জনপদ ও পরিবেশ
(ঐঁসধহ ঝবঃঃষবসবহঃ ধহফ ঊহারৎড়হসবহঃ)
জনপদ প্রকৃতি ও মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলস্বরূপ সৃষ্ট ভূমিরূপ। জনপদ ও পরিবেশ পরস্পরের উপর
ক্রিয়াশীল এবং সম্পর্কযুক্ত। মানুষ ও পরিবেশের প্রকারভেদে ভূপৃষ্ঠে জনপদের প্রকৃতি ও বৈশিষ্ট্যের প্রতিফলন
ভিন্ন ভিন্ন রূপে ঘটে। এই বিভিন্নতার পিছনে কাজ করছে প্রধানত বিভিন্ন প্রকার প্রাকৃতিক পরিবেশ, সামাজিক
পরিবেশ, সংস্কৃতি, অর্থনীতি এবং মানুষের প্রযুক্তিগত জ্ঞানের পরিধি যা প্রাকৃতিক সম্পদ আহরণ ও ব্যবহারের
ক্ষেত্রে বিভিন্নতা আনে। এর প্রকাশ দেখা যায় জনপদের গঠন কাঠামো যা সাংস্কৃতিক ভূদৃশ্য বিকাশে ভূমিকা
রাখে এবং জনপদের মধ্যে আঞ্চলিক পার্থক্য আনে। এই ইউনিটটি পাঠ করলে জনপদের কয়েকটি বিশেষ বিষয়
- জনপদের - সংজ্ঞা, প্রকৃতি ও উপাদান; গ্রামীণ জনপদের প্রকার ও প্যাটার্ন; নগর জনপদের প্রকার, প্যাটার্ন ও
পরিবেশগত সমস্যা; নগর কাঠামো; পর্যাবৃত্ত বাজার ও মেলা; প্রবৃদ্ধি কেন্দ্র সম্বন্ধে জানতে পারবেন।
এই ইউনিটের পাঠগুলো নি¤œরূপপাঠ-৪.১: জনপদের সংজ্ঞা ও উপাদান
পাঠ-৪.২: গ্রামীণ জনপদ
পাঠ-৪.৩: গ্রামীণ জনপদ প্যাটার্ন
পাঠ-৪.৪: নগর জনপদ
পাঠ-৪.৫: নগর জনপদ প্যাটার্ন
পাঠ-৪.৬: নগর জনপদের পরিবেশগত সমস্যা
পাঠ-৪.৭: নগর কাঠামো
পাঠ-৪.৮: পর্যাবৃত্ত বাজার ও মেলা
পাঠ-৪.৯: প্রবৃদ্ধি মেরু বা প্রবৃদ্ধি কেন্দ্র
জনপদের সংজ্ঞা ও উপাদান
(উবভরহরঃরড়হ ড়ভ ঝবঃঃষবসবহঃং ধহফ ঊষবসবহঃং)
এই পাঠ পড়ে আপনি-
জনপদের সংজ্ঞা ও প্রকৃতি;
জনপদ গঠনকারী উপাদান সম্বন্ধে জানতে পারবেন।
গৃহ বা আবাস জনপদের মৌলিক উপাদান। মানুষের সমস্ত কর্মকান্ড আবাস কেন্দ্রিক। আবাসকে কেন্দ্র করে
মানুষের সর্বপ্রকার কর্মকান্ড বিকাশ ও প্রসার লাভ করে। জনপদ বিকাশের প্রাথমিক পর্যায়ে মানুষের আবাস ছিল
গুহা, গাছের কোটর, ঝোপঝাড় বা ডালপালার ভঙ্গুর পরিবেষ্টন। মানুষের সভ্যতার উন্নতির সাথে তাল রেখে
আবাসস্থল যেমনি অস্থায়ী অবস্থা থেকে স্থায়ী এবং উন্নততর হয়েছে, তেমনি মানুষের কর্মকান্ডের পরিব্যাপ্তি
ঘটেছে। ফলে জনপদ ও জনপদের উপাদানও বিস্তৃতি লাভ করেছে। কাজেই জনপদ শুধুমাত্র গৃহ বা
আশ্রয়স্থলের মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষের সমগ্র কর্মকান্ডই জনপদের আওতাভুক্ত যা ভূপষ্ঠে বিভিন্ন উপাদানের
সমষ্টিগত একটি রূপ।
জনপদের সংজ্ঞা (উবভরহরঃরড়হ ড়ভ ঝবঃঃষবসবহঃং) :
মানুষ যেখানে বসবাস করে সাধারণভাবে সেই স্থানকে জনপদ বলে। জনপদ প্রকৃতপক্ষে সাংস্কৃতিক ভূদৃশ্য যা
ভূপৃষ্ঠে মানুষের সমস্ত কর্মকান্ডের সামগ্রিক রূপ বা প্রতিফলন। মানুষ যখন কোন স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে
একাকী, পারিবার ভিত্তিক বা সমাজবদ্ধ হয়ে সেখানকার প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা পরিবর্তন, পরিবর্ধন
করে উপযোগিতা বাড়িয়ে ব্যবহার করে বসবাস করে এবং এই বসবাস প্রক্রিয়ায় মানুষের যে সমস্ত কর্মকান্ড
