পৃথিবীর মোট বনভ‚মির পরিমাণ কত?
বনভ‚মির গুরুত্ব কি?
বনজ সম্পদের ৫টি ব্যবহার উল্লেখ করুন।


জলবায়ুগত তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরণের গভীর বনভ‚মির সৃষ্টি হয়েছে।
যেমন - কোন অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের বনভ‚মি, আবার কোন কোন অঞ্চলে পর্ণমোচী বা চিরহরিৎ বৃক্ষের
বনভ‚মি সৃষ্টি হয়েছে। প্রাকৃতিকভাবে গড়ে উঠা এ সকল বনভ‚মি মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের ওপর
গভীরভাবে বিস্তার করে।
বনজ সম্পদের বিস্তরণ :
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও.) কর্তৃক পরিচালিত জরিপ অনুযায়ী পৃথিবীর মোট বনভুমির পরিমাণ
প্রায় ৭৫০ কোটি একর। এদের অধিকাংশই এশিয়ায় ও দক্ষিণ আমেরিকায় অবস্থিত। বিশ্বের বন এলাকা (লক্ষ
বর্গ কি:মি:)
১. সারণি ৫.৫.১ : অঞ্চলভিত্তিক মহাদেশের
বনভূমির পরিমাণ (লক্ষ বর্গ কি.মি.), ২০০১
২. সারণি ৫.৫.২: বিভিন্ন দেশের বনভ‚মির
পরিমাণ (আয়তন) (২০০১) নি¤œরূপ:
মহাদেশ/অঞ্চল বন এলাকা
(লক্ষ বর্গ কি.মি.)
দেশের নাম আয়তন
(লক্ষ বর্গ.কি.মি.)
দক্ষিণ আমেরিকা ৮৪.১৫ ব্রাজিল ৫৬.১১
সাবেক টঝঝজ ৭৫.৪৯ কানাডা ২৪.৭২
উত্তর আমেরিকা ৫৭.১৯ ইউএসএ ২০.৯৬
আফ্রিকা ৫৪.০৭ জায়ার ১১.৩৩
এশিয়া ৪০.০৭ ইন্দোনেশিয়া ১০.৯৫
ইউরোপ ১৪.৯৩ চীন ১০.২০
ওসেনিয়া ৮.৮১ পেরু ৬.৭৯
বিশ্বের মোট ৩৩৭,৩৯ কলম্বিয়া ৫.৪১
ভারত ৫.১৭
বলিভিয়া ৪.৯৩
পেশা হিসাবে বনজ সম্পদ আহরণ
প্রাচীনকাল থেকেই মানুষের জন্য বনভ‚মি এবং বনভ‚মি হতে উৎপাদিত বা প্রাপ্ত দ্রব্যাদি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন
করে আসছে। প্রাচীনকালে মানুষ যখন গুহায় বাস করত তখন থেকেই মানুষ বন থেকে আগুন জ্বালানোর কাঠ
এবং খাওয়ার ফলমূল সংগ্রহ করত। তারা গাছের ফাঁপা গুড়িকে নৌকার মত ব্যবহার করত। কৃষি পদ্ধতির
উদ্ভাবনের পর মানুষ গাছের ডালপালা কৃষির সরঞ্জাম হিসাবে ব্যবহার করত। বর্তমানে ও আমরা খাদ্য, জ্বালানী,
ভোজ্য তেল, যানবাহন ও বাড়িঘর তৈরির উপকরণ প্রভৃতির জন্য বনভ‚মির সম্পদের উপর নির্ভরশীল। বনজ
সম্পদ প্রক্রিয়াজাত করে কাগজ, রাবার, কাপড় প্রভৃতি বহু ধরনের দ্রব্য উৎপাদন করা হয়। এসব দ্রব্য
প্রস্তুতকারী শিল্পে লক্ষ লক্ষ লোক নিয়োজিত। মানুষ বনজ সম্পদ সংগ্রহের পাশাপাশি এর সংরক্ষণের প্রতিও
গুরুত্ব দিচ্ছে। বনজসম্পদ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে নিয়োজিত থেকে তাদের
জীবিকা নির্বাহ করে। বন থেকে সরাসরি কাঠ ও অন্যান্য দ্রব্য সংগ্রহ ছাড়াও বনজ সম্পদের উপর নির্ভরশীল
অন্যান্য পেশা যেমন-গৃহ, আসবাবপত্র নির্মাণ, খাদ্য ও ভোজ্য তেল প্রক্রিয়াজাতকরণ, মধু সংগ্রহ, ভেষজ উদ্ভিদ
(যেমন-লতা, গুল্মা, শিকড়, বাকল) রাসায়নিক উপজাত সংগ্রহ করন, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি, কর্মকান্ডেও
বিশ্বের অনেক লোক নিয়োজিত।
বন থেকে আহরিত দ্রব্রাদি:
বনভ‚মি মানুষের একটি প্রধান সম্পদ। বিশ্বব্যাপী বন থেকে সরাসরি আহরিত দ্রব্যের মধ্যে প্রধান হল কাঠ।
