ব্যবসা - বাণিজ্য বলতে কি বুঝায়?
পণ্যদ্রব্য বণ্টন ও বিনিময় সংক্রান্ত কার্যাবলীই হল বাণিজ্য। পণ্য দ্রব্য বণ্টন ও বিনিময়ের ক্ষেত্রে কতগুলো বাধা
বা অসুবিধা দেখা যায়। ঐ সকল বাধা বা অসুবিধা অতিক্রমের জন্য গৃহীত কার্যাবলিই বাণিজ্যের লক্ষ্য। এ
প্রেক্ষিতে বলা যায় যে, দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে ব্যক্তি, স্থান, ঝুঁকি, সময় এবং আর্থিক বাধাসমূহ দূরীকরণের জন্য
পরিচালিত কার্যাবলীর সমষ্টিই হলো বাণিজ্য।
বাণিজ্যের ইতিহাস :
মানব ইতিহাসের শুরু থেকেই বাণিজ্যের বিকাশ হয় এবং প্রতœতাত্তি¡ক অনুসন্ধান ও বিশে ষণ থেকে এর সত্যতা -
প্রমাণিত হয়। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রাচ্যের সভ্যতা সমূহে নিয়মিত বাণিজ্য হতো। বর্তমান সভ্যতার
বিকাশের পর ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার লাভ করে। ব্যবসা বাণিজ্যের ফলে বিভিন্ন হাট বাজার, নগর,
বন্দর গড়ে উঠে। বাণিজ্যের প্রকারভেদ :
বাণিজ্য দুই প্রকার । যথাঅভ্যন্তরীণ বাণিজ্য এবং
আন্তর্জাতিক বাণিজ্য।
অভ্যন্তরীণ বাণিজ্য:
কোন দেশের অভ্যন্তরে এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের মধ্যে যে বাণিজ্য অনুষ্ঠিত হয় তাকে অভ্যন্তরীণ
বাণিজ্য বলে। ছোট বড় বিভিন্ন ধরণের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা অভ্যন্তরীণ বাণিজ্যে অংশগ্রহণ করে
থাকে।
আন্তর্জাতিক বাণিজ্য :
দুটি পৃথক দেশের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এটি দুই প্রকার, যথা -
আমদানী বাণিজ্য ও রপ্তানী বাণিজ্য । একটি দেশের আমদানী ও রপ্তানী বাণিজ্যের ধরন নির্ভর করে সে দেশের
অর্থনৈতিক অবস্থার ওপর। সাধারণত: উন্নয়নশীল দেশ থেকে কৃষি পণ্য এবং কিছু কিছু ক্ষেত্রে প্রক্রিয়াজাত পণ্য
উন্নত দেশে রপ্তানী করে থাকে এবং উন্নত দেশ থেকে শিল্পজাত পণ্য আমদানী করে থাকে। যেমন-বাংলাদেশ
পাট ও পাটজাত দ্রব্য, চামড়া, চা, হিমায়িত চিংড়ী, শাকসবজ্ িরপ্তানি করে থাকে। এ ছাড়া, গার্মেন্টস এর
তৈরী পোশাক সর্বাধিক উল্লেখযোগ্য রপ্তানী পণ্য। অপরদিকে, শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি,
কাঁচামাল প্রায় সম্পূর্ণভাবেই আমদানী করতে হয়।
বিশ্ব বাণিজ্য :
বাণিজ্য বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ পেশা। বিশ্বের সবদেশে বাণিজ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন
করে। বিশ্বে কোন অঞ্চলেই প্রাকৃতিক সম্পদে অথবা কৃষি শিল্পে স্বয়ংসম্পূর্ণ নয়। এজন্য প্রয়োজনীয় পণ্য অন্য
অঞ্চল বা দেশ থেকে সংগ্রহ করতে হয়। এ জন্য বাণিজ্যের প্রয়োজন অপরিহার্য (চিত্র-৫.৭.১)।
খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ সমূহ খনিজ রপ্তানী করে। যেমন : মধ্যপ্রাচ্যের দেশ সমূহ তাদের প্রাপ্ত খনিজ তেল
