈশিক ক্রিযা, ক্রান্তিক উপলবৎ বর্ণময়তা, কোয়ান্টাম তত্ব ইত্যাদি। জাতিসংঘ ২০০৫ সালকে ‘আইনস্টাইন বর্ষ’ ঘোষণা করে।
কামাল আতাতুর্ক [তুরস্ক]
জন্ম-মৃত্যু: ১৮৮১-১৯৩৮
বিশেষ তথ্য: আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা। তার বিভিন্ন সামাজিক সংস্কার আধুনিক তুরস্কের সৃষ্টি করেছে। তিনি ১৯২৩ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন। আতাতুকের সংস্কার আন্দোলনের মূলনীতির উপর আধুনিক তুরস্ক প্রতিষ্ঠিত । তার মতবাদ ‘কামালবাদ’ নামে পরিচিত।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