জনসংখ্যার ধর্মীয় কাঠামো বলতে কি বুঝ? বিশ্বের প্রধান ধর্মাবলম্বীদের বণ্টন আলোচনা কর।


ধর্ম জনসংখ্যার একটি প্রধান অর্জিত কাঠামোগত উপাদান। বিশ্বব্যাপী ধর্ম দ্বারা প্রভাবিত সাংস্কতিক
বৈচিত্রের প্রচুর নিদর্শন পাওয়া যায়। জনমিতিক প্রক্রিয়াও ধর্মের বিশেষ এবং অনেক সময় সরাসরি
ভ‚মিকা রয়েছে। ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান, বিবাহ প্রথা জনসংখ্যার বৈবাহিক কাঠামো ও জন্ম
হারকে প্রভাবিত করে। গোড়া মুসলিম ও খৃষ্টান ক্যাথলিক জনগোষ্ঠীর মধ্যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের
অনুমোদন নেই। একইভাবে গোড়া খ্রীষ্টান ও ইহুদী সম্প্রদায়, যেমন যুক্তরাষ্ট্রের ডাকোটা, মান্টানাও
সংলগ্ন কানাডায় বসবাসরত মেনোনাইট, হুটেরাইট এবং ইসরাইলের ব্যাপক ইহুদী জনগোষ্ঠীর মধ্যে ও
প্রায় সমগ্র আরব বিশ্বে বাল্য বিবাহ প্রথা প্রচলিত আছে এবং এই সমস্ত ধর্মীয় গোষ্ঠী পরিবার পরিকল্পনা
ব্যবস্থাকে পাপাচার মনে করে থাকে। এই ধরণের জনগোষ্ঠীতে উচ্চ জন্ম হার এবং বৃহৎ আকারের
পরিবার দেখা যায়।
অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শিশু হত্যা (ওহভধহঃরপরফব); বিশেষ করে নারী শিশু হত্যার প্রচলন ছিল।
ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের এই প্রথা বহুল প্রচলিত ছিল। বৃটিশ সরকারের সংস্কারমূলক দৃঢ় আইনগত
ব্যবস্থা গ্রহণ এবং হিন্দু নেতাদের প্রচেষ্টায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এই প্রথার অবসান ঘটে।
ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রীতি হিসাবে খৃষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কিছু সম্প্রদায়ের মধ্যে নারী বা
পুরুষ উদারপন্থী কৌমার্য (ঈবষরনধপু) প্রথার প্রচলনও উল্লেখযোগ্য। প্রজননশীলতার উপর উভয় প্রথার
নেতিবাচক প্রভাব রয়েছে। ধর্মীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর জনসংখ্যা বহুধা বিভক্ত। সমগ্র বিশ্বে
বিভিন্ন সূত্রে প্রকৃত অনুশীলিত ধর্মাবলম্বীদের মোটামুটি সংখ্যা পাওয়া যায় (সারণী ৩.১৫.১)। এদের
সাধারণ বিশ্ব বিন্যাস চিত্র ৩.১৫.১-এ দেখা যেতে পারে।
ধর্মের বিশ্ব বন্টন
পারিসরিক বিস্তৃতি অনুযায়ী বর্তমান বিশ্বে সর্বাধিক পরিব্যাপ্ত ধর্ম হচ্ছে খৃষ্টান ধর্ম এবং সকল প্রকার খৃষ্ট
ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় ১৮৭০ মিলিয়ন (সারণী ৩.১৫.১)। ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও
অস্ট্রেলিয়া মহাদেশের জনগণ খ্রীষ্টান। এ ছাড়াও আফ্রিকার ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র এবং
এশিয়ার ফিলিপাইনের জনগণ খ্রীষ্টান সম্প্রদায়ভুক্ত।
সারণী ৩.১৫.১: বিশ্বের শীর্ষ ধর্মসমূহ, ২০১০
ধর্ম অনুসারী সংখ্যা (মিলিয়ন)
মুসলিম ১৫০০
খ্রীষ্টান ২১০০
হিন্দু ৯০০
সর্বপ্রাণবাদী ৯১০
বৌদ্ধ ৩৭৬
চীনা লোক ধর্ম ৩৯৪
শিখ ২৩
ইহুদি ১৯
জৈন ৪.২
শিন্টো ৪
নব্য ধর্মাবলম্বী ১
উৎস : ঞযব ডড়ৎষফ অষসড়হধপ ধহফ ইড়ড়শ ঋধপঃং, ২০১০
চিত্র : ৩.১৫.১: বিশ্বের প্রধান ধর্মাবলম্বীদের ভৌগোলিক বিস্তৃতি।
