প্রাতিষ্ঠানিক সেবামূলক পেশার একটি তালিকা দিন।
অপ্রাতিষ্ঠানিক সেবামূলক পেশার নাম দিন।


সেবামূলক পেশা
সেবামূলক পেশা অর্থনৈতিক কর্মকান্ডের ৩য় পর্যায়ের অন্তর্ভূক্ত। প্রাতিষ্ঠানিকভাবে এ ধরণের কর্মকান্ডের
মাধ্যমে মানুষের পারস্পারিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা প্রভৃতি সম্পন্ন হয়ে থাকে। সভ্যতা সচল
রাখার জন্য এ সেবামূলক পেশা অপরিহার্য। এর প্রধান ধরণ নিæরূপ : অর্থও ব্যাংকিং, গণযোগাযোগ, অবকাশবিনোদন, স্বাস্থ্য, আইন-শৃংখলা রক্ষা, যোগাযোগ, শিক্ষা অন্যতম।
অর্থ ও ব্যাংকিং পেশা :
অর্থের প্রচলন, বিনিময়, নিয়ন্ত্রণ, প্রভৃতি কর্মকান্ডের সাথে প্রচুর লোক নিয়োজিত। এ কর্মকান্ডের সাথে জড়িত,
বিভিন্ন অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠান যেমন : ব্যাংক, বীমা, বিণিয়োগকারী, প্রতিষ্ঠান, প্রভৃতিতে প্রচুর লোক নিয়োজিত
থেকে জীবিকা নির্বাহ করে। এ সকল প্রতিষ্ঠান অর্থ নিয়ন্ত্রণ করে, উৎপাদন, বাণিজ্য ও সেবামূলক কর্মকান্ডে
সহায়তা করে থাকে।
ব্যাংকিং বর্তমান বিশ্বে একটি সুপ্রতিষ্ঠিত পেশা। একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে অর্থ সরবরাহ, ও
সঞ্চয়, বিনিময়, বিনিয়োগ প্রভৃতি কর্মকান্ড নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় ও ঋণ
সমন্বয়কারী সংস্থা, বীমা সংস্থা, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, হোল্ডিং কোম্পানী প্রভৃতি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডের
সমন্বয়ে একটি দেশের অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠে এবং এ সকল কর্মকান্ড বর্তমান বিশ্বের একটি
গুরুত্বপূর্ণ পেশা।
গণযোগাযোগ পেশা :
নগরায়ন, শিল্পায়ন ও উন্নয়নের ফলে গণযোগাযোগ একটি গুরুত্বপূর্ণ পেশা হিসাবে প্রচলিত হয়। সংবাদপত্র,
রেডিও, টেলিভিশন, সিনেমা প্রভৃতি গণযোগাযোগ প্রতিষ্ঠানে প্রচুর লোক নিয়োজিত থাকে। সংবাদ সংগ্রহ,
আদান-প্রদান, ব্যবস্থাপনা ও প্রচার কাজে অনেক লোক নিয়োজিত। টেলিভিশন ও টেলিগ্রাম যোগাযোগের
একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অপরদিকে ডাক বিভাগ তথ্য আদান-প্রদানে ও ব্যক্তিগত যোগাযোগের অপরিহার্য ও
স্বীকৃত মাধ্যম। এই দুই মাধ্যম সমগ্র বিশ্বেই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পেশা। এতে অসংখ্য লোক নিয়োজিত।
ছাপাখানা শিল্প গণযোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্র ছাড়াও ছাপাখানা একটি গুরুত্বপূর্ণ শিল্প ও
পেশা।
অবকাশ ও বিনোদন সংক্রান্ত পেশা : অবকাশ ও বিনোদনমূলক কর্মকান্ড বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ পেশা।
বয়স, শিক্ষা, আয় অনুযায়ী মানুষের অবকাশ ও বিনোদনের ধরণ ও চাহিদার পার্থক্য ঘটে।
পর্যটন সমগ্র বিশ্বেই বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যটন ব্যবস্থাপনায় সরাসরি অনেক লোক নিয়োজিত।
যেমন: গাইড, আবাসন, পরিবহণ প্রভৃতি।
বিভিন্ন পেশাদারী খেলা যেমন- ফুটবল, ক্রিকেট, টেনিস, বেসবল, বাস্কেটবল, হকি, বক্সিং, রেসলিং, প্রভৃতিকে
প্রচুর লোক পেশা হিসাবে গ্রহণ করেছে। এ ছাড়া ক্রীড়া ব্যবস্থাপনা ও পরিচালনায় প্রচুর লোক নিয়োজিত। এ
ছাড়া ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রচুর লোক কাজ করে।
থিয়েটার, সিম্পোজিয়াম, সংগীত, কনসার্ট প্রভৃতি প্রদর্শনে প্রচুর লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত থাকে।
যাদু, সার্কাস, প্রভৃতি প্রদর্শন করেও অনেক লোক জীবিকা নির্বাহ করে থাকে।