অন্যান্য দেশে সরবরাহ করে। কৃষি নির্ভর দেশ সমূহ তাদের উদ্বৃত্ত খাদ্য অন্য দেশে বিক্রয় করে; বনজ সম্পদে
সমৃদ্ধ দেশ বনজ সম্পদ অন্য দেশে রপ্তানী করে। যেমন: দক্ষিণ আমেরিকার দেশ সমূহ কৃষি ও বনজসম্পদ
ইউরোপ ও আমেরিকায় প্রচুর পরিমাণে রপ্তানী করে।
শিল্পায়নের ফলে বাণিজ্য আরো ব্যাপকভাবে প্রসার লাভ করে। শিল্পের কাঁচা মাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য
বিক্রয়ের জন্য বাণিজ্যের বিকল্প নেই। যেমন : জাপান, ইউ.কে., বেলজিয়াম, জার্মানি প্রভৃতি শিল্পোন্নত দেশ
সমগ্র বিশ্ব থেকে কাঁচামাল সংগ্রহ ও সমগ্র বিশ্বে শিল্পজাত দ্রব্য সমগ্র বিশ্বে বিক্রয় করে। বিশ্বের অনেক দেশের
অর্থনীতি সম্পূর্ণরূপে বাণিজ্যের উপর নির্ভরশীল। যেমন- সিঙ্গাপুর, হংকং, সাইপ্রাস প্রভৃতি দেশ সমূহ ।
পেশা হিসেবে বাণিজ্য:
বাণিজ্য বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পেশা। কৃষির পরেই এর অবস্থান। বিশ্বের জনশক্তির ১২% বাণিজ্য পেশায়
নিয়োজিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কারণ যুদ্ধ বিধ্বস্ত বিশ্বের
সবদেশই স্বনির্ভরতা অর্জনের জন্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি করনে বাণিজ্যের উপর গুরুত্ব দেয়। স্থানীয়
বিপণন কেন্দ্র থেকে শুরু করে পণ্য পরিবহণ, সংরক্ষণ, বাজারজাতকরণ অর্থসংস্থান প্রভৃতি কর্মকান্ডে প্রচুর
লোক নিয়োজিত হয়।
পাঠ সংক্ষেপ:
পণ্যদ্রব্য বণ্টন ও বিনিময় সংক্রান্ত কার্যাবলিই বাণিজ্য। বাণিজ্য -অভ্যন্তরীণ ও বৈদেশিক এ দু’ধরনের হতে
পারে। বৈদেশিক বাণিজ্য আমদানী ও রপ্তানী-দুই প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
পাঠোত্তর মূল্যায়ন : ৫.৭
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন (সময় ৩ মিনিট)
১.১. দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যে বাণিজ্য হয় তাকে কি বলে?
ক) আন্তর্জাতিক বাণিজ্য খ) অভ্যন্তরীণ বাণিজ্য গ) দুটির কোনটিই ঠিক নয়
১.২. বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম-
ক) তৈরী পোশাক খ) চা গ) চামড়া
১.৩. খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ সমূহ উদ্বৃত্ত খনিজ-
ক) আমদানী করে খ) রপ্তানি করে গ) নিজের দেশেই ব্যবহার করে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. বাণিজ্য বলতে কি বুঝায়?
২. বাণিজ্যের প্রকারভেদ কর।
৩. বিশ্ববাণিজ্যের ২টি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৪. উন্নয়নশীল দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যের বৈশিষ্ট্য কি?
রচনামূলক প্রশ্ন:
১. বাণিজ্যের শ্রেণী বিভাগ উল্লেখ পূর্বক বিভিন্ন ধরণের বাণিজ্যের বিবরণ দাও।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