উল্লেখ্য খ্রীষ্টানধর্ম অন্যান্য কতিপয় ধর্মের মত বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত এবং এর প্রধান দুটি শ্রেণী হচ্ছে
ক্যাথলিক ও প্রটেষ্ট্যান্ট। দক্ষিণ ইউরোপ, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ফিলিপাইনের জনগণ
ক্যাথলিক খ্রীষ্টান; উত্তর ইউরোপ, পশ্চিম ইউরোপের অংশবিশেষ, উত্তর আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং
দক্ষিণ আমেরিকায় প্রটেষ্টান্ট খ্রীষ্টানগণ সংখ্যাগুরু। ইথিওপিয়ার খ্রীষ্টানগণ কপটিক (ঈড়ঢ়ঃরপ) শ্রেণীভুক্ত
(তাহা, ১৯৮৯)। সমাজতান্ত্রিক বিপ্লবের পূর্বে রাশিয়ায় পূর্বাঞ্চলীয় সনাতন খ্রীষ্টান ধর্মের (ঊধংঃবৎহ
ঙৎঃযড়ফড়ী) বিশেষ প্রাধান্য ছিল; বর্তমানে এর সামান্যই প্রভাব রয়েছে।
আঞ্চলিক বিস্তৃতির ক্ষেত্রে পৃথিবীর দ্বিতীয় প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া
এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া ও
ইন্দোনেশিয়ায় মুসলমানগণ সংখ্যাগরিষ্ট। ইউরোপে আলবেনিয়া হচ্ছে একমাত্র মুসলমান প্রধান রাষ্ট্র। এ
ছাড়া যুগো¯øাভিয়া ও বুলগেরিয়ায় কিছু মুসলমান রয়েছে। এতদ্বব্যতীত আফ্রিকার পশ্চিম ও পূর্বের
কতিপয় অঞ্চল, দক্ষিণ আফ্রিকার উত্তমাশা আন্তরীপের একটি অংশ, মধ্য এশিয়ায়, ভারত, শ্রীলংকা ও
ফিলিফাইনের দক্ষিণ মিন্ডানাও (ঘড়ৎঃযবৎহ গরহফধহধড়) অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও বহু সংখ্যক
মুসলমান রয়েছে। সমগ্র পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সংখ্যা ১৫০০ মিলিয়ন। উল্লেখ্য ইরানের
মুসলমানগণ শিয়া সম্প্রদায়ভুক্ত, পার্শ্ববর্তী কতিপয় অঞ্চলেও শিয়া মুসলমান রয়েছে। অন্যান্য অঞ্চলের
মুসলমানগন প্রধানত: সুন্নী। এ ছাড়াও খ্রীষ্টান ধর্মের মত ইসলাম ধর্মেও একাধিক শ্রেণীবিভাগ রয়েছে।
তৃতীয় প্রধান ধর্ম হচ্ছে এ্যানিমিষ্ট বা সর্বপ্রাণবাদী। এর অনুসারী সংখ্যা প্রায় ৯১০ মিলিয়ন। প্রধানত:
বৌদ্ধ, শিন্টো, জৈন এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু ধর্মের সংমিশ্রণে এ ধর্মের উৎপত্তি। চীন,
জাপান, কোরিয়া, ভিয়েতনাম, লাওস, মঙ্গোলীয়া এবং তাইওয়ানে এই ধর্মের ব্যাপক অনুসারী রয়েছে।
পৃথিবীর চতুর্থ প্রধান ধর্ম হচ্ছে হিন্দু। ২০১০ সালে সমগ্র পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল প্রায়
৯০০ মিলিয়ন। ভারতের অধিকাংশ জনগণ হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা,
ফিজি, গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো প্রভৃতি দেশেও সামান্য সংখ্যক হিন্দু রয়েছে।
পৃথিবীর পঞ্চম প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শ্রীলংকা, বার্মা, থাইল্যান্ড,
লাওস, চীন, জাপান, কাম্পুচিয়া, ভিয়েতনাম, কোরিয়া, প্রভৃতি দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ।
সমগ্র বিশ্বে বৌদ্ধদের সংখ্যা প্রায় ৩৭৬ মিলিয়ন। জাপানের শিন্টো (ঝযরহঃড়) ধর্মকে বৌদ্ধ ধর্মেরই
একটি শ্রেণী হিসাবে অভিহিত করা হয়ে যাকে (তাহা, ১৯৮৯)। এ ছাড়া চীন ও জাপানে রয়েছে
