পরিবহণ অর্থ কি ?
পরিবহণ হলো একস্থান থেকে অন্য স্থানে মানুষ ও পণ্যদ্রব্য স্থানান্তরের পদ্ধতি। এ স্থানান্তর জল, স্থল বা
আকাশ পথে হতে পারে। আর যে মাধ্যমের সাহায্যে যাত্রী বা পণ্যদ্রব্য বহণ করা হয় তাকে বলে বাহণ। বাহণ
ছাড়া পরিবহণ সম্ভব নয়। মানব সভ্যতার উন্নয়নে পরিবহণের গুরুত্ব অপরিসীম।
পরিবহণের ক্রম বিকাশ:
প্রাচীনকাল থেকেই মানুষ আশ্রয়ের সন্ধানে একস্থান হতে অন্য স্থানে যেত অর্থাৎ সময় ও প্রয়োজনে অভিগমণ
করত। স্থানান্তরের জন্য নিজের ও পণ্য বহনের প্রয়োজন হয়। প্রথমে মানুষ পায়ে হেঁটে পণ্য বহণ করত।
জনপদের বিকাশের পর মানুষ পশুকে বাহণ হিসাবে ব্যবহার করতে শিখে। এতে মানুষের শ্রম ও সময় অনেক
কমে আসে।
লৌহ যুগের শুরুতে মানুষ বিভিন্ন যানবাহন বিশেষ করে নৌকা তৈরী করার কৌশল আয়ত্ব করে। তখন মানুষ
পশু দ্বারা চালিত বিভিন্ন যানবাহন তৈরি করে। চাকা আবিষ্কার পরিবহণে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে।
আধুনিক পরিবহণ উন্নতির ইতিহাস খুব বেশি পুরাতন নহে। মধ্যযুগে বণিকরা পালতোলা জাহাজে পণ্য
পরিবহণ করত। প্রযুক্তির উন্নতির পর ইঞ্জিন চালিত মোটরগাড়ি, ও জাহাজ তৈরি হয়। ১৮২৫ সালে ইংল্যান্ডে
সর্বপ্রথম রেল পরিবহণ চালু হয়। উনিশশতকে উড়োজাহাজ পরিবহণে নতুন মাত্রা যোগ করে। এভাবে
ক্রমান্বয়ে বিশ্বে সড়ক, রেল, নৌ ও বিমান পরিবহণের প্রসার ঘটে।
পরিবহণ মাধ্যমের ধরণ অনুসারে মূলত: ৪ প্রকার হতে পারে। যেমন- ক) সড়ক পরিবহণ খ) রেল পরিবহণ
গ) নৌ পরিবহণ ঘ) বিমান পরিবহণ
ক) সড়ক পরিবহণ:
ইহা স্থল পরিবহণের একটি অংশ। সড়ক পরিবহণ যোগাযোগের একটি প্রাচীন মাধ্যম । বিভিন্ন ধরণের
যানবাহন সড়কপথে চলাচল করতে পারে। ইঞ্জিনচালিত মোটরগাড়ী, ট্রাক, ভ্যান, প্রভৃতি যানবাহণ সড়ক পথে
ব্যবহৃত হয়। যাত্রী ও পণ্য বহণে সড়ক পথের গুরুত্ব অত্যাধিক।
খ) রেল পরিবহণ:
কোন দেশের পরিবহণ ক্ষেত্রে রেল পরিবহণ গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এতে ব্যাপক পূঁজি বিণিয়োগ করা
হয় এবং বহুসংখ্যাক যাত্রী ও পণ্য পরিবহণ করা যায়। খনি এলাকা থেকে ভারী খনিজ আকরিক শিল্প অঞ্চলে
পরিবহণের কাজে রেলগাড়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় রেল পরিবহণ
বিশেষত মালামাল পরিবহণে, যাত্রী পরিবহণে অত্যন্ত কার্যকর ভ‚মিকা রাখে। বর্তমানে বাংলাদেশে কনটেইনারে
মালামাল পরিবহণের কাজে মালবাহী ট্রেনের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
গ) নৌ-পরিবহণ :
যাতায়াতের জন্য দ্রæতগামী ও আধুনিক যানবহান যখন আবিষ্কৃত হয়নি তখনও মানুষ নৌযানে করে এক স্থান
থেকে অন্য স্থানে মালামাল পরিবহণ করত। পরবর্তীতে ইঞ্জিনচালিত যানবাহনের ব্যবহার নৌ-পরিবহণে
পরিবর্তন আনতে সক্ষম হয়। আধুনিক যুগে ভারী খনিজ পদার্থ দস্তার খনি এলাকা থেকে শিল্প অঞ্চলে পরিবহণ