ভূপৃষ্ঠে বিকাশ লাভ করে এবং যে ভূদৃশ্য সৃষ্টি হয় তাকেই জনপদ বলে। সংক্ষেপে বলতে গেলে মানুষ যেখানে
বসবাস করে, বসবাস এবং জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কর্মকান্ড পরিচালনা করে এবং যার প্রতিফলন
ভূপৃষ্ঠে দৃশ্যমান হয় তাই জনপদ। জনপদ শুধুমাত্র ঘরবাড়ি পরিপূর্ণ স্থানকেই বোঝায় না, মানুষের বিভিন্ন
প্রয়োজনে ব্যবহৃত সকল স্থান - যা পরিবর্তনের মাধ্যমে বা কোন পরিবর্তন ছাড়াই কোন না কোনভাবে মানুষ
নিজের প্রয়োজনে ব্যবহার করছে, সবই জনপদের আওতায় পড়ে। কাজেই জনপদ নিংসঙ্গ একক একটি অস্থায়ী
বা স্থায়ী বাড়ি বা খামারবাড়ি থেকে মানুষের বসবাসযোগ্য ব্যবহৃত সুবৃহৎ পৃথিবী পর্যন্ত বিস্তৃত। জনপদ সৃষ্টি হয়
যখন মানুষ কোথাও বসবাসের জন্যে স্থায়ী হয়। তবে মানুষের অস্থায়ী বাসস্থানও জনপদের আওতাভুক্ত।
নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন :
১. জনপদের সংজ্ঞা দিন।
২. জনপদ বলতে কি বোঝায় ?
জনপদের প্রকৃতি (ঘধঃঁৎব ড়ভ ঝবঃঃষবসবহঃং) :
জনপদকে জীব জগতের সাথে তুলনা করা চলে। জীবের যেমন জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে, তেমনি জনপদও জন্ম
নেয়, বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরিশেষে জরাগ্রস্ত হলে মৃত্যু ঘটে। তবে জীব জগতে মৃত্যু যেমন অবধারিত, জনপদের
মৃত্যু সর্বক্ষেত্রে অবধারিত নয়। একটি জনপদের মৃত্যু ঘটে তখনই যখন জনপদটি তার কার্যক্ষমতা বিভিন্নভাবে
হারায়, যেমন বিভিন্ন প্রাকৃতিক কারণে, বয়োবৃদ্ধির ফলে জনপদের কাঠামো জরাজীর্ণ হলে, জনপদের
উপাদানসমূহের অসম বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন কারণে জনপদ তার কার্যকারিতা হারিয়ে ফেলে এবং ক্রমান্বয়ে ধ্বংস
হয়ে যায়। তবে এই মৃতপ্রায় জনপদটিতে নতুন কর্মকান্ড যোগ করে পরিকল্পনার মাধ্যমে পুনর্জীবিত করা সম্ভব
যা জীবের ক্ষেত্রে সম্ভব নয়।
জনপদকে চতুর্মাত্রিক বলা হয়ে থাকে। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। এছাড়াও মানুষ ও সমাজের অবিরত
পরিবর্তন হচ্ছে এবং সময়ভিত্তিক কার্যক্রম সৃষ্টি হচ্ছে। কাজেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও সময় জনপদকে
চতুর্মাত্রিক বৈশিষ্ট্য দিয়েছে।
পৃথিবীতে প্রত্যেকটি জনপদই নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন ও অদ্বিতীয়। প্রত্যেকটি জনপদ বিকাশগতভাবেই অন্যান্য
জনপদ থেকে স্বতন্ত্র। একটি জনপদের অর্থনীতি, সংস্কৃতি, স্থাপত্য ইত্যাদি প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে সংগতি
রেখে অঞ্চলভিত্তিক বিকাশ লাভ করে যা জনপদকে নিজস্ব বৈশিষ্ট্য দান করে এবং জনপদটিকে অন্যান্য জনপদ
থেকে পৃথক করে। পৃথিবীতে বিভিন্ন বৈশিষ্ঠ্যসম্পন্ন জনপদ রয়েছে। জনপদের বৈশিষ্ট্যের ভিত্তিতে জনপদের
শ্রেণীকরণ সম্ভব।
নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন :
১. জনপদকে কিসের সাথে তুলনা করা যায় ?