প্রতিবছর প্রায় ৩০০০ মিলিয়ন ঘনমিটার কাঠ প্রাকৃতিক বন থেকে সংগৃহিত হয়। এর তিন চতুর্থাংশই এশিয়া ও
আফ্রিকার অনুন্নত দেশ সমূহে জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়। ব্যবহার উপযোগী করার জন্য কাঠকে
প াইউড, হার্ডবোর্ড ইত্যাদিতে রুপান্তরিত করা হয় এবং করাত দিয়ে প্রে - য়াজনীয় আকৃতিতে কাটা হয়। এ
ছাড়া বন থেকে বাঁশ, শন, গোলপাতা প্রভৃতি সংগ্রহ করে গৃহ-নির্মাণ করা হয়। বিশ্বের খাদ্য চাহিদার একটি
বিরাট অংশ বনভ‚মি থেকে সংগ্রহ করা হয়। যেমন-ফলমূল, মধু, তৈলবীজ, মোম প্রভৃতি ।
ঔষধ, প্রসাধনী ও রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বন থেকেই সংগ্রহ করা হয় যেমন- গিøসারিন,
এ্যালকোহল, স্পিরিট, আঠা, এসিড, আলকাতরা প্রভৃতি রাসায়নিক দ্রব্য বিভিন্ন গাছের মূল শিকড় ও কাঠের
নির্যাস থেকে পাওয়া যায়। পৃথিবীর নিত্য ব্যবহার্য বহু ধরণের রাসায়নিক দ্রব্য বনজ সম্পদ থেকে সংগ্রহ করা
হয়। প্লাস্টিক ও রেয়ন শিল্পের প্রধান কাঁচামাল সরাসরি বনজসম্পদ থেকে সংগৃহীত হয়।
বনজ সম্পদ সংরক্ষণ:
মানুষের অস্তিত্ব বনজসম্পদের উপর নির্ভরশীল। প্রাকৃতিক বনভ‚মির ক্ষতি না করে পরিকল্পিতভাবে বনজ সম্পদ
সংগ্রহকে বন সংরক্ষণ বলা হয়। অনেক দেশে বন এখনও অপরিকল্পিত উজাড় করে ফেলা হচ্ছে। এ জন্য বনজ
সম্পদ আহরণে সুষ্ঠু নীতিমালা প্রয়োগ করা উচিৎ।
পাঠ সংক্ষেপ:
জলবায়ুগত তারতম্যের কারণে বিভিন্ন ধরণের বনভ‚মি গড়ে উঠেছে। বিশ্বব্যাপী বনভ‚মির বণ্টনে ব্যাপক
তারতম্য পরিলক্ষিত হয়, ফলে বনজ সম্পদের পরিমাণেও এ ব্যবধান সুস্পষ্ট। ব্রাজিল বনজ সম্পদে সবচেয়ে
সমৃদ্ধ দেশ। প্রাচীনকাল থেকেই মানুষ বনজ সম্পদের ওপর অনেক কিছুর জন্য নির্ভর করত। বর্তমানে এ
নির্ভরশীলতা আরো বেড়েছে। বিশ্বব্যাপী বনভ‚মি দ্রæত হ্রাস পাচ্ছে যা মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ। দেশ
ভিত্তিক তাই বনভ‚মি সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আশু কর্তব্য।
পাঠোত্তর মূল্যায়ন : ৫.৫
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. সঠিক উত্তরে টিক (√)চিহ্ন দিন (সময় ৩ মিনিট):
১.২. দক্ষিণ আমেরিকার কোন দেশে বনভ‚মির আয়তন সবচেয়ে বেশি?
ক) ব্রাজিলে খ) বলিভিয়ায় গ) আর্জেন্টিনায়
১.২. এককভাবে এশিয়ার কোন দেশ বনজসম্পদে সমৃদ্ধ?
ক) ভারত খ) দ.কোরিয়া গ) চীন
১.৩. প্রতি বছর আনুমানিক কত মিলিয়ন ঘনমিটার কাঠ বনভ‚মি থেকে আহরিত হয়?
ক) ৫০০০ খ) ৪০০০ গ) ৩০০০
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. পৃথিবীর মোট বনভ‚মির পরিমাণ কত?
২. বনজ সম্পদে কোন দেশ সবচেয়ে সমৃদ্ধ?
৩. বনভ‚মির গুরুত্ব কি?
৪. বনজ সম্পদের ৫টি ব্যবহার উল্লেখ করুন।
রচনামূলক প্রশ্ন:
১. বনভ‚মির ভৌগোলিক বিস্তরণ তুলে ধরুন।
২. বনজ সম্পদের গুরুত্ব উল্লেখ করে এর বিভিন্ন ধরণের ব্যবহারের বর্ণনা দিন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]