সরকারী পেশা :
একটি দেশের আয়তন যত ছোটই হোক সে দেশের সরকার পরিচালনায় প্রচুর জনশক্তির প্রয়োজন। রাজস্ব
আদায় ও দেশের অর্থনৈতিক কর্মকান্ড নিয়ন্ত্রণে প্রচুর জনশক্তি প্রয়োজন। প্রতিরক্ষা বিভাগ গড়ে তোলা
সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ। এ জন্য প্রচুর জনশক্তির প্রয়োজন ও অন্যান্য প্রশাসনিক কর্মকান্ড, আইন
শৃংখলা নিয়ন্ত্রণে প্রচুর লোক নিয়োজিত। সরকারী স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, সমাজকল্যাণ
বিভাগ, খাদ্য বিভাগ প্রভৃতিতে প্রচুর দক্ষ লোক নিয়োজিত।
অন্যান্য পেশা :
অন্যান্য সেবামূলক পেশার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনসেবা, মেরামত সেবা, ধর্মীয় পেশা অন্যতম। একটি
দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরী প্রতিষ্ঠান, ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয়, বয়স্ক
শিক্ষা কেন্দ্র, নন ডিগ্রী শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে সরাসরি শিক্ষকতা পেশা ছাড়াও অনেক লোক নিয়োজিত
থাকে। স্বাস্থ্য সেবা বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ পেশা। একটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় সরকারী হাসপাতাল
ও মেডিকেল কলেজ ছাড়াও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানে অনেক লোক নিয়োজিত থাকে। এছাড়া
বেসরকারী ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাব, ব্যক্তিগত স্বাস্থা পরামর্শ কেন্দ্র প্রভৃতি সেবাকেন্দ্রে অসংখ্য লোক
নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে। আইন সেবা ও পরামর্শ কেন্দ্র, নির্মাণ প্রকৌশল সেবামূলক কারিগরী ও
মেরামত সেবা, পয়:নিষ্কাশন প্রভৃতি সেবামূলক কর্মকান্ডে অনেক লোক পেশা হিসাবে গ্রহণ করে।
প্রাতিষ্ঠানিক সেবার বাহিরে ও দিনমজুর, ঠেলাগাড়ী, ভ্যান গাড়ীচালক, রিকস্ াচালক প্রতিটি দেশে উল্লেখযোগ্য
সংখ্যক লোক স্বউপার্জনে নিয়োজিত থাকে। যেমন- ধোপা, মুচি, ফেরিওয়ালা, বাসার কাজের লোক/মহিলা
প্রভৃতি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ ধরণের পেশার সমাজের নিæবিত্তের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে, এ
সেক্টর এর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।
পাঠ সংক্ষেপ:
সেবামূলক পেশা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড। সেবামূলক কাজের ধরণ বহুমূখী। প্রাতিষ্ঠানিক
সেবামূলক পেশার মধ্যে ব্যাংকিং, যোগাযোগ, শিক্ষা, বিনোদন, আইন শৃংখলা রক্ষা, স্বাস্থ্য, গণযোগাযোগ
প্রভৃতি উল্লেখযোগ্য। অপ্রাতিষ্ঠানিক সেবামূলক পেশায় ও উল্লেখযোগ্য সংখ্যক নিয়োজিত আছে।
পাঠোত্তর মূল্যায়ন : ৫.৯
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন (সময় ৩ মিনিট):
১.১. কোনটি প্রাতিষ্ঠানিক সেবামূলক পেশা নয়?
ক) বাসার কাজে নিয়োজিত থাকা খ) ব্যাংকিং গ) শিক্ষকতা
১.২. স্বাস্থ্য সেবা কোন ধরণের কর্মকান্ড?
ক) ১ম পর্যায়ের খ) ২য় পর্যায়ের গ) ৩য় পর্যায়ের
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. প্রাতিষ্ঠানিক সেবামূলক পেশার একটি তালিকা দিন।
২. অপ্রাতিষ্ঠানিক সেবামূলক পেশার নাম দিন।
৩. সেবামূলক পেশা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড?
রচনামূলক প্রশ্ন:
সেবামূলক পেশার প্রধান ধরণ উল্লেখপূর্বক এগুলোর বর্ণনা দিন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]