২. জনপদের কিভাবে মৃত্যু ঘটে ?
৩. জনপদের মৃত্যু কি অবধারিত ?
৪. জনপদকে কেন চর্তুমাত্রিক বলা হয় ?
৫. জনপদের শ্রেণীকরণ কিভাবে সম্ভব ?
জনপদের উপাদান (ঊষবসবহঃং ড়ভ ঝবঃঃষবসবহঃং) :
জনপদ পাঁচটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত:
উপাদানগুলো নিæরূপ :
(১) প্রকৃতি (ঘধঃঁৎব) ;
(২) মানুষ (গধহ);
(৩) সমাজ (ঝড়পরবঃু);
(৪) মানুষের আশ্রয় কাঠামো বা আচ্ছাদন (ঝযবষষ);
(৫) যোগাযোগ জালিকা (ঘবঃড়িৎশ)।
জনপদ এই পাঁচটি আঞ্চলিক বৈশিষ্ট্যসম্পন্ন উপাদানের মিথস্ক্রিয়ার ফল যার জন্য প্রত্যেকটি জনপদই ভিন্ন
বৈশিষ্ট্যসম্পন্ন। জনপদের এই পাঁচটি উপাদানের কালানুক্রমিক বিকাশ নিæানুসারে উপস্থাপন করা যায়। প্রথমে
জনপদের ধারক প্রকৃতির সৃষ্টি হয় সেখানে মানুষের আবির্ভাব ঘটে। ক্রমান্বয়ে মানুষ দলবদ্ধ হয়ে সমাজ সৃষ্টি
করে। নিরাপত্তা, সামাজিক - অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য মানুষ আশ্রয়স্থল বা আচ্ছাদন (ঘরবাড়ি)
তৈরি করে। সমাজে মানুষের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য যোগাযোগ পথ তৈরি হয় এবং কালক্রমে জনপদ
যখন বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে তখন বিভিন্ন সমাজের মানুষের মধ্যে এবং বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের
বিভিন্ন মাধ্যমে যোগাযোগ জালিকা সৃষ্টি হয় এবং তা বিস্তৃত ও প্রসারিত হতে থাকে। কাজেই প্রকৃতি, মানুষ,
সমাজ, আশ্রয় বা আচ্ছাদন এবং যোগাযোগ জালের সমন্বয়ে জনপদ গঠিত (চিত্র-৪.১.১)।
এথেন্সের মানব জনপদ বিজ্ঞান কেন্দ্র (অঃযবহং ঈবহঃবৎ ড়ভ ঊশরংঃরপং) অনুযায়ী জনপদের উপরে উল্লেখিত
পাঁচটি উপাদানের গঠনকারী অংশগুলি নি¤œরূপ। প্রয়োজনে আরও অংশ সংযোজিত হতে পারে।
চিত্র : ৪.১.১. ঃ জনপদের উপাদানসমূহ
এসএসএইচএল বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়
ইউনিট-৪: জনপদ ও পরিবেশ পৃষ্ঠা-১৯৫
জনপদের উপাদানসমূহ :
প্রকৃতি (ঘধঃঁৎব)
(১) ভূতত্ত¡ সম্পদ (এবড়ষড়মরপধষ জবংড়ঁৎপবং)
(২) প্রাকৃতিক সম্পদ (ঘধঃঁৎধষ জবংড়ঁৎপবং)
(৩) মৃত্তিকা সম্পদ (ঝড়রষ জবংড়ঁৎপবং)
(৪) পানি সম্পদ (ডধঃবৎ জবংড়ঁৎপবং)
(৫) উদ্ভিদ জগত (চষধহঃ খরভব)
(৬) জীব জগত (অহরসধষ খরভব)
(৭) জলবায়ু (ঈষরসধঃব)
মানুষ (গধহ)
১। জৈবিক চাহিদা - স্থান, বাতাস, তাপ ইত্যাদি (ইরড়ষড়মরপধষ হববফং - ঝঢ়ধপব, অরৎ, ঞবসঢ়বৎধঃঁৎব, বঃপ.)