ভারী শিল্প পণ্য এক দেশ থেকে অন্য দেশে পরিবহণের কাজে মালবাহী জাহাজ ব্যবহৃত হয়। তাছাড়া, খনিজ
তৈল, গ্যাস পরিবহণে কনটেইনার বা বিশালকৃতির সমুদ্রগামী ট্যাংকার ব্যবহার করা হয়। সমুদ্রগামী জাহাজে
পণ্য পরিবহণের সুবিধা বি¯তৃত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য অতি সহজেই অন্যসব পরিবহণের চাইতে অনেক
বেশি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তবে এর জন্য সুবিধাজনক সমুদ্র বন্দর থাকা প্রয়োজন। সৌভাগ্যবশত:
বাংলাদেশে দুটো সমুদ্র বন্দর আছে। যা দেশের মোট বাণিজ্যের ৯৫ % সম্পন্ন করে থাকে।
ঘ) বিমান পরিবহণ :
বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার হল বিমান। বিমান আবিষ্কারের ফলে পৃথিবী মানুষের কাছে ছোট হয়ে
এসেছে এবং যোগাযোগ ক্ষেত্রে অভ‚তপৃর্ব উন্নতি সাধিত হয়েছে। বিমান পরিবহণে মানুষের অর্থনৈতিক জীবনে
গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। হালকা শিল্পজাত পণ্য, চিঠিপত্র, যাত্রী পরিবহণ ও পচনশীল কৃষিপণ্য যেমন
শাকসবজি, ফলমূল, ফুল, দুধ /দুগ্ধজাত পণ্য দ্রæত পরিবহণের কাজে বিমান সবচেয়ে সুবিধাজনক পরিবহণ
মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।
উন্নত পরিবহণ ব্যবস্থা আর্থ-সামাজিক উন্নতির পূর্বশর্ত। পরিবহণ ব্যাবস্থার উন্নতি ব্যতীত কোন উন্নয়ন
কর্মকান্ডের সুফল সঠিকভাবে অর্জন সম্ভব হয় না। তাই যে কোন দেশের উন্নয়ন কর্মকান্ডের শুরুতেই পরিবহণ
ব্যবস্থার উন্নতি সাধন অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা উচিত।
পাঠ সংক্ষেপ:
পরিবহণ ব্যবস্থা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। চার ধরণের পরিবহণ মাধ্যমে মানুষ ও পণ্য পরিবহণের
কাজে ব্যবহৃত হয়। প্রতিটি পরিবহণ ধরণেরই কিছু নিজস্ব সুবিধা/অসুবিধা আছে। উন্নত পরিবহণ ব্যবস্থার
কোন বিকল্প নাই।
নৈর্ব্যক্তিক প্রশ্ন:
১. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন (সময় ৩ মিনিট):
১.১. দ্রæত যাতায়াতে কি পরিবহণ উপযোগী?
ক) বিমান খ) নৌ গ) রেল
১.২. পচনশীল কৃষি পণ্য অন্য দেশে পরিবহণে কি ধরণের পরিবহণ মাধ্যম ব্যবহৃত হয় ?
ক) রেল খ) নৌকা গ) বিমান
১.৩. বাংলাদেশে কনটেহনারে মালামাল পরিবহণে কোন মাধ্যম ব্যবহৃত হয়?
ক) রেল খ) জাহাজ গ) বিমান
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
১. পরিবহণ বলতে কি বুঝায়?
২. পরিবহণ মাধ্যম কত প্রকার?
৩. ভারীপণ্য পরিবহণের কাছে কি কি মাধ্যম ব্যবহার করা হয়?
রচনামূলক প্রশ্ন:
১. বিভিন্ন পরিবহণ মাধ্যমের তুলনামূলক সুবিধা অসুবিধার বর্ণনা দিন।
২. পরিবহণ মাধ্যমের গুরুত্ব কি? পরিবহণ মাধ্যম সমূহের বর্ণনা দিন। প্রয়োজনে বাংলাদেশের উদাহরণ
ব্যবহার করুন।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