কনফুসীয় (ঈড়হভঁপরধহ) এবং টাও ধর্মীগণ; কনফুসীয় ও টাও মতাদর্শের ইহলৌকিক ভাবধারার সঙ্গে
বৌদ্ধ ধর্মের যথেষ্ট মিল রয়েছে। পৃথিবীর অন্যান্য ধর্মগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইহুদী ধর্ম
(ঔঁফধরংস), শিখধর্ম, জৈনধর্ম, জোরোরাষ্ট্রীয় (তড়ৎড়ধংঃৎরধহ, তধৎধঃযঁংঃৎধ) বা পারসিক ধর্ম। ইহুদিগণ
ইসরাইলে সংখ্যাগরিষ্ঠ। ইসরাইল ছাড়াও ইউরোপ, রাশিয়া, সোভিয়েট ইউনিয়নে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং
উত্তর পশ্চিম আফ্রিকায়ও সামান্য সংখ্যক ইহুদি ধর্মাবলম্বী রয়েছে। সমগ্রবিশ্বে ইহুদিদের সংখ্যা প্রায় ১৮
মিলিয়ন। শিখ ও জৈনগণ প্রধানত: ভারতের অধিবাসী। ভারতে আনুমানিক প্রায় ২৩ মিলিয়ন শিখ
এবং ৪.২ মিলিয়ন জৈন রয়েছে। পারসিক ধর্ম প্রাচীন ইরানের ধর্ম। ইরান ও ভারতের পশ্চিমাঞ্চলে
কিছুসংখ্যক পারসিক রয়েছে। এতদ্বব্যতীত পৃথিবীর অনুন্নত দুর্গম পার্বত্য অঞ্চল সমূহে বহু উপজাতীয়
ধর্ম রয়েছে; এবং ইউরোপ, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক নাস্তিক লোক রয়েছে (তাহা, ১৯৮৯)।
পাঠসংক্ষেপ:
ধর্ম জনসংখ্যার একটি প্রধান অর্জিত কাঠামোগত উপাদান। বিশ্বব্যাপী ধর্ম দ্বারা প্রভাবিত সাংস্কৃতিক
বৈচিত্রের প্রচুর নিদর্শন পাওয়া যায়। জনমিতিক প্রক্রিয়াও ধর্মের বিশেষ এবং অনেক সময় সরাসরি
ভ‚মিকা রয়েছে।
পারিসরিক বিস্তৃতি অনুযায়ী বর্তমান বিশ্বে সর্বাধিক পরিব্যাপ্ত ধর্ম হচ্ছে খৃষ্টান ধর্ম এবং সকল প্রকার খৃষ্ট
ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় ১৮৭০ মিলিয়ন (সারণী ৪.৪.৫)। ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও
অস্ট্রেলিয়া মহাদেশের জনগণ খ্রীষ্টান। এ ছাড়াও আফ্রিকার ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র এবং
এশিয়ার ফিলিফাইনের জনগণ খ্রীষ্টান সম্প্রদায়ভুক্ত।
পাঠোত্তর মূল্যায়ন: ৩.১৫
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. শূন্যস্থান পূরণ করুন:
১.১. ধর্ম জনসংখ্যার একটি প্রধান অর্জিত কাঠামোগত -------।
১.২. পারিসরিক বিস্তৃতি অনুযায়ী বর্তমান বিশ্বে সর্বাধিক পরিব্যাপ্ত ধর্ম হচ্ছে ------- ধর্ম।
১.৩. খ্রীষ্টানধর্ম অন্যান্য কতিপয় ধর্মের মত বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত এবং এর প্রধান দুটি শ্রেণী হচ্ছে
ক্যাথলিক ও -------।
১.৪. আঞ্চলিক বিস্তৃতির ক্ষেত্রে পৃথিবীর দ্বিতীয় প্রধান ধর্ম হচ্ছে -------।
১.৫. ------- প্রধান ধর্ম হচ্ছে এ্যানিমিষ্ট বা সর্বপ্রাণবাদী।
১.৬. পৃথিবীর ------- প্রধান ধর্ম হচ্ছে হিন্দু।
১.৭. পৃথিবীর ------- প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম।

সংক্ষিপ্ত প্রশ্ন:
১. খ্রীষ্টান ধর্মের বিশ্ব বন্টন কি?
২. ইসলাম ধর্মের বিশ্ব বন্টন কি?
৩. পৃথিবীর প্রধান পাঁচটি ধর্ম কি কি?
রচনামূলক প্রশ্ন:
১. জনসংখ্যার ধর্মীয় কাঠামো বলতে কি বুঝ? বিশ্বের প্রধান ধর্মাবলম্বীদের বণ্টন আলোচনা কর।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]