২। অনুভূতি এবং উপলব্ধি - মানুষের ‘পঞ্চ ইন্দ্রিয়’(ঝবহংধঃরড়হ ধহফ চবৎপবঢ়ঃরড়হ - ঃযব ‘ভরাব ংবহংবং’ ড়ভ সধহ)
৩। আবেগজনিত চাহিদা -মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নিরাপত্তা, সৌন্দর্য ইত্যাদি (ঊসড়ঃরড়হধষ ঘববফংঐঁসধহ জবষধঃরড়হং, ঝবপঁৎরঃু, ইবধঁঃু, বঃপ.)
৪। নৈতিক মূল্যবোধ (গড়ৎধষ ঠধষঁবং)
সমাজ (ঝড়পরবঃু)
১। জনসংখ্যার গঠন এবং ঘনত্ব (চড়ঢ়ঁষধঃরড়হ ঈড়সঢ়ড়ংরঃড়হ ধহফ উবহংরঃু)
২। সামাজিক শ্রেণীবিন্যাস (ঝড়পরধষ ঝঃৎধঃরভরপধঃরড়হ)
৩। সংস্কৃতির ধরন (ঈঁষঃঁৎধষ চধঃঃবৎহ)
৪। অর্থনৈতিক উন্নয়ন (ঊপড়হড়সরপ উবাবষড়ঢ়সবহঃ)
৫। শিক্ষা (ঊফঁপধঃরড়হ)
৬। স্বাস্থ্য ও সমাজকল্যাণ (ঐবধষঃয ধহফ ডবষভধৎব)
৭। আইন ও প্রশাসন (খধি ধহফ অফসরহরংঃৎধঃরড়হ)
আচ্ছাদন (ঝযবষষ)
১। গৃহায়ণ (ঐড়ঁংরহম)
২। কম্যুনিটি সেবাসমূহ - স্কুল, হাসপাতাল ইত্যাদি (ঈড়সসঁহরঃু ঝবৎারপবং-ঝপযড়ড়ষং, ঐড়ংঢ়রঃধষং, বঃপ.)
৩। বিপণি কেন্দ্র এবং বাজার (ঝযড়ঢ়ঢ়রহম ঈবহঃবৎং ধহফ গধৎশবঃং)
৪। বিনোদনমূলক সুবিধাদি-থিয়েটার, মিউজিয়াম, স্টেডিয়াম ইত্যাদি (জবপৎবধঃরড়হধষ ঋধপরষরঃরবং- ঞযবধঃৎব,
গঁংবঁস, ঝঃধফরঁস, বঃপ.)
৫। নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ - টাউন হল, আইন-আদালত ইত্যাদি (ঈরারপ ধহফ ইঁংরহবংং ঈবহঃৎবং
-ঞড়হি যধষষ, খধি পড়ঁৎঃং, বঃপ.)
৬। শিল্প (ওহফঁংঃৎু)
৭। পরিবহন কেন্দ্র (ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ ঈবহঃবৎং)
যোগাযোগ জালিকা (ঘবঃড়িৎশ)
১। পানি সরবরাহ ব্যবস্থা (ডধঃবৎ ঝঁঢ়ঢ়ষু ঝুংঃবস)
২। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (চড়বিৎ ঝঁঢ়ঢ়ষু ঝুংঃবস)
৩। পরিবহন ব্যবস্থা - পানি, সড়ক, রেল, বিমান (ঞৎধহংঢ়ড়ৎঃধঃরড়হ ঝুংঃবসং-ডধঃবৎ, জড়ধফ, জধরষ, অরৎ)
৪। যোগাযোগ পদ্ধতি - টেলিফোন, রেডিও, টিভি ইত্যাদি (ঈড়সসঁহরপধঃরড়হ ঝুংঃবসং - ঞবষবঢ়যড়হব,
জধফরড়, ঞঠ, বঃপ.)
৫। পয়:প্রণালী এবং ময়লা নিষ্কাশন ব্যবস্থা (ঝববিৎধমব ধহফ উৎধরহধমব)
৬। ভৌত পরিকল্পনা-পরিকল্পনা বা মানব জনপদ পরিকল্পনা একিসটিক (চযুংরপধষ খধুড়ঁঃ -ঊশরংঃরপ চষধহ)
জনপদের উপাদান অংশটি পাঠ করুন এবং নিæের প্রশ্নগুলোর উত্তর লিখুন :
১. জনপদের প্রকৃতি সম্বন্ধে সংক্ষেপে লিখুন।
২. জনপদের উপাদানের যে ছবিটি দেয়া আছে তা থেকে জনপদের উপাদানগুলোর নাম লিখুন।
৩. সময়ভিত্তিক জনপদের উপাদান কিভাবে বিকাশ লাভ করে তা লিখুন।
৪. জনপদের প্রত্যেকটি উপাদানের গঠনকারী অংশসমূহ লিখুন।
পাঠটি পড়ে আপনি কি বুঝেছেন তা সংক্ষেপে কয়েকটি বাক্যে প্রকাশ করুন। পাঠটি মনে করার জন্য নিচের
সারাংশটি পাঠ করুন।
পাঠ সংক্ষেপ :
জনপদ মানুষ ও প্রকৃতির পরস্পর মিথস্ক্রিয়ার ফল। গৃহ বা আবাস জনপদের মৌলিক উপাদান যাকে কেন্দ্র করে
মানুষের সমস্ত কর্মকান্ড বিকাশ লাভ করে যার প্রতিফলন ভূপৃষ্ঠে পড়ে। ভূপৃষ্ঠে মানুষের সমস্ত কর্মকান্ডের
প্রতিফলনই সাংস্কৃতিক ভূদৃশ্য, যাকে জনপদ বলে। জীবের মত জনপদের জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে, তবে
জনপদের ক্ষেত্রে মৃত্যু অবধারিত নয়। বিকাশজনিত কারণে প্রত্যেকটি জনপদ স্বকীয় বৈশিষ্টসম্পন্ন। জনপদ
পাঁচটি মৌলিক উপাদানে গঠিত - প্রকৃতি, মানুষ, সমাজ, আচ্ছাদন ও যোগাযোগ জাল।
পাঠোত্তর মূল্যায়ন ৪.১
নৈর্ব্যক্তিক প্রশ্ন :
১. সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দিন (সময় ৩ মিনিট) :
১.১ জনপদের মৌলিক উপাদান কি?
ক. গৃহ খ. খাদ্য গ. পোশাক
১.২ জনপদকে কিসের সাথে তুলনা করা চলে?
ক. ঘরবাড়ী খ. জীব জগৎ গ. জড় পদার্থ
১.৩ জনপদের কয়টি উপাদান?
ক. ২টি খ. ৩টি গ. ৫টি
২. শূন্যস্থান পূরণ করুন (সময় ৩ মিনিট)ঃ
১.১ মানুষ যেখানে ................করে সাধারণভাবে সেই স্থানকে জনপদ বলে।
১.২ জনপদ প্রকৃতপক্ষে ....................ভ‚দৃশ্য।
১.৩ জনপদ সৃষ্টি হয় যখন মানুষ কোথাও বসবাসের জন্য ..................হয়।
১.৪ পৃথিবীতে প্রত্যেকটি জনপদই নিজ্বস্ব ................ও ......................।
সংক্ষিপ্ত প্রশ্নাবলী (সময় ৪ী২=৮ মিনিট) :
১.১ জনপদ বলতে কি বোঝায় ?
১.২ জনপদের মৃত্যু কি অবধারিত ?
১.৩ জনপদের মৌলিক উপাদানগুলি কি কি?
১.৪ জনপদকে কেন চতুর্মাত্রিক বলা হয় ?
রচনামূলক প্রশ্ন :
১. জনপদের সংজ্ঞা লিখুন এবং জনপদের প্রকৃতি আলোচনা করুন।
২. জনপদের প্রধান উপাদানসমূহের নাম লিখুন এবং প্রত্যেকটি উপাদানের অধীনে উপ-উপাদানসমূহ
বিস্তারিত আলোচনা করুন